নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লাজ-শরম কি সব ধুয়ে খেয়েছিস হাব্লা... ?এই কপালে কি এত শত পাওনা ছিলো বল...?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩


অই অই আমার চারপাশে বারবার ঘুরপাক খাচ্ছিস ... আমার ওয়ালে আমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিস...
গালের পাশে গাল ছুঁয়ে কানের পাশে মুখ নিয়ে নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছিস, আমি বুঝি টের পাই না...হু...?
আমাকে কি গাধী ভাবিস না কি হু... বুদ্ধুর বুদ্ধু... ? অফিসে এলোমেলো... এফবিতে ছটফট...
বিড়ি খেতেও দিব্বি ভুলে যাচ্ছিস... বিল্লিটাকে আদর করিস না... দূর দূর করিস...
ভেবেছিস আমি বুঝি খবর রাখি না... কিচ্ছুটি টের পাই না হু...? সব কিছুই জানি রে হাব্লা...
বদের হাড্ডিগুড্ডি... সব-ই জানা আছে আমার... !
আর এ কি ? চেহারার এ কি বিচ্ছির অবস্থা... খোঁচাখোঁচা দাড়ি... কিসের এত বিরহ শুনি...?
না কি আমি তোর পাশে দাঁড়িয়ে থেকে শেভ করা শেষে তোর গালে শেভিং লোশন দিয়ে ফুঁ দিয়ে দেই না বলেই কি এই অবস্থা...?
অ্যাই শোন ? ওয়াশ রুমের আয়নায় থাকা আমার কালো টিপটা দেখে কাঁদিস কেন...?
বিছানার পাশের টেবিলে থাকা কিছু ভাঙা চুড়িতে রোজ রোজ ইচ্ছে করে হাত দিয়ে হাত কাটিস...
ওয়ালেটে থাকা কালো ক্লিপ নিজের চুলে দিয়ে মুচকি মুচকি হাসতে গিয়ে আবার বিষণ্ণ হয়ে যাস...
দরাজ গলায় গান গাইস না... টং দোকানের চায়ের কাপে ঝড় তুলিস না... কি হচ্ছে এসব শুনি...?
লাজ-শরম কি সব ধুয়ে খেয়েছিস হাব্লা... ? বিরহ বেদনায় একি করছিস হতচ্ছাড়া... তুই বড্ড বদমাশ রে...
এমনি কি আর বলি তুই একটা ডিস্কো বান্দর... আচ্ছা বল আমার কি সেই কপাল হু...?
আমার তো পোড়া কপাল... ফাটা কপাল... এই কপালে কি এত শত পাওনা ছিলো বল...?
আমার তো ছোট্ট ছোট্ট কিছু চাওয়া ছিল রে...
সকালে একখানা ঘুম ভাঙ্গানী মেসেজ... ৪০ টাকার এক ডজন চুড়ি... এক জোড়া পায়েল...
৫ টাকার কুলফিতে নাক ঘষঘষি... টং দোকানে সন্ধ্যার এক কাপ চায়ে হুড়োহুড়ি...
কিংবা রাস্তার পাশের দোকানে এক বেগুনীতে কামড়াকাড়ি...
সারাদিনের খাটা- খাটনি শেষে হলুদ সবুজে ঘেরা পর্দার আড়ালে লুকোচুরি...
ঝুল বারান্দায় বসে খামচামি... ঝুম বৃষ্টিতে চোখে ডুবাডুবি...
আহ... সেই কল্পনা কল্পনা খেলা... তুই তো সব কিছু ডুবিয়ে দিলি রে...
একদম বাচ্চু হাতির মত সব কিছু যেভাবে গিলে ফেলিস...
আমাদের প্রেমটাকেও এভাবে বুঝি গিলে ফেলবি রে বাচ্চু হাতিটা...?
এভাবেই কতবার ভালোবাসার মরন দিবি আমায় হু......... ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

অতীত কাল বলেছেন: লিখেছেন ভালো। ছুয়ে গেলো মন :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলান কই পান?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা যেখানে যে ছবি ভালো লাগে সেভ করে রাখি.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.