নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিয়েবাড়ী আর মরাবাড়ী হলো বাঙ্গালীর জন্য সমালোচনা করার মোক্ষম জায়গা!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

হায় রে! মানুষ !

পরিবেশ / পরিস্থিতি/জায়গা কোন কিছুই বিবেচনায় আসে না তাদের কাছে!

এক সাথে অনেক মানুষ এর সমাগম হলে -

যে কারনে তারা সমাবেত হয়েছে সেটা ভুলে মশগুল হয় অন্য কথায়!

বিয়েবাড়িতে আর মরাবাড়ীতে গেলে এটা ভাল মতই টের পাওয়া যায়!

কিছুখন পর মহিলা/ পুরুষের শুরু হয় - কার ছেলের কি হয়েছে/ কার মেয়ের কি হয়েছে এইসব গল্প!

ভাবী মারা যাওয়ার পর কাল যখন মানুষের ভিড় বাড়তে থাকে তখন দেখি কিছুক্ষন পর এক একজনের এক এক রকম আলোচনা/ সমালোচনা !

এর-ই মাঝে এক আন্টি এসে আমাকে বলে- ইস! পুতুল পুতুল মেয়েটার মুখে ব্রণ হইছে কেন?ব্রনে কি হাত দাও?এইটা/ সেইটা!

এক দুলাভাই বলে- আয়নার মত ঝকঝক মেয়েটার এ কি অবস্থা?

আর এক দিকে শুনি কে যেন বলছে- অমুকের ছেলে এই কান্ড করছে--! অমুকের ঐটা হইছে! এই সেই হাব্রি-জাব্রি কথা!

আরে বাবা! এই সময় কি এইগুলা শুনতে ভাল লাগে?

বাঙ্গালী পরিবেশ বুঝিয়া কখনোই কিছু বলে না রে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: গীবত করা বাংলাদেশীদের একটি জাতীয় ব্যাধি, আল্লাহর ভয় অন্তরে আনলে এটা থেকে আমরা বেচে থাকতে পারি। গীবত একটা মারাত্মক গোনাহের কাজ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.