নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোর পাশে গিয়ে বসতে ইচ্ছে করছে খুব
কল্পনার জগতের মত নয় - যেটা আমরা করতাম
সত্যি সত্যি একদম বাস্তবে তোর পাশে গিয়ে বসতে ইচ্ছে করছে!
তোর সব কষ্ট গুলোকে নিজের করে নিয়ে
তোকে ভালবাসতে ইচ্ছে করছে !
জানি সেটা সম্ভব নয় -
হয়ত কোনদিন-ই আমার এই ইচ্ছেটা পূরণ হবে না!
সারা রাত জেগে বসে বসে তোর কথাই ভাবলাম
তুই এমন একটা দেয়াল তুলে দিয়েছিস রে
যে -সেটা অতিক্রম করে আমি তোর হাতে হাতটাও রাখতে পারছি না!
পারছি না তোর বুকে মাথা রেখে কাঁদতে ......... !
তবুও তোকে বলি-
একটা কথা রাখবি আমার?
যদি কখনো তোর কাঁধে মাথা রেখে একটু কাঁদতে চাই
আমাকে সেই সুযোগটা দিস......।।
কিংবা তোর যদি কখনো কান্না পায়
আমার কাছে আছিস...।
আমার কাঁধে মাথা রেখে তোর সমস্ত
কষ্ট গুলোকে ঝেড়ে ফেলিস.........।
আমি আলতো করে তোর চোখের পানিটুকু
মুছে দিয়ে তোকে কাছে টেনে নিবো......।।
দুখের দিনে উদাস মনে.........
যখন তুই একলা হয়ে পড়বি.........
তখন আমায় একটু মনে করে ডাকিস
আমি আসবো তোর কাছে ...
নির্দ্বিধায় চলে আসবো রে--
তোর কষ্টের সবটুকু নিজের করে নিতে!
আমি আসবো তোর দুচোখের
পানিটুকু মুছে দিতে......।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বিরহেরা অক্টোপাসের মত জড়িয়ে আছে ভাইয়া! কষ্ট কষ্ট সুখের মাঝেই যেন এখন বসবাস! সব চাওয়া পূর্ণ হয়না দেখেই হয়তো -- এত্ত এত্ত চাওয়ার পাহার জমে যায়-- বাস্তবতাকে মেনে নিলেও এসব কিছু পিছু ছাড়ে না--! অনেক ধন্যবাদ !
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
সকাল রয় বলেছেন:
গল্পের মতো!
সরল বর্ণনা বেশ ভালো লাগলো।
তবে..................। ডেট কেন?
০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম! আমি যে টুকু অনুভব করি তা সহজ সরল ভাষায় বলে ফেলি-! কি জানি এই ... এটা কেন জানি লেখার মাঝে এসে যায় খুব বেশি! হয়ত আরও কিছু বলতে চাই-যা অই ... এর মধ্যে থেকে যায়! অনেক ধন্যবাদ !
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
অপ্রচলিত বলেছেন: অসম্ভব মর্মস্পর্শী লেখা। আমারও যে একটা "তুই" আছে, ঠিক আপনারই মত। লেখার আবেগগুলো মন খারাপ করিয়ে দিল।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা! তাই না কি? মন খারাপ করিয়ে দেয়ার জন্য অনেক দুঃখিত! আসলেই একটা খারাপ সময় যাচ্ছে- চাইলেও অনেক কিছু করতে পারছি না -সেই তুই টার জন্য! আপনার তুই টা ভাল থাকুক! আপনিও ভাল থাকুন!
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আহারে...
০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!ভাইয়া!অনেক দিন পর? কেমন আছেন?
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল আছি। ভাল থাকুন, এই দোয়া...
১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন!!! বিরহ ভাল লাগেনা! কেন যে সব কিছু সুন্দর হয় না?! মনের মত হয় না! তারপরও বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকেনা!!!