নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মার্বেল/ তাশ/ দারিয়াবান্দা/ গোল্লাছুট !

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

মার্বেল খেলার জন্য ছোটবেলায় যে কতবার মাইর আর বকা খাইছি তার ঠিক নেই,

পাড়াতে নাম পড়ে গিয়েছিলো - মার্বেলনী হিসেবে...! তবুও মার্বেল খেলা ছাড়াতে পারেনি মামনি-বাপি! কিন্তু অয়ন/ অপূর্ব / আকাশ (কাজিন) মনে করে আমি/ আমরা ( মেয়ে কাজিনরা ) খেলতে পারি না, সবাই এক সাথে হলে এখনো আমরা খেলি , ফল স্বরূপ খেলতে এসে হেরে গেলেই চিল্লাচিল্লি...! কারন আমরা প্রত্যেক কাজিন (মেয়ে) মার্বেল ভালই খেলতে পারি!

ইমন/এহসান/ রিয়াদ/রিফাত (কাজিন) মনে করে কার্ড এ ওরাই জিতবেই, এই কার্ড খেলাও আমার পছন্দের, এবং বেশির ভাগ সময়-ই এরা খেলতে এসে হেরে যায় আর

বাজি ধরে যখন হেরে যায়, তখন মুশমুশ করে- কি বলবে বুঝে পায় না...!

কিছুক্ষন আগে অয়ন এসে বলে - টেলিফোন (রশি খেলা) খেলবা - বললাম চল, ও মনে করছে আমি পারবোনা এরপর খেলতে গিয়ে হেরেছে- এখন চিল্লাইতেছে...!!!

ছোটবেলার এই খেলাগুলোর কথা মনে পড়লে কিংবা কাজিনদের সাথে খেললে এত ভালো লাগে...!

বিকেল হলেই দারিয়াবান্দা, কাবাডি আর গোল্লাছুটের জন্য মাঠ দখল করার একটা প্রতিযোগিতা চলতো ----- কুতকুত, এক্কা- দোক্কা কত মজার খেলা !

ছেলেবেলার সেই দিনগুলো কোথায় হারালো .........!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬

আপেক্ষিক বলেছেন: আপনাকে একটু নস্টালজিক করে দিচ্ছি। এই পোস্টটি পড়ুন। আশা করি ভালো লাগবে :)
Click This Link

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: ছেলেবেলার সেই দিনগুলো কোথায় হারালো .........!!!!!
আমরা কেউ জানিনা........ :(

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!কেউ জানি না......তবুও এই বড় বেলায় সেই দিন গুলির কথা ভাবতে ভাল লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.