নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লাট সাহেব অফিসারেরা লাঞ্চ আওয়ারে বাসায় যায়...

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬

>আর গ্রাহক কিংবা সেবা নিতে আসা জনগণ এর ভোগান্তি হয়...! সেবামূলক প্রতিষ্ঠান গুলোর অফিসারদের লাঞ্চ আওয়ারে বাসায় যাওয়া নিষিদ্ধ করা উচিৎ ! কারন এইসব অফিসারেরা বাসায় গিয়ে আরাম করে আর ভোগান্তি হয় জনগণের!
>বলছিলাম সোনালী অফিসের কথা! যেদিন ব্যাংকে যাই সেদিন সারাদিন পুরোই শেষ হয়, না হয় নামায পড়া না হয় ঠিক মত খাওয়া -দাওয়া! সঞ্চয় অফিসের অফিসারেরা পর্যাপ্ত লোকবল ছাড়া ইচ্ছেমত ধীরে ধীরে কাজ করে, সেখানে চলে যায় আধাবেলা সেখান থেকে সোনালী ব্যাংকে গেলে লাট সাহেব অফিসার লাঞ্চ আওয়ার দেখিয়ে হাওয়া! আমরা ১টা ৩০ এ ব্যাংকে গেছি, তখনো আমাদের কাগজ সঞ্চয় অফিস থেকে এসে পৌছায়নি এর মধ্যেই অফিসার ১টা ৪০ এ লাঞ্চে গিয়ে আসলেন ২টা ৪২ এ! হাউ কুড? উনি বের হওয়া মাত্রই ১টা ৪৭ এ আমাদের কাগজপত্র এসে যায়! আমরা সহ অন্য গ্রাহকরা তখন বসে বসে মাথা কুটছি ! আমরা টাকা তুলে বাসায় আসলাম ৩টা ৩৭ এ!
>অফিসগুলোতে লাঞ্চ আওয়ারে অফিস ছাড়া বাসায় গিয়ে লাঞ্চের সুবিধা দেয়া কতটা ভয়াবহ তা প্রতি মাসে ব্যাংকে গিয়ে বুঝি! সুবিধা পেয়ে যারা তার অপব্যাবহার করে তাদের এমন সুবিধা দেয়াই উচিৎ না! কিন্তু এইসব বলেও লাভ নেই! যেখানে গোড়াতেই গলদ আছে! এসব দেখার কেউ নেই! কতৃপক্ষ আছে নিজের ধান্দায়!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

আহলান বলেছেন: হুম ...এর নাম বংলাদেশের সুনালি ব্যাংক ... বুঝতি হবি .. ... উনাদের কাছে বসলি মনে হয় আলসেমিতে টেরেনিং প্রাপ্ত একেকজন বিজ্ঞ কম্মকত্তা .... ডক্টরেট অফ লেজিনেস প্রাপ্ত ....

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কোন দায়িত্ববোধ নেই !!!! না জানি নিজেদের কি মনে করে?

২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

রাশেদ অনু বলেছেন: বেশিরভাগ সরকারি ব্যাংকেই একই সমস্যা। প্রায় একই সমস্যার জন্য ক্যাশিয়ারের সাথে মারামারি শুরু হয়ে যাচ্ছিল প্রায়। ভরদুপুরে বিশাল লাইনে কষ্ট করে মানুষজন দাঁড়িয়ে আর সে বাসায় ফোনে আলাপ করছে, " আইজ দুফুরে কি রানছো !!!" চিন্তা করে দেখুন কি অবস্থা ।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি ভাই প্রায় প্রায় নিজেই এমন পরিস্থিতির শিকার হই কিন্তু বলেও বা প্রতিবাদ করেও লাভ হয় না!!!

৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: ওরা আসলেই লাটসাহেব।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাদের হাভভাব তাই বলে দেয়!

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

ঘানার রাজপুত্র বলেছেন: উনাদের কিন্তু লাঞ্চভাতা দেওয়া হয়। যাতে বাসায় না যাওয়া লাগে।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি কিন্তু উনারা বাসায় যান আরাম করেন আর আমরা বসে বসে মাথা কুটি.........।।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

অগ্নি কল্লোল বলেছেন: হুম!

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????????

৬| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাও তো ভাল। আমি একবার পল্টন মোড়ের (ক্রিসেন্ট লাইটিংস এর শোরুম এর পাশের বিল্ডিং) জনতা ব্যাংকে অফিস টাইমে (বেলা ১১ঃ৩০ টা) গেলাম টাকা তুলতে, কাউণ্টারে বসা মহিলা তার স্কুল ফেরত ছেলেকে পাশে চেয়ারে বসিয়ে নুডলস খাওয়াচ্ছেন। আমি দাড়িয়ে রইলাম, পাক্কা বিশ মিনিট। মাঝে একবার বললাম, ম্যাদাম আমার একটু তাড়া আছে.... উনি আমায় ঝাড়ি দিয়ে বললেন, 'দেখেন না, আমি ব্যস্ত আছি'!!!!! বুঝেন অবস্থা। এই কারনেই এই ব্যাঙ্কগুলোতে যেতে ভয় পাই। এখন অবশ্য প্রাইভেট ব্যাঙ্কগুলোর সার্ভিসও দিনদিন খারাপ হয়ে যাচ্ছে।

৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭

উল্টা দূরবীন বলেছেন: বিষয়বস্তুর সাথে পরিচিত এবং বেশ ভুক্তভুগী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.