নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চলে গেছিস বহুদূরে ......!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মুঠো ফোনটা সারারাত বন্ধ থাকলেও

এখন আর কেউ খুব সকালে মেসেজ দিয়ে গালি দেয় না...

কিংবা ফোন করে গালি দিয়ে ফোনটাকে ভাঙ্গতে চায় না !

ফেসবুকে আসতে দেরি হলে এখন কেউ

বারবার মিস কল বা ফোন দেয় না !

একটু কিছু হলেই কেউ এখন আর ঝগড়া করে না......

কিংবা রাগ করে আনফ্রেন্ড বা ব্লক করে দেয় না !

এখন রাগ বা অভিমান করে বসে থাকলেও

কেউ সেই রাগ ভাঙ্গিয়ে, সরি সরি বলে না...

কিংবা কান ধরে অভিমান গুলোকে ফু দিয়ে দূর করে দেয় না !

এর কারন কি জানিস.........?

কারন যে তুই, এই কাজগুলো করতিস......

সেই তুই-ই তো নেই - চলে গেছিস বহুদূরে ......!

আমি একা শুধু সেই কথাগুলোকে মনে করে

তোকে আমার মাঝে বাঁচিয়ে রেখেছি যত্ন করে!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

এ্যংরি বার্ড বলেছেন: :( :( :( :((

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুহুহু!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক বাঁচানো হৈসে, এবার মেরে ফেলেন ||

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পারি না --!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

শাহরিয়ার নীল বলেছেন: কই গেছে ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার থেকে বহুদূরে .........

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

চান্টু ভাই বলেছেন: গ্রাম্যবালিকা মতো আর একজন পেলাম মনে হয়। কবিতাটা দারুন লাগল!


লেখা চালিয়ে যান। ভালকরবেন আশাকরি...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গ্রাম্যবালিকা ? ধন্যবাদ!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনি এই নস্টালজিয়া থেকে উঠে আসেন। নিজের কাজে ডুবে যান। যে চলে গেছে তাকে আল্টিমেটলি ভুলতেই হবে। যত দ্রুত নিজেকে সরিয়ে নিতে পারবেন জীবনকে তত ভাল ভাবে গড়ে নিতে পারবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি ভাই! এসব কিছু এত বেশি জীবন্ত যে সেখান থেকে সহজেই বের হওয়া যায় না......! মাঝে মাঝে এই নস্টালজিয়ার মাঝেই যেন আমি সুখ খুঁজে পাই---! ধন্যবাদ!

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমি জানি খুব সহজ নয়!!! এখন আমার বয়স ৪৫! অল্প বয়সে আমারও এরকম দূর্ঘটনা ঘটেছিল। আমি ৪২ বছর বয়সে নিজেকে সম্পূর্ণ আয়ত্বে আনতে পেরেছিলাম! আমার অভিজ্ঞতা বলে আরও অনেক আগেই নিজেকে সামলে নেওয়া সম্ভব!!! আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!বুঝতে পারছি ভাইয়া! দোয়া করবেন!

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

চান্টু ভাই বলেছেন: Click This Link

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

শাহজাহান মুনির বলেছেন: শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

যে চলে গেছে তাকে ডেকে আনুন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে যে আর আসবে না......!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.