নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনের খানাপিনা.........

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

খানাপিনার সব ছবি দিয়ে দিলুম কিন্তু... কে কে কি খাবেন হাত তুলেন...?
খানাপিনার সব ছবি দিয়ে দিলুম কিন্তু... কে কে কি খাবেন হাত তুলেন...?
কিছু বানানো... মানে নিজের বানানো...
কিছু কেনা.........।।















মন্তব্য ৭৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

মুদ্‌দাকির বলেছেন: টর্চার, সাইবার টর্চার

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ আন্দোলন করেন............

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মাহমুদা আক্তার সুমা বলেছেন: উহ জিভে তো পানি আইয়া পড়ছে। দাওয়াত পাইলে বালা লাগত।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দাওয়াত তো সকালেই দিয়েছি ... হিহিহি

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

সাহসী সন্তান বলেছেন: আর কিচ্ছু লাইগতো না, মেহেদি হাতে যেইটা ধইরা রাখছে সেইটা আ......মা......র........!!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাআহ বাচ্চাদের আর কি চাই...।।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

সরদার সাহেব বলেছেন: আহা.! আহারের বাহার.... ! ডেকোরেশন ভালো লাগছে :-)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা.........।। সাথে কেক তো আছেই

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:

জন্মদিনের শুভেচ্ছা।

খাবার ছবি দেয়ার কোন মানে নেই; এখন বাংগালীরা পায়খানা করার ছবিও তোলার শুরু করেছে, শীগ্রই ব্লগে আসবে হয়তো।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহা শুভেচ্ছা নিমু না---------- পচা কথা কইছেন

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

আরিফুর রহমান পলাশ বলেছেন: আফাগো আপনে কি জম্মদিন উপলক্ষে হোটেল খুইলা বইছিলেন নাকি? :) একটা বার ডাক দিয়াই দেখতেন! কোন খাবার আর নষ্ট হইতনা। B-)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহাহা ভাইদের ডাকতে হয় না কি.........।।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

নতুন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

ছবি দেইখা খিদা লাইগা গেলো।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা ধন্যবাদ ভাই......... চলে আসুন অনেক কেক আছে.........

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক শুভ হোক জন্মদিন।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ .........।। ভালো থাকবেন

৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

িবর্ন জামান বলেছেন: আমি খাবো

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ .........।। ভালো থাকবেন

১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

মশিকুর বলেছেন:

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা :)


কিন্তু...
হজম হইবো না /:) হজম হইবো না; কয়া দিলাম ;)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহহা আমি অল্প খেয়েছি.........।। আপনি চলে আসুন.........

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

নীলসাধু বলেছেন: শুভ জন্মদিন।
শুভকামনা জানবেন।

ভালো থাকবেন।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া......। ভালো থাকবেন......।।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

মঞ্জু রানী সরকার বলেছেন: : জন্মদিনের শুভেচ্ছা

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ......। ভালো থাকবেন......।।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

টকদঐ পার্ট ২ বলেছেন: :P শুভ জন্মদিন

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া......। ভালো থাকবেন......।।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২

অমিত অমি বলেছেন: মেহেদী কি খানাপিনার অংশ!
জাতি জানতে চায়। :P

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি সাজুগুজুর অংশ......।। শুধু সেটা বলতে ভুলে গেছি............।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রতিটা খাবারের আইটেম আমার খুব প্রিয় ।

দেখেতো সব বাসার রান্না মনে হচ্ছে !

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহা হু বেশির ভাগ-ই নিজে করেছি- তবে পেটিস/ পাটিসাপ্টা কেনা...

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

বিষক্ষয় বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা: food colour I would be really worried about food colours used in bangladesh, especially bright red, blue or yellow. They are potentially carcinogenic Click This Link

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝলাম.........।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

শাহাজাদা রনি বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো...এতো খাবার দেখে জিভে জল এসে গেলো!!!!

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ......... দিনাজপুর বেড়াতে চলে আসুন.........।।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

আবু শাকিল বলেছেন: জাতি শুধু লোভ দেখাই গেল =p~

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কত করে বল্লুম আসুন খেয়ে যান.........।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: লোভাতুর বাঙালী কোন কামেই আসলাম না। খালি চেয়ে চেয়ে দেখলাম।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাহহা কে বলেছে শুধু দেখতে...? চলে আসেন.........।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

আবদুল্লাহ িশবলী বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ছোট ভাই.........

২১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: আগে বললেই....চলে আসতাম..... /:) এমনি আজ প্রায় সারাদিন কিছু খাইনি (না খাওয়ার মতো) !!

