নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যৌতুক লোভী ফকিন্নি পিতা/মাতা/পুত এবং ৭ লাখ টাকা!

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

নিজেকে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ দাবীকারী অধিকাংশ পুরুষ এবং সেই পুরুষের পিতা-মাতা এখনো বিয়ে করতে গিয়ে মেয়ে পক্ষর কাছে ফকিরের মত হাত পাতে! তখন তারা নিজের শ্রেষ্ঠত্বর কথা ভুলে যায়! তখন লজ্জা লাগে না- বেহায়ার মত ভিক্ষার থালা নিয়ে সেই মেয়ে পক্ষর কাছে হাত পাততে!

এই যৌতুক নেয়ার ব্যাপারে পাত্র পক্ষরা যেমন ৯৯% দায়ী তেমনি সেই সব মেয়ের পিতা-মাতারাও ১% দায়ী -যারা কোন উপায় না পেয়ে কিংবা কন্যাদায়গ্রস্ত হতে মুক্তি পেতে গিয়ে কিংবা অঢেল টাকা-পয়সা আছে তাই মেয়ের ঘর সাজিয়ে দেই বলে পাত্র পক্ষকে যৌতুক দিতে বাধ্য হয় বা ইচ্ছেকৃত ভাবে দেয়!

ঘটনা - এক কাজিনের জন্য পাত্র দেখা হয়!পাত্র দুই ভাই সহ সৌদি থাকে। শুনেছি কন্ডাক্টারী করে এবং ছেলের শর্ট মেরেজ ছিলো ( টেলিফোনে বিয়ে) ! মেয়ে পক্ষরা খুব বেশি রাজি ছিলো না! তবুও খোঁজ/ খবর নিচ্ছিলো-! এর-ই মধ্যে সেই ফকিন্নি পাত্রপক্ষ বলে কি না -আমরা রাজী কিন্তু ৭ লাখ টাকা দিতে হবে এবং বাড়ীর মালিকানা মেয়ের নামে আছে কি না জানতে চায়! শুইনা তো আমার কাজিনের বাপ-মায় হাসতে হাসতে শেষ ! আজকাল দেশী ছেলের বাপ-মায়েরা শুধু না প্রবাসী ছেলের বাপ-মায়েরাও ভিক্ষার থালা নিয়ে মেয়ে খুঁজে ! এইগুলার লাজ/লজ্জা আছে কি না জানি না-বুঝি না!

 এখন বলি- কাজিনরা দুই বোন! আমি এবং আমরা মনে করি- সেই চাচার যা কিছু আছে তা তার রাজত্ব (বাড়ী সহ আদারস প্রোপার্টি ) ! আর সেই রাজত্বের রাজকন্যা তারা দুই বোন ! কাজেই সহজ ক্যাল্কুলেশন হচ্ছে- যাদের সাথে অই দুই মেয়ের বিয়ে হবে তারা রাজকন্যা সহ রাজত্ব (রাজত্ব ও রাজকন্যা শুধু বোঝানোর জন্য বলেছি) পাবে! সেক্ষেত্রে অই ফকিন্নি পিতা-মাতা সব জাইনাও আরও কিছু পাওয়ার লোভে এবং বিয়ার সাথে সাথে সব কিছু হাতাইতে - নির্লজ্জের মত হাত পাততে পিছ পা হয় নাই!

মনটা কইছিলো- ফকিন্নির গুষ্টিরে মুরা বারুন ( ঝাড়ু দিতে দিতে যখন শেষ দিকে এসে যায়- সেই অংশ ) দিয়া পিটাই!

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে কি জানেন এই সমাজ ঘুনে ধরে নষ্ট করে ফেলেছে। শিক্ষিত কি আর কম শিক্ষিত সবাই আজ মানবতার মাথা খেয়ে বসে আছে।
ভিক্ষা থালা হাতে নিয়ে বসতে লজ্জা করে না।
যথার্তই লিখেছেন আপনি। আপনার সাথে সহমত।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হ্যাঁ ! ঠিক বলেছেন! এই সমাজে এখনো অধিকাংশ শিক্ষিত/ অশিক্ষিত, রিকশাওয়ালা / গাড়ীওয়ালা ... যৌতুক বিহীন বিয়েতে রাজী নয়-- তাহলে এই ঘুনেধরা সমাজের পরিবর্তন হবে কি করে? তাই মুখে বড় বড় কথা বললেও এরা ভিক্ষা করতে পিছপা হয় না!

