নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাবা’রা সব দোষ মায়েদের উপর চাপায়--!

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

প্রায়-ই দেখা যায় বাবা'রা সন্তানের যে কোন দোষের জন্য মা’কে দায়ী করে!

আজ সকালে পাশের বাসার এক ভাই তার ছেলেকে বকছে এভাবে-

" মা যেমন চাপাবাজ ছেলেও তেমন চাপাবাজ হচ্ছে"!

সাথে সাথে ভাবী বলল- আমি কি চাপাবাজি করেছি?

আমার মন চাইলো গিয়ে বলি- আপনি যেমন নেশাখোর আপনার ছেলেও হবে নেশাখোর ।( কারন উনি নেশা করেন!) ।

যে সন্তানের কথা ভেবে বাবা নেশা ছাড়ে না, সে মাকে কি করে দোষারোপ করে সন্তানের ব্যপারে? যে মা সারাদিন সন্তানের দেখাশুনা করে?

একটা সন্তানের ৯৫% সার্বিক দেখাশুনা মা করে, আর বাপেরা ৫% দেখাশুনা করতে এসেই মায়েদের দোষ খুঁজে বেড়ায় ---!

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

সোহানী বলেছেন: দোষ হলে মায়ের আর গুন হলে বাপের এটাইতো নিয়ম...

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! তাই তো দেখি !

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

বেকার সব ০০৭ বলেছেন: সোহানী বলেছেন: দোষ হলে মায়ের আর গুন হলে বাপের এটাইতো নিয়ম

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! তাই তো দেখি !

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: @ সোহানী বলেছেন: দোষ হলে মায়ের আর গুন হলে বাপের এটাইতো নিয়ম... সহমত

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাবা’রা সব দোষ মায়েদের উপর চাপায় আর মমতাময়ি মা কষ্ট হওয়া সত্বেও সব দোষ নিজের কাঁধে নিয়ে পরিবারের সবাইকে পরম মমতার বন্ধনে আঁকড়ে রেখে আমাদের জীবনে সর্বকালের সর্বশ্রেষ্ট ও সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়। এ কারণেই তো আল্লাহ ও তাঁর রাসুল সঃ এর পর মায়ের মর্যাদা।

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ঠিক বলেছেন বিথি! তবুও বিষয়টা ভাবায়! কারন বাবা-মা দুজনের-ই তো দায়িত্ব আছে সন্তানের প্রতি- তাহলে বাবা’রা দোষ চাপিয়ে পার পেয়ে যেতে চান কেন?

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

ডরোথী সুমী বলেছেন: কোন লাভ নেই। আমরা কেউ নিজের দোষ স্বীকার করতে নারাজ। দোষ ত্রুটি থাকতেই পারে তবে অন্যের ভুল ধরার আগে নিজেরটা মনে করাও উচিৎ। সন্তানেরা শুধুই যে মা- বাবার কাছ থেকেই ভাল-মন্দ শেখে তাতো নয়। আশেপাশের পরিবেশ এবং বন্ধু- বান্ধবের কাছ থেকে শেখে। দোষারোপ না করে সন্তানের সমস্যাগুলো কিভাবে দূর করা যায় তা ভাবা উচিৎ। হয়তো লেকচারের মত হয়ে গেল, কিন্তু সবসময় এসবই শুনি মা-বাবার কাছ থেকে তাই লিখে ফেললাম।

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আমরা সব সময় মানুষের দোষই ধরি! না ভাই লেকচার নয় যা বলেছেন তা তো ঠিক-ই! ধন্যবাদ !

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

সপন সআথই বলেছেন: onekangse sotto kotha...

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেকাংশে নয় ভাই একদম-ই সত্য বলতে পারেন কারন প্রতিটা ঘরেই এই ঘটনা ঘটে!

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: চরম সত্য!!

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

অপ্রচলিত বলেছেন: মানসিকতার পরিবর্তন আবশ্যক। বাবা ও মা দুজনের দায়িত্বই সমান গুরুত্বপূর্ণ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আই ডোন্ট কেয়ার।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.