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো..... !:#P !:#P

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহারে কে জানত............? সরি সরি......।। অনেক ধন্যবাদ

২২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

লিংকন১১৫ বলেছেন: offff oneek din poor eto khabar khelum :P
halum gulum


oneek oneek dhoinnaa ঈপ্সিতা চৌধুরী

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহহা অনেক অনেক ধইনা -২

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

সমুদ্রের নোনাজল বলেছেন: এইভাবে টর্চার করা কি ঠিক? আমার মত যারা বহুদিন বাসার খাবারের স্বাদ পায়না, কেবল তারাই বুঝবে কতটা খারাপ লাগছে। আহ, কতদিন যে মায়ের হাতের রান্না খাই না। মন ভার হয়ে যাচ্ছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসসস খুব দুঃখিত ------ তবে এবার শুধু মায়ের না বোনের রান্না খেতেও চলে আসবেন দিনাজপুর.........।

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা!

এইটুকুই দিলাম।

কেকের তো খালি ছবি দেখলাম - কেক না পাইয়া তো শুভেচ্ছা জানানোও ঠিক হইতেছে না। /:)

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু এতেই চলবে............। হিহিহিহি

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৯

নীল জানালা বলেছেন: দেখিলাম

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুনিলাম............

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা... "শুভ জন্মদিন"
মোটামুটি দুই একটা ছাড়া বাকি সব গুলোই প্রিয় খাবারের তালিকায় পড়ে গেছে। এখন কি করতে পারি? মানে ক্যামনে হজম করা যায় বুদ্ধিটা দিবেন কি? :P

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহহহা একটা হাজমোলা............।।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

আরজু পনি বলেছেন:

শুভ জন্মদিন ঈপ্সিতা।
বুঝলাম আপনি জন্মদিনে হাতে মেহেদীর নকশা করে হাত রাঙান :D
আর অনেক মজা করেন...
আর আপনার কাছের মানুষগুলো অনেক মজা করে আপনার জন্মদিন উপলক্ষ্যে...
তবে আমার জন্যে সবজির ঝোল (ভেজিটেবল স্যুপ :P ) আর এক মগ ব্ল্যাক কফি হলেই চলবে...চাইলে গ্রিন টিও দিতে পারেন কিছু মনে করবো না ।
কেকটা নয় হয় একটু খেলামই 8-|

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা হু আপু আমার শুধু না...... আমাদের সবার বেলাতেই এমন মজা হয় এবং আমরা প্রতিটা অকেশন এ খুব মজা করি--- পার্টি হয়... হাতে শুধু মেহেদি না সাজুগুজুও করি... খুব খুব মজা করি... ! আপনি দিনাজপুর আসলে যা খেতে চাইলেন তা করে খাওয়াবো .........। ভালো থাকবেন.........

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বার্থডে গ্রিটিংস!
কেকতা তো খুবি সুন্দর বানানো হৈসে।
হাতের নকশা চকোস্টিক দিয়ে করা নাকি?

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা কেক আমার ভাইয়া পাঠিয়েছে, উতসব ডট কমের মাধ্যমে ......।। হাতের নকশা নিজেই করি... কোন চপিস্টিক না ......।।

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


এই নেন গিফট। শুভ জন্মদিন।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআআ গিফট এর প্যাকেটগুলো খুলে না কেন্নন্নন্ন ............

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

অগ্নি সারথি বলেছেন: শুভেচ্ছা, শুভকামনা।
আর হ্যাঁ, এভাবে খানাপিনার ছবি দেয়া কিন্তু একভাবে সিম্বলিক ভায়োলেন্স।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআআআআআআ ভায়োলেন্স,...............।।

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

খোলা মনের কথা বলেছেন: এভাবে লোভ ধরানোর মানে কি ??? কোন রকমে দাঁতে দাঁত কামড়িয়ে জিভটাকে সামাল দিলাম। :P :P :P
.
.
যাইহোক শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহহাআ ভাইয়ারা যে কি সব বলে!!!!!!!!!! অনেক ধন্যবাদ ছোট ভাই.........

৩২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

রায়হান চৌঃ বলেছেন: শুভ জন্মদিন ঈপ্সি...............
কিন্তু তাই বলে এত খাবার !!!! এ দেখি এলাহি কাণ্ড....... এক মহা খাদকের জন্য !!

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআআআআআআআআআ পার্টিতে তো একটু এরকম হবেই ভাইয়া......।

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

কাবিল বলেছেন: হাত তুলেছি :)

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকীঈঈঈঈঈএ কি খাবেন?

৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

কাবিল বলেছেন: নুডুলস

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে খেয়ে ফেলুন্নন্নন্নন্নন্নন্ন

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

ধমনী বলেছেন: এ খাবার কই পাইরে?
দিনাজপুরে যাইরে...

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহহা এর জন্য দিনাজপুর আসতে হবে.........।।

৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

পার্থ তালুকদার বলেছেন: শুভ জন্মদিন ।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ

৩৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২

টি ইউ রিয়াদ বলেছেন: শুভ জন্মদিন খালা

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত দিন পর ভাইগ্না!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.