নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়ম মেনে ভালবাসিনি-কিভাবে কিভাবে যেন নিজেদের অজান্তেই
কাছে এসছিলাম - আর সে কারনেই অনুভূতি গুলি ছিলো একদম অন্যরকম !
যেটার ঘাটতি আজও পড়েনি শুধু পরিবর্তন হয়েছে সম্পর্কের ......
আগে দূরে থেকেও ছিলাম একদম খুব কাছের
আর আজ কাছাকাছি থেকেও বহু দূরের ...!
যেন দুজন অচেনা মানুষ দুজনের সুখ-দুঃখ
ভাগ করে নিচ্ছে শুধু- এর বেশি কিছু নয়...!
দেখলে মনে হবে ভালোবাসা নেই কিন্তু আন্তরিকতা আছে...
মনে হবে মায়া-মমতা নেই কিন্তু কোথায় যেন একটা সুক্ষ টান রয়েছে!
সব কিছুতেই ভাবলেশহীন কিন্তু অনুভূতিহীন নয় .........!
একজন আর একজনের উপস্থিতি অনুভব করছি কিন্তু কাছে যেতে পারছি না
দুজন দুজনের কষ্ট বুঝতে পারছি কিন্তু সেই কষ্ট কে ছাপিয়ে
সুখানুভূতির আস্থা দিতে পারছি না...।।
স্বপ্নময় রাতগুলো দুর্বিষহ হয়েছে দুজনের কাছেই ...
দূরত্ব বজায় রেখে দুজনেই সেই রাতগুলোকে ভাগ করে নিচ্ছি ঠিক-ই
কিন্তু পাশে বসে সেই আগের মত রাতগুলো কাটাতে পারছি না!
আমাদের চারপাশে ঘিরে থাকা সমস্যাগুলোই আজ আমাদের দূরত্বের কারন
অথচ আমরা কি পারতাম না পাশে থেকে সেই সমস্যাগুলোর সমাধান করতে?
বাস্তবতার কাছে আবেগ পরাজিত হয়েছে এটা আমি মানি না-
যুদ্ধ না করে যে নিজেকে স্বেচ্ছায় পরাজিত ভাবে আমি সেই দলে না--!
যদি যুদ্ধ করে বাস্তবতার কাছে আবেগ পরাজিত হত সেটা মেনে নেয়া যেত
কিন্তু তার আগেই নিজেকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নেয়া আমি মানি না!
বাস্তবতার সাথে জেতা যায়- তবে দুজন দুজনকে চাই কি না আগে সেটা দেখতে হবে
মনে আছে কে বলেছিল- এই কথা? হু!তুই বলেছিলি!
আর আজ সেই তুই-ই এসব কিছু ভুলে পিছুটান দিয়েছিস
শুধু বাস্তবতার অজুহাত দেখিয়ে! কিন্তু কি হয়েছে -বল?
পেরেছিস আমার ভালোবাসাকে পরাজিত করতে ? পারিস নি! পারবি না!
আমি তোকে পরাজিত দেখতে চাই না রে! আমি শেষ পর্যন্ত দেখবো --!
আমি জানি সব সমস্যার সমাধান করে একদিন তুই ফিরে আসবি এখানে
ঠিক যেখানে তুই আমাকে রেখে গিয়েছিস!
অপেক্ষাই আছি সেই তোর --!
শুধু তুই বাস্তবতার কাছে নিজেকে পরাজিত করিস না!
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!জানি!কেউ পরাজিত হতে চায় না কিন্তু বাস্তবতা দেখে বাস্তবতার সাথে যুদ্ধ না করে অনেকেই নিজেকে পরাজিত করে ফেলে! আসল কথা কি জানেন? বাস্তবতার কাছে আবেগ পরাজিত হয় না আমরা নিজেকে পরাজিত দেখতে ভালবাসি! কারন বাস্তবতা দেখে মানুষ ভয় পায়-! বাস্তবতার সাথে যুদ্ধ করে জেতার জন্য সে একবারও চেষ্টা করে না-- ভেবেও দেখে না...! চেষ্টা না করে - হারার আগেই সে নিজেকে পরাজিত ভাবে! আমার এখানেই আপত্তি! আপনিও ভাল থাকুন!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হৃদয়ের আকুতি আর চাওয়ার এই অবিরাম সংগ্রাম চলেই নিরবদি। বাস্তবতার কাছে হেরে যাওয়া যে কতটুকু কষ্টের যে হেরে সেই যানে। তবু আশা নিয়ে বাচাঁ। ভাল লাগল। ভাল লাগা রইল।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাঁ ! বাস্তবতার কাছে হেরে যাওয়া অনেক কষ্টের ! কিন্তু হারার আগে একবার যুদ্ধ করলে ক্ষতি কি? যুদ্ধ না করে হেরে যাওয়া আরও কষ্টের ভাই! ধন্যবাদ ! ভাল থাকুন সব সময়!
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
মুনেম আহমেদ বলেছেন: কত ভালুবাসা কত আবেগ
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আপু! ভাল থাকুন!
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
ইখতামিন বলেছেন:
প্রথম ভালোলাগা
আমি জানি সব সমস্যার সমাধান করে একদিন তুই ফিরে আসবি এখানে
ঠিক যেখানে তুই আমাকে রেখে গিয়েছিস!
চমৎকার কবিতা
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকুন সব সময়!
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
ডরোথী সুমী বলেছেন: এই বক্তব্যগুলি মানুষের জীবনের কোন একটা সময়ে সত্য হয়ে দেখা দেয়। আমরা পরাজিত হতে চাইনা কখনো কিন্তু অনেক সময় প্রয়োজনেই পিছু হটে আসতে হয়। ভাল থাকুন।