নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাজী সাহেবের মেয়ে...!

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

শুক্রবার বউবাজার নামে একটা বিশাল কাপড়ের মার্কেট বসে দিনাজপুরে! তাই সকাল সকাল সেই মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছি! পথে এক দাদীর সাথে দেখা, দেখেই উনি বললেন- হাজী সাহেবের মেয়ে কি সকাল সকাল পূজা দেখতে বের হয়েছে না কি চরকিতে (নাগরদোলা) চড়তে যাচ্ছে? মেজাজ খারাপ হয়ে গেলো, নিজেকে কন্ট্রোল করে বললাম- না দাদী মার্কেটে যাচ্ছি। এরপর-ই এক বড়আম্মার সাথে দেখা,তিনি বললেন- হাজী সাহেবের বেটি ঝেল্টি ( মানে সুতির জামা) জামা পড়ে বউবাজার যাচ্ছে! নিজেকে কন্ট্রোল না করে বললাম- আমি কম দামের জামা পড়ে মার্কেট যাই বেশি দামের জামা কিনি! আর অনেকে বেশি দামের জামা পড়ে মার্কেট যায় কম দামের জামা কিনে আনে! বলেই- রিকশা ডেকে উঠে পড়লাম!

হায় রে মানুষ! হাজী সাহেবের মেয়ে কি করতেছে না করতেছে সেইটা দেইখা বেড়ায়! আরে নিজের মাইয়ারা কি করতেছে সেইটা দেখ রে বাবা...।। অথচ এই পাড়াতেই আমাকে হাজিয়ানী বলে ডাকা হয় এবং তারাও ডাকেন!

বাপি যখন হজ্বে গেছে তখন একদিন পা কেটে যাওয়ার কারনে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, সে সময় ও এই দাদী আমাকে দেখে বলেছিলো- বাপ হজ্বে গেছে বেটি কি এখন মার্কেটে যাচ্ছে? বলেছিলাম- না ডাক্তারের কাছে যাচ্ছি...! তখন চুপ!

আজিব সব মানুষ! ভাগ্যিস আমি স্কার্ট পড়ে বা গলায় কিংবা একদিকে ওড়না নিয়ে রাস্তায় নামিনি তাহলে তো এরা না জানি কি কইতো ......?



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

ধুম্রজ্বাল বলেছেন: দিনাজপুরের গল্প শুনে ভালো লাগলো।
এক সময় আমরা আপনাদের সাথে ছিলাম। এখন আলাদা জেলা
ভালো থাকুন

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই? তা এখন কোন জেলায়?

২| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

মোমেরমানুষ৭১ বলেছেন: হাজী সাহেবের মেয়ে ব্লগে কি........ ;) ;) ;) :P :P

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!হাজী সাহেবের মাইয়া ব্লগে ঘুইরা বেড়াইতেছে --- ইমো দিতে পারি না-- ( চোখ মারার ইমো হপে) !

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩

চোখাচোখি বলেছেন: হাজীর মেয়ে পাজী :P

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা!ঠিক বলেছেন!

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

সেমিবস বলেছেন: দিনাজপুরে কখনও যাইনি............

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চলে আসুন!

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

আিম এক যাযাবর বলেছেন: আপনার বাসা দিনাজপুরের কোথায়? আমার বাসা দিনাজপুরে।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বালুবাড়িতে ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

পথহারা সৈকত বলেছেন: চোখাচোখি বলেছেন: হাজীর মেয়ে পাজী :P

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! পাজী!

৭| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: ঘটনাটা ভালই............ ;)
কন্ট্রোল, খুব কন্ট্রোল :P

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! কন্ট্রোল ----!

৮| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮

রাহুল বলেছেন: কইলেইতো কইবেন হাজী সাবের মুখ খারাপ। :) :D B-) ;)

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!কইলেই তো কইবেন হাজী সাহেবের মাইয়ার মুখ খারাপ!

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

শাহরিয়ার নীল বলেছেন: হা হা

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা হা

১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

মহসিন৭১ বলেছেন: ১৯৯৯ সালে আমার বিয়ের আগে, দিনাজপুরের বালুবাড়িতে মেয়ে দেখতে গিয়েছিলাম। সেই একবারই দিনাজপুর যাওয়া। মেয়েটি পছন্দ হয়েছিল। কিন্তু আমার সঙ্গে বিয়ে হয়নি। এটা একটি মজার ঘটনা। আমি অবশ্য ২০০০ সালে বিয়ে করেছি। ঘটনাটা ব্লগে লেখা যাচ্ছে না। mail dien: [email protected]

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!সময় করে দিবো !

১১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

ধুম্রজ্বাল বলেছেন: কনকনে শীতে দিনাজপুর রেলওয়ে স্টেশনে কত যে রাত কাটিয়েছি।ক্যাডেট কলেজে যোগদানের দিন ট্রেন বিকল হওয়াতে বোচকা-পাতি নিয়ে পার্বতিপুর স্টেশন পর্যন্ত হেটেছি ......সে কত স্মৃতি !!!!

এখন পাখী হয়ে পুরো দিনাজপুর শহর এক লহমায় ঘুরতে পারি।

ফিরে যাবো নিশ্চয়ই আমার চিরচেনা শহরে

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি ...? চলে আসুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.