নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জন্মদিন-!

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

পটুয়াখালীর স্কুলের ক্লাস ওয়ান এর এক ছাত্রীর জন্মদিন ছিলো সেদিন (পটুয়াখালী থাকাতে)! ও নিজেই বলেছিলো! আমি শুনে ওকে উইশ করলাম, ব্যাগে চকোলেট ছিলো দিলাম! এরপর জিজ্ঞেস করলাম, জন্মদিনে কি সবাইকে দাওয়াত করবে? কারন ও প্রতিবার দাওয়াত করে! ও বলে জানিনা টিচার! বলেই ফিক করে হাসে! যাক কোন সমস্যার কারনে ওর মা সেবার আর কাউকে দাওয়াত করে না, মানে টিচারদের!স্কুল ছুটির পর বাসায় আসলাম । বিকেলের পর থেকে তুমুল বৃষ্টি শুরু হলো--! সন্ধার পর তা চরম আকার ধারন করে! রাত ৯টার দিকে কলিম্বেলের শব্দে চমকে উঠি, ভাবি এই ঝড় - বৃষ্টির দিনে এত রাতে কে এলো? দরজা খুলে দেখি- ফাইজা আমার ছাত্রী যার আজ জন্মদিন! সাথে এক ছেলে চিনি না! ফাইজাদের বাসা আমার বাসার কাছেই ছিলো। আমি তো অবাক ওদের ঘরে নিয়ে এলাম! ছেলেটার হাতে বিরাট এক টিফিনবাটি ! আমার হাতে উনি সেটা ধরিয়ে দেন! আমি বললাম- কি ব্যাপার? তখন উনি বলেন-উনি ফাইযার মামা! এবং ফাইযার জন্মদিনে কাউকে আজ বলা হয়নি, বাসায় কিছু আয়োজন করা হয় এবং ফাইযা তার টিচারের বাসায় জন্মদিনের খাবার না দিয়ে খাবে না, তাই এই ঝড়- বৃষ্টির রাতেও সে টিচারের জন্য খাবার নিয়ে এসেছে! এবং উনি (মানে ফাইযার মামা) এতটাই অবাক হয়েছে যে কোন টিচার তা দেখার জন্য অন্য কাউকে না পাঠিয়ে উনি নিজেই এসেছেন। আমি তো লজ্জায় মরে যাই! অবাক হয়ে যাই পিচ্চি মেয়েটার ভালোবাসা দেখে! এবং ওর বাবা-মা তো জানেই আমার কথা! এদিকে আমার বাপি- মামনি- ছোটো বোন সবাই অবাক হয়ে যায়! আমি তো কি বলবো -বুঝে পাই না! বাসায় অনেক নতুন কলম ছিলো অই মুহূর্তে ওকে কলম দেই এবং পরের দিন ওর জন্য গিফট নিয়ে যাই। আর টিফিনবাটি খুলে দেখি- পরোটা/ রোস্ট/ কেক/ মিষ্টি / খাসির মাংস/ কাবাব/ এলাহি কারবার!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

নির্ভীক আহসান বলেছেন: ছোটদের ভালবাসা গুলো অনেক তীব্র হয়।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.