নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> কাল বাসার ছাদে পাড়ার পুচকে পোলাপানদের নিয়ে একটা প্রোগ্রাম হবে (আয়োজনে এ পাড়ার পুচকে পোলাপানদের কমন বাপ্পি মানে আমার বাপজান)
> তো কিছুক্ষন আগে বাপজান জিজ্ঞেস করলো- কি রে তোর এ বছরের প্লান কি?কাল কি বলবি?
> বললাম- পালাবো!
>বাপজান- মানে? তুই এর আগেও এই কথা বলছিস!
>অমা!আমি দেখলাম-মরছি এইবার, তাড়াতাড়ি বললাম-
>আরে বাবা পালাতে পারবো না দেখেই তো এই কথা বলি বারবার!এইখানে একটা ইমো হবে বাপ্পি!
> কিসের ইমো? তোকে সকালে দেখলাম একা একা হাসছিস!
> খাইছে তো! বুকে জোর নিয়ে বললাম- আমাকে ফলো করা হচ্ছে কেন?
> ফলো মানে? তুই একা একা হাসছিস! তোর সমস্যাটা কি?
>বললাম- কাল একজনকে পচিয়েছে-সেইটা মনে পড়লেই হাসি পাচ্ছে-বলেই আবার হাসি!
> দিন দিন বেশি ফাজিল হচ্ছিস!
>বললাম- ঠিক আছে তাহলে কিন্তু পালিয়েই যাবো- বলেই মাইর যদি পড়ে এই ভয়ে ছাদে পালাই! !
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন ভাইয়া? কেমন আছেন?
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
স্বপনচারিণী বলেছেন: পালাই পালাই করে কি আর পালানো যায়!
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি- কিন্তু কেন যে আমি বলি-নিজেও জানি না-!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিজের মধ্যে হারিয়ে যাওয়া তাও কি পালানো?
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! মনে হয়- ওটাও এক ধরনের পালানো!
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
রাহুল বলেছেন: কোথাও পালাবার যা্য়গা নাই।কেউ খুজে না পাক,নিজেই তো নিজেকে খুজে পাই।মন চা্য় নিরাপদ একটা যা্য়গা যেখানে একটু শান্তির পালানো যা্য়।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬
এক্স রে বলেছেন: পালাই পালাই করেও হলোনা পালানো
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
রাহুল বলেছেন: শেষমেষ পালাতেতো পারলেন।অন্তত ছাদে
আমি তো তাও পারছিনা কারন আমার মাথায় ছাদও নাই।