নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বেখেয়ালী ডাক্তার !

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

২/৩ দিন আগের ঘটনা হবে, টিভিতে এবং পেপারে আসলো - ডাক্তারের ভুল চিকিৎসায় ৪ নবজাতকের মৃত্যু! এর আগেও পেপারে পড়েছিলাম বেশ কয়েক জায়গায় ডাক্তাররা বেখেয়ালে অপারেশনের সময় পেটের মধ্যে গজ/তুলা রেখে পেট সেলাই করে দিয়েছে !পরে সেই সব রোগীর পেট পচে গেছে, কেউবা মারা গেছে কিংবা কেউ কেউ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে...!

এখন কথা হলো - দু/একটা ভুল মানুষের হতে পারে কিন্তু এভাবে মানুষের জীবন নিয়ে ডাক্তাররা কিভাবে খেলে? কিভাবে তারা এত বড় বড় কাজের সময় বেখেয়ালে কিছু করে বসে? একটা অপারেশনের সময় টিম কাজ করে সেক্ষেত্রে সকলেই কি বেখেয়ালে থাকে?

যদি বেখেয়ালেই কাজ করার চিন্তা তাদের থাকে তাহলে তাদেরকে হাসপাতাল বা ক্লিনিকে না রেখে হেমায়েতপুরে পাগলা গারদে কাজ করতে দেয়া হোক...। সেখানে বসে তারা বেখেয়ালে যা খুশি তাই করতে পারবে।

না কি অপারেশনের সময়ও ডাক্তাররা টাকার চিন্তায় বিভোর থাকে যে - কি করতেছে সে ব্যাপারে হুশ থাকে না?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

স্বপনচারিণী বলেছেন: শেষের কথাটাই ঠিক। টাকার চিন্তাই আগে থাকে। আর মনুষ্যত্ব, পেশায় ঢোকার আগেই কবর দিয়ে আসে। না হলে এতো অমানবিক ঘটনা কেন ঘটবে!

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!ভাই! তা না হলে এমন হবে কেন?

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

বিলাসী বলেছেন: ভাই আস্তে বলেন, নাহলে কালকে থেকে না আবার ধর্মঘট ডেকে বসে।

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসতে বললে ও লাভ নাই জোরে বললেও লাভ নাই তারা টাকার চিন্তাই করতে থাকবে।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

অ্যামাটার বলেছেন: ডাকতারদের খুন করার লাইসেন্স আছে।

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মনে হয় তাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.