নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বেকুব বর!

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২

কাজিনের বিয়ে! কাজী সাহেব, উকিল বাবা সহ সবাই গেছে বিয়ে পড়াতে বরের কাছে,মানে বর যেখানে বসে আছে - । এরপর কাজি সাহেব বলছে- বিসমিল্লাহ্‌ --অমুকের ছেলে তমুক এর সাথে অমুকের মেয়ে তমুকের বিয়ে আর এইসব কথার সাথে সাথে উকিল বাবাও বলছে--তা । এই শুনে বেকুব বর ও বলা শুরু করছে-বিসমিল্লাহ্‌ -অমুকের ছেলে তমুক এর সাথে ---- ! যেই না বলছে বর এইসব কথা ওমনি কাজী সাহেব শুনতে পেয়ে বলে- আরে বেকুব, তুমি এইগুলা বলো কেন? তুমি শুধু " কবুল বা রাজি" এইটা বলবা --! আর বিয়ে পড়াবে কি কাজি সাহেব, নিজেও হাসতে শুরু করে সেই সাথে সবাই হাসতে হাসতে শেষ ! পরে এই ঘটনা মেয়ে মহলে জানাজানি হলে আমরা সবাই বর বাবাজিকে ধরি-ব্যাপার কি বলতো ? তখন বর বাবাজি আমাদের বলে- ভয়ে না কি তার হাত-পা কাপছিলো তাই--- হাহহাহ! সেই সাথে আমাদের বলে- দেখবো আপনাদের বিয়ের সময় আপনারা কি করেন? হাহহা!





মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বেটা আসলেই বেকুব... :P :P =p~ =p~ =p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ! না ভাই বেচারা আসলেই ভয় পেয়েছিলো আমরা তো ওকে খেপাইতে বেকুব বলে ডাকছি !

২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬

আহমেদ আলিফ বলেছেন:
হা হা হাহা হাহা .......

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি!

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

ডরোথী সুমী বলেছেন: এইসময় সব বরদের অবস্থা মনে হয় এমনই হয়। আহা বেচারারা।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মনে হয় ! আহাহহা!বেচারা!

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

সূর্য হাসান বলেছেন: আসলে হয়েছে কি, অভিজ্ঞতা নাই তো!!! =p~ =p~ :P :P

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!অভিজ্ঞতা নাই! অভিজ্ঞতা নিয়া আসতে হইতো মনে হয়!

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬

নিজাম বলেছেন: অত্যন্ত্য ক্রিটিক্যাল সময়। অবিবাহিত যারা হাসছেন দেখা যাবে তাদের অবস্থা কী হয়!

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা!ভাই আপনার কথা বলেন?

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮

জাহিদ ২০১০ বলেছেন: ইশ কবে যে এই বেকুব কর্ম করার সময় হপে???????????

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহা!দাওাত দিতে ভুলবেন না কিন্তু ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

নির্বোধ বালোক বলেছেন: আরে ব্যাপার না, পরের বার ঠিক হয়ে যাবে।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পরের বার চান্স পাবো কই ভাইজান?

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

আহমেদ নিশো বলেছেন: সূর্য হাসান বলেছেন: আসলে হয়েছে কি, অভিজ্ঞতা নাই তো!!!

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অভিজ্ঞতা এবং প্র্যাকটিস করে আসতে হতো ।

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: িনজ+আম বলেছেন: অত্যন্ত্য ক্রিটিক্যাল সময়। অবিবাহিত যারা হাসছেন দেখা যাবে তাদের অবস্থা কী হয়

আমার বিয়ের সময় আমি চারবার কবুল বলেছি। (একবার কাজীর কথা শেষ না হতেই :( )

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়ওও! মাত্র ৪বার?

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

আশিকুর রহমান ১ বলেছেন: বিয়ে করতেও দেখতাছি কষ্ট আছে! এই পরিস্থিতি মোকাবেলায় এখন থেইকাই প্রস্তুতি নেয়া শুরু করবো নাকি?

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!ভাল তো এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.