নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এইসব কেন?

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

মহরমের সময় মিছিল বের হয়! আমার মনে হয় দেশের বিভিন্ন জায়গায় এইসব মিছিল বের হয়! এবং দেখা যায় এইসব মিছিলে অনেকেই গায়ে শেকল দিয়ে কিংবা ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করতে করতে মিছিল করে! সমস্ত শরীর রক্তাক্ত হয়!কি বীভৎস দৃশ্য ! এবং হায় হোসাইন হায় হোসাইন বলে তারা চিৎকার ও করে! যা করার কথা ইসলামে নেই ( আমি যতদূর জানি) !

অথচ এই মাসের ইবাদত, মহরমের রোজা ( করতেই হবে এমন নয়) / নফল ইবাদতের অনেক মরতবা আছে! যা অনেকেই করে আবার অনেকেই করে না!

এইসব মিছিল বাদ দিয়ে নামায/ রোজা করলেও তো কিছু পুণ্য হয়!

কিন্তু কে বোঝাবে তাদের?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

অনন্ত জীবন বলেছেন: শিয়া শ্রেণীর মুসলমানরা আশুরার শোক পালনে পদযাত্রায় নেমেছে। বক্ষে করাঘাত করে, শোক-বস্ত্র পরিধান করলেই শোক প্রকাশ হয় কিনা সেটা তর্ক বাহুল্য। মোয়াবিয়া বা তার পুত্র এজিদের অপকর্ম তাদের উত্তরসূরীদের নিশ্চয় অনুতপ্ত করে এখনো। হায়! মানুষের প্রতিদিনের অপকর্ম যদি প্রতি রাতেই নিজেদের অনুতপ্ত করত!
এই পদযাত্রা সেই রক্তারক্তি, সেই পিপাসাময় কারবালার কথা মনে করিয়ে দেয় সত্যি। এরাও রক্তারক্তি করে। নিশানওয়ালা লম্বা বাঁশ উচু করে বয়ে নিয়ে যাওয়া সহজ নয়, বালকগন তাৎপর্য না বুঝে যতই আনন্দ করুক। পদযাত্রা খালি পদে। প্রত্যেক হিমু মাত্রই জানেন, ঢাকার রাস্তায় খালি পায়ে হাঁটা যায় না।

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য! আমি শুধু এইটুকুই বুঝি- এখান থেকে আমাদের ত্যাগের শিক্ষা নিতে হবে!

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

ঢাকাবাসী বলেছেন: মহাররম মাসে মাতম করাটা অনেক পুরোনো আর প্রায় সব দেশেই গৃহিত। শিয়া গ্রুপ যা করেন তা মোটেই বেআইনী কিছু নয়। এর একটা সুত্র দিলুম, দেখে নিতে পারেন।
Click This Link

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য! আমি শুধু এইটুকুই বুঝি- এখান থেকে আমাদের ত্যাগের শিক্ষা নিতে হবে!

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

অপ্রচলিত বলেছেন: পোস্টে সহমত জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.