নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় রে! মানুষ !
পরিবেশ / পরিস্থিতি/জায়গা কোন কিছুই বিবেচনায় আসে না তাদের কাছে!
এক সাথে অনেক মানুষ এর সমাগম হলে -
যে কারনে তারা সমাবেত হয়েছে সেটা ভুলে মশগুল হয় অন্য কথায়!
বিয়েবাড়িতে আর মরাবাড়ীতে গেলে এটা ভাল মতই টের পাওয়া যায়!
কিছুখন পর মহিলা/ পুরুষের শুরু হয় - কার ছেলের কি হয়েছে/ কার মেয়ের কি হয়েছে এইসব গল্প!
ভাবী মারা যাওয়ার পর কাল যখন মানুষের ভিড় বাড়তে থাকে তখন দেখি কিছুক্ষন পর এক একজনের এক এক রকম আলোচনা/ সমালোচনা !
এর-ই মাঝে এক আন্টি এসে আমাকে বলে- ইস! পুতুল পুতুল মেয়েটার মুখে ব্রণ হইছে কেন?ব্রনে কি হাত দাও?এইটা/ সেইটা!
এক দুলাভাই বলে- আয়নার মত ঝকঝক মেয়েটার এ কি অবস্থা?
আর এক দিকে শুনি কে যেন বলছে- অমুকের ছেলে এই কান্ড করছে--! অমুকের ঐটা হইছে! এই সেই হাব্রি-জাব্রি কথা!
আরে বাবা! এই সময় কি এইগুলা শুনতে ভাল লাগে?
বাঙ্গালী পরিবেশ বুঝিয়া কখনোই কিছু বলে না রে!
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: গীবত করা বাংলাদেশীদের একটি জাতীয় ব্যাধি, আল্লাহর ভয় অন্তরে আনলে এটা থেকে আমরা বেচে থাকতে পারি। গীবত একটা মারাত্মক গোনাহের কাজ !!