নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মায়েদের আরাম বা শান্তি নেই!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

মায়েদের আরাম বা শান্তি নেই! কোথাও যে একটু বেড়াতে যাবে তাও যাওয়ার আগে

স্বামী/ সন্তান কি খাবে তার ব্যবস্থা করে রেখে যেতে হয় কিংবা যায়...!

আজ মামনি তার মামার বাসায় বেড়াতে গেলো কিন্তু সেই সাত সকালে উঠে আমরা কি খাবো, কি করবো সব ঠিক- ঠাক গুছিয়ে রেখে গেছে...! অথচ এগুলো আমরা দু বোন-ই করতে পারতাম! ঘরে মেয়ে থাকলেও কি আর না থাকলেও কি মায়েরা সব কাজ নিজেরাই করে বেশি... ! সন্তান এর উপর তবুও বেশি কাজের বোঝা চাপিয়ে দেয় না! মামনি যখন জব করতো তখনো সেই সাত সকালে উঠে সোয়া আটটার মধ্যে সব রান্না করে রেখে যেত! আমরা তাকে শুধু সাহায্যই কিছু করতাম কিন্তু কখনোই সে সব কাজ আমাদের উপর চাপিয়ে দিত না! তারপর আমি যখন জব করা শুরু করলাম তখন ও সে রান্না করে আমার খাবার রেডি করে দিত, এখনো দেয়! সক্কালটা হলেই সংসারের মানুষগুলোর মুখে খাবার কিভাবে তুলে দিবে এই নিয়েই তাদের দিন কেটে যায়!

এর কোন শেষ নেই.........।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাগো তোর ঋণ শোধ
হবেনা কোনদিন
রবের কাছে সারাক্ষন-
চাই চোখের জলে দোয়া

রাব্বির হামহুমা
কামা রাব্বা
ইয়ানি ছাগিরা।।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি সব-সময় এই দোয়া পড়ি !

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

আন্ধার রাত বলেছেন:
"সংসারের মানুষগুলোর মুখে খাবার কিভাবে তুলে দিবে এই নিয়েই তাদের দিন কেটে যায়!"

একদম ঠিক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!ভাই!প্রতিদিন দেখে দেখে খুব কষ্ট হয়!

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

পরের তরে বলেছেন: নির্মম এক সত্যকেই তুলে ধরেছেন। আমার গল্পে বউ কষ্টটা তুলে ধরার চেষ্টা করেছি। Bou aka aka chute cola....

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্নবাদ! যে বউ এর কষ্ট বুঝেছেন!

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এজন্যইতো তিনি মা, আপনি মা হলে আপনার অবস্থাও ইনশাল্লাহ এমনই হবে... :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এ জন্যই তিনি মা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.