নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাঙ্কে যাওয়া জরুরি দরকার! তাই হরতালেও মামনি সহ বের হলাম। বাসার কাছেই রিকশা পেলাম, মনে মনে ভাবছিলাম না জানি কখন পিকেটাররা এসে নামিয়ে দিবে! ভাবতেই কিছুদূর যাওয়ার পর-ই একদল ছোকরা যারা রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলো - তাদের সাক্ষাৎ পেলাম- এরপর-
> অই রিকশা থামা। আন্টি রিকাশা থেকে নামুন । হেঁটে যান!
> মামনি ভয় পেয়ে নামতে যাচ্ছিলো কিন্তু আমি ঝটপট ভাবলাম - ওরে বাবা!রিকশা থেকে নামলে তো পিকেটারদের কাছে ধরা খাইছি এই নিয়ে দিনটি স্মরণীয় হয়ে যাবে আর সবাই শুনলে পচাবে! তাই তাৎক্ষনিক মামনির হাত ধরে ওমা! ইসস!পায়ে ব্যথা তো আমি হাঁটতে পারবো না মামনি!
> শুনেই ছোকরারা ভ্যাবাচ্যাকা খেয়ে - কি হইছে কি হইছে আপু বলে উঠলো !
>দুখি দুখি ভাব বেদনায় কাতরএমন ভাব নিয়ে বললাম- পা মচকে গেছে, ডাক্তারের কাছে যাচ্ছি!
>সাথে সাথেই ওরাও দুখি দুখি ভাব নিয়ে বলল- অই রিকশা যা নিয়া যা! থাক থাক আপু নামতে হবে না।
>দম বন্ধ করা হাসি চেপে রেখে ধন্যবাদ দিয়ে চুপ থাকলাম, মামনি আমার দিকে তাকিয়ে আছে, রিকশা চলতে শুরু করলো।
> ৬/৭ কদম যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো- রিকশা থামিয়ে পিছু ফিরে ওদের দিকে তাকালাম,দেখি ওরা এদিকেই তাকিয়ে আছে,হাত দিয়ে ইশারা করলাম, দুইজন এগিয়ে এলো- বললাম- আমার কিছু হয় নাই ভাইয়া!
>আহ্! দেখার মত চেহেরা হইলো-! কি বলবে বুঝে উঠতে না পেরে- হেসে দিয়ে বলল-
> আপনি একটা--! আর কোন কথা নাই!
> কইলাম, আমি একটা আপু! রাস্তায় আর কোন আপুরে রিকশায় দেখলে নামাবেন না বুঝলেন! >আজ ১১/১২/১৩- দিনটার কথা মনে রেখে পিকেটিং কইরেন।বাই!
> আর মা জননী গোটা রাস্তায় বলতে লাগলো - যদি কিছু করত ওরা!
> কইলাম, দেখে সেই রকম বদমাশ মনে হয়নি, তাই একটু রিস্ক নিয়েছিলাম। !
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ধন্যবাদ ভাই!
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
শায়মা বলেছেন: তাই তাৎক্ষনিক মামনির হাত ধরে ওমা! ইসস!পায়ে ব্যথা তো আমি হাঁটতে পারবো না মামনি!
> শুনেই ছোকরারা ভ্যাবাচ্যাকা খেয়ে - কি হইছে কি হইছে আপু বলে উঠলো !
>দুখি দুখি ভাব বেদনায় কাতরএমন ভাব নিয়ে বললাম- পা মচকে গেছে, ডাক্তারের কাছে যাচ্ছি!
>সাথে সাথেই ওরাও দুখি দুখি ভাব নিয়ে বলল- অই রিকশা যা নিয়া যা! থাক থাক আপু নামতে হবে না।
>দম বন্ধ করা হাসি চেপে রেখে ধন্যবাদ দিয়ে চুপ থাকলাম, মামনি আমার দিকে তাকিয়ে আছে, রিকশা চলতে শুরু করলো।
হাহাহাহাহাহাহাহা তুমি এত্ত দুত্তু!!!!!!!!!!!!
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! আমি এত্ত গুলা দুষ্টু ! আমাকে রিকশা থেকে নামাই দিলে- আমি মনে হয় এমন জোরে কেঁদে উঠতাম -- ওরা ভয় পেয়ে পালিয়ে যেত! আর রিকশা থেকে নামিয়ে দেয়ার অপমান সইতে পারতাম না- সবাই পচাইতে পচাইতে আমারে ভর্তা বানিয়ে দিত- তাই --হাহহা!
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
বেকার সব ০০৭ বলেছেন: ব্যাপক সাহস আছে দেখি আপনার
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই সাহস নাই তবে দুঃসাহস আছে মনে হয়! আসলে রিকশা থেকে নামিয়ে দিবে এই অপমান সহ্য করতে পারবো না - এই চিন্তাটাই মাথায় ঘুরতেছিলো- তাই একটু--- !আহহা
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
নক্ষত্রপথ বলেছেন: মেয়ে হলে অনেক সুবিধা !!!!
একটা লিন্ক সেয়ার করলাম, হরতালের খোজ খবর পাবার জন্য।
ভালো লাগবে আশা করি
http://bdnewseveryday.com/
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই মেয়ে বলেই সুবিধা নাই! এটা ঘটে গেছে! এ রকম না ঘটে অন্য রকম কিছুও ঘটতে পারতো! হু! দেখবো!
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
ভুলো মন বলেছেন: আপনার মাথায় কিডনি আছে দেখছি!!
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! কি যে আছে- বুঝতেছি না!
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
আমি ইহতিব বলেছেন: ভালোই উপস্থিত বুদ্ধি আপনার।
সব সময় এমন রিস্ক নিতে যাবেননা আবার।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! জানি! একটা খারাপ কিছুও ঘটতে পারতো!
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
পথহারা সৈকত বলেছেন: মজা পেলুম
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ধন্যবাদ!
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কত্তোগুলা বুদ্ধি মাথায়!
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত্তগুলা বুদ্ধি মাথায় ভাইয়া! হাহহা!
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
সুমন কর বলেছেন: বেশ বুদ্ধি!!
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ক্যামনে বের হইছে আমি নিজেও জানি না!শুধু জানি- রিকশা থেকে নামলেই অপমান হত, সবাই মজা করতো -তাই-- !
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
পিকেটার হলেও ছোকরা। ওই জায়গাতেই মার খেল।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম না ভাইয়া!
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬
তামিম ইবনে আমান বলেছেন: ভালো চেহারার মানুষরাই বেশি বদমাশ হয়। সাবধান।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! সেটাও ঠিক ! ভাল মানুষের রূপ ধরেই অনেক শয়তান থাকে! ধন্যবাদ ! থাকবো!
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
নীল-দর্পণ বলেছেন: > আপনি একটা--
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!আমি একটা আপুউউউউ!
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অভিনয়।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!হয়তবা!
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
অপ্রচলিত বলেছেন:
নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা। তবে সব সময় এমন করতে যাবেন না যেন। স্থানকাল বুঝে করবেন। হিতে বিপরীতও কিন্তু হতে পারত।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি ভাই!না সব সময় এমন করবো না- তবে জায়গা বুঝে করলেও করতে পারি--হাহহা!
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি দেখি খুবই দুষ্টু, অর্থমন্ত্রীর শেয়ার বাজারের মত !!
দোখতারে খেইলি শয়তুন !!! (ফারসিতে)
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২
আহলান বলেছেন: মজা পেলুম ...