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

মুনেম আহমেদ বলেছেন: মানুষ প্রায়ই বিধি বিধান এর উল্টা পথে চলে। যেখানে দেনমোহর দেয়া আবশ্যক সেখানে উল্টা যৌতুক নেয় আর দেন মোহরটা ঠিক মত আদায় করে না। :(

[মোশাররফ করিমের বয়েসেঃ ফইন্নির পুতেরা এমন ক্যারে?] :D

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাঁ ঠিক! যেখানে দেনমোহর দেয়ার কথা তাই শোধ করে না অনেকে সেখানে উল্টো যৌতুক ...!এরা আসলেই কোন প্রজাতি তা ভাবাই যাই না!

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: আপনার কাজিন কি করে? ঐ পোলা বেকুব বলে সাত লাখ টাকা চাইছে। ঐ হারামজাদার যদি টাকা না থাকে তাহলে বিয়া করতে আইছে কেন?

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার কাজিন বিয়ে পাশ! কিছু করে না! ঘরের সব কাজকর্ম পারে! তাদের টাকা আছে কি না জানি না কিন্তু পরের টাকায় তাদের লোভ টা বেশি!

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

আই ঠগ বলেছেন: এক মত।।।
এর বিপরীত কখনও চিন্তা করেছেন ।??মতের অমিল হওয়ার জন্য ছেলে ডিভোর্স দিল ।এর 3~6 মাস পর মেয়ে নারী নির্যাতন ও যৌতুকের কেস করলো ।অপরাধী না হয়েও কেস খাইলো ??? এইডা কি হইলো ???

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হ্যাঁ চিন্তা করলাম! তবে তা হাতে গোনা দুই/ একটা! অবশ্যই তাদের ধিক্কার জানাই!

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

আই ঠগ বলেছেন: আসুন আলোচনা করি।
Facebook/[email protected]

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

ডরোথী সুমী বলেছেন: এমনই হচ্ছে। এদের লজ্জা শরম ছিলনা আর ভবিষ্যতে হবেওনা। ফকিরেরাও শুনে লজ্জা পাবে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন সুমি! ফকিরেরাও শুনে লজ্জা পাবে- যে আমাদের সমাজে আর এক শ্রেণীর ফকির আছে!

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

আই ঠগ বলেছেন: #সুমি ,আমারটা ভাবেন ??

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

ভিটামিন সি বলেছেন: ইসসিরে!! তাইলে টিঁয়া-ফইস্যা, গয়না-ঘাডি, যৌতুক-মৌতুক, সম্পদ-টম্পদ না লইয়া, হুদা মাইয়্যা বিয়্যা কইরা বহুত ঠগ খাইছি। ওই পোলার এড্রেস দেন, এইসব ডিমান্ড নিয়া ওর বইনেরে নিকাহ করুম। না পাইলে ওর গোষ্ঠীর যে ১৪ টু ২৮ হইচে হেরেই নিকাহ করুম। বিয়া তো কইরালচি এক ছেড়িরে... কিস্যু নেই নাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সি ভাইয়া! না ওর বোন নাই! আর থাকলেও আমার পুতলি ভাবিকে ছেড়ে আপনি এদিকে আসবেন এটা হতেই দিতাম না! এরকম করলে আপনার ঠ্যাং ভেঙ্গে দিবো কিন্তু কইলাম... !খুব ভাল করেছেন- অন্তত বলতে তো পারবো আমার এক ভাই কিছু না নিয়ে বিয়ে করছে! কেমন আছেন? দেশে আসবেন কবে?

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

নতুন বলেছেন: তাদের ছেলের যে দাম বেশি তাই বেশি যৌতুক চায়... :| :|

আর কিছু মানুষ আছে যারা এই জিনিস গুলি বিয়ের ভেতরে নিয়া আসে...

