নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

গণপিটুনি ...!!!!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

বড় বড় চোরেরা চুরি করে- পার পেয়ে যায়-

আর ছোট ছোট চোরেরা ধরা খেয়ে গণপিটুনিতে ভর্তা হয়ে যায়...!

জনগনের এই রায়টাকে মেনে নিতে পারি না...!

তার মানে এই নয় যে- চুরি করাকে সমর্থন দিচ্ছি।

কিন্তু ছিঁচকে চোর ধরে দিগ্বিদিক শুন্য হয়ে তাদের ভর্তা করার কোন মানে হয় না!

কিছুদিন আগে এক ছিঁচকে চোরকে মেরে প্রায়-ই মেরে ফেলেছিল এলাকার লোকেরা ---! রাস্তায় গিয়ে দেখার মত মানসিকতা ছিলোনা ! বারান্দায় দাঁড়িয়ে শুনতেই ভয়ে, কষ্টে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম! তাড়াতাড়ি থানায় ফোন করলাম - বেশ কিছুক্ষণ পর পুলিশ আসলো ততক্ষণে চোর এর জীবন যায় যায়! আরও অনেকেই নিষেধ করছিলো কিন্তু উত্তেজিত জনতা আর পাড়ার উঠতি বয়সের তরুণেরা কারো কথাই শোনে না! এইভাবে বেশ কয়েকবার কয়েকজন ছিঁচকে চোর ধোলাই খাইছে! মাঝে মাঝে এইসব গণপিটুনি গুলি খুব-ই ভাবায়! জানি এইসব ছিঁচকে চোর, ছিনতাইকারী এদের শাস্তির প্রয়োজন আছে কিন্তু তাই বলে কোন মানুষকে এইভাবে অমানুষের মত পিটাইতে পিটাইতে মেরে ফেলা বা আধমরা করাটা কতটা যুক্তিযুক্ত ? অথচ বড় বড় চোরেরা পার পেয়ে যাচ্ছে! জনগণ ও মাঝে মাঝে যা করে তা দেখলে কষ্ট লাগে!

পারলে বড় বড় চোর মহাশয়দের ধরে ধোলাই দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মানুষ কেন ওদের এভাবে পেটায় জানেন?

যদি ওদের না পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়, ২০ টাকা ঘুষ নিয়ে পুলিশ ওদের ছেড়ে দিবে। ও চিন্তা করবে, ১০ দিন চুরি করে একদিন ধরা খেলেওতো সমস্যা নাই ! ক'টা টাকা দিলেই দিব্যি আবার আগের মত।

সাধারণ মানুষও এটা বোঝে, পুলিশে দিয়ে লাভ নেই। কেউ যদি আবার আগে এমন চুরি/ছিনতাই এর কবলে পড়ে, তার মনে রাগটা আরো বেশী থাকে। সব ঝাল ঐ ব্যাটার উপর দিয়ে ঝাড়ে...

এর মানে এই নয় আমি ওভাবে গণপিটুনিকে সমর্থন করছি। মূল সমস্যা হক , সুশাসনের অভাব ! আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই, অপপ্রয়োগ আছে ! নির্দোষ মানুষ শাস্তি পায়, আর দোষীরা জামিনে বেরিয়ে আবার অপরাধে লিপ্ত হয়! সেদেশে এর চেয়ে ভাল আর কিছু আশা করতে পারেন না... :| :|

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই এর থেকে ভাল কি আশা করা যায়!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

খাটাস বলেছেন: হুম যে অন্যায়ের শাস্তি দেয়ার ক্ষমতা আছে, অতি উৎসাহী মানুষ রা তাই দেয়। যদি ও অন্যায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! কিন্তু বিষয়টা খুব-ই ভাবায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.