আমার বিয়ের পরেও কিভাবে যেন আমাদের দুই পক্ষের মাঝে চলে এসেছিলো....

পরে অনেক কথার পরে যৌতুক নেয়ার হাত থেকে রক্ষা পাই...

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যদি আপনি নিজেই এই পথ থেকে সরে আসেন তবে বলবো - অবশ্যই আপনি একটা ভাল কাজ করেছেন! অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকুন!

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: যদি আপনি নিজেই এই পথ থেকে সরে আসেন তবে বলবো - অবশ্যই আপনি একটা ভাল কাজ করেছেন! অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকুন



আমি প্রথম থেকেই যৌতুক বিরোধী.... বিয়ের সময়ও এই বিষয় গুলি পরিস্কার ছিলো.... কিন্তু বিয়ের পরে যানিনা কারা এই কথাগুলি তুলেছিলো এবং পরে তা শশুরবাড়ির মানুষের কানেও যায়... এবং তারাও কিছু দেবার জন্য পরিকল্পনা করে.... পরে আমি সবার সাথে কথা বলে আমার অবস্হান পরিস্কার করি.. তারপরে কিছু নেওয়ার হতে নিস্কৃতি পাই...

তাই অনেক সময় ছেলের ইচ্ছা না থাকলেও তার পরিবার/আত্নীয়/প্রতিবেশির কথা বা কাজেও এই সমস্যা জটিল করে তোলে....

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জানি ভাইয়া! অনেক সময় তৃতীয় পক্ষ ও পরিস্থিতি জটিল করে -যেটা আপনার বেলা হয়েছে! আপনি প্রথম থেকেই যৌতুক বিরোধী ছিলেন বলেই আপনাকে / আপনার চিন্তাধারাকে ভাল লেগেছে। শুভ কামনা!

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ইখতামিন বলেছেন:
ওরা ফকিরের চেয়েও খারাপ।
+++++++++

ফকিন্নির গুষ্টিরে মুরা বারুন
"বারুন" মানে কী? বুঝলাম না।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!ফকিরের অধম ওরা! মুরা বারুন (ঝাড়ুর শেষ অংশ ) লেখার শেষে লিখেছি তো!

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: বিয়ের সময় বউরে গয়না দেয়া আর শ্বশুরের কাছ থেকে গিফট নেয়ার ঝামেলা এবং অন্যান্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সিদ্ধান্ত নিছি "মোতা বিয়া" করমু॥

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মোতা? বুঝলাম না ভাই?

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

ইখতামিন বলেছেন:
ওহ.. আসলে এক জায়গাতে একেক শব্দ। হুম...

আমাদের গ্রামের বাড়ীতে ঝাড়ুর শেষ অংশকে “মুরা” বলা হয়। তবে “বারুন” শব্দটা ব্যবহার করা হয়না তো.. তাই বুঝতে পারিনি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ঠিক আছে! এরকম হতেই পারে! একেক জায়গায় এক এক কথা!

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫০

ভিটামিন সি বলেছেন: ইসরে... দিলেন তো আমার চান্দের লাহান বউটার মুখটার কথা মনে করাইয়া। ঠ্যাং ভাঙলে হাটুম কি দিয়া কইনচান দেহি??? জ্বী, আলহামদুলিল্লাহ, ভালো আছি। দেশে আসবো ইনশাল্লাহ আগামী জুন টু সেপ্টেম্বর এ। আসলে আপনার বাড়িতে আমার নেমন্তন্ন রইল। ফিরে আসার সময় পুতুলকে নিয়ে আসবো সাথে। সিংগাপুর দেখাইয়া দেশে ফেরত দিমু। ভালা থাহুইন যে কইলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ঠ্যাং ভাঙ্গুম না রে ভাই! তাইলে তো আমার পুতলি ভাবী কানবে! হু! দেশে আসলে অবশ্যই আসবেন ভাবী সহ বেড়াতে এখানে! পুতুল বউকে সাথে রেখে দিলে ক্ষতি কি? আবার দেশে ফেরত দিবেন কেন? মতলব খারাপ আছে নি? ভাল থাকুন সব সময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.