নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে কিছু স্যাডিস্টিক পুরুষ প্রমান করলো...

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

>যে পুরুষের কাছে পুরুষ ও নিরাপদ নয়!!! স্যাডিজম (নিষ্ঠুরতায় যে যৌন আনন্দ লাভ হয়) স্যাডিস্টিক ( নিষ্ঠুর ধর্ষকামী ) এই শব্দগুলো খুব ভয়ংকর আর যারা স্যাডিস্টিক তারা নিজেরাও বড্ড ভয়ংকর !
>তনুকে ধর্ষণ করে হত্যা করেছে কিছু স্যাডিস্টিক পুরুষ আবার চিটাগাং এ এক পুরুষ কে কয়েক পুরুষ মিলে ধর্ষণ করেছে তারাও এই স্যাডিস্টিকের দলে পড়ে!
>> সব পুরুষ যেমন ধর্ষক নয় এটা যেমন সত্যি তেমনি এটাও চরম সত্যি - সব ধর্ষক ই এক একজন পুরুষ!! এবং আজকাল শুধু ধর্ষক পুরুষ না স্যাডিস্টিক পুরুষ দেখা যাচ্ছে বেশী!! সেই কবে দূরবীন গল্পের নায়ক ধ্রুব তে দেখেছিলাম একজন স্যাডিস্ট পুরুষ কে... কিন্তু সেই স্যাডিজম এর অধিকারী ছিলো ভিন্ন ধারার... যে ভালোবাসার অত্যাচার করে ভালোবাসতো ... এবং সত্যি বলতে কি অনেক মেয়েরাই এই স্যাডিস্ট ধ্রুব চরিত্রটা পছন্দ করে আমি নিজেও বইটা হাজারবার পড়ার সময় মুগ্ধ হতাম...কিছু একটা আকর্ষণ থাকে এই ধরনের স্যাডিস্ট পুরুষদের মাঝে! কিন্তু বাস্তবের স্যাডিস্টিক রা জঘন্ন... যারা তনু কে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করেছে এক ধরনের পৈশাচিক কায়দায়! চিটাগাং এর ছেলেটা ধর্ষিত হয়েছে নিজ লিঙ্গের কিছু স্যাডিস্টিক পুরুষের দ্বারা ... ভাবা যায়... কি ঘটছে আজকাল.........।।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

বিজন রয় বলেছেন: জটিল। নিষ্ঠুর।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাবলেই অবাক হতে হয়............

২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

কালীদাস বলেছেন: এই টাইপের ঘটনা জেলখানায় কমন, সারা দুনিয়াতেই।
চিটাগাং-এর লোকজন কি বলে দেখা যাক!

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই জানি না... সেটা... তবে বাংলাদেশে অহরহ যা ঘটছে তা ভাবার বিষয়!

৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: ব্যক্তির চারিত্রিক অবক্ষয় রূপ নিয়েছে সামাজিক অবক্ষয়ের। প্রয়োজন সত্যিকারের একজন নেতার, যার চারিত্রিক মাধুর্য, শৌর্য-বীর্য বিমোহিত করবে বাঙালকে (রাক্ষস, খোক্ষস, পক্ষী, নাগরূপী বাঙাল, যাদের হাতে নিজেরই মা-বোন-ভাই কেউ নিরাপদ নয়)
আশায় আছি...

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আশায় আমরাও আছি......... কিন্তু সমাধান নেই .........

৪| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

সোজোন বাদিয়া বলেছেন: আমদেরকেই তো সমাধান করতে হবে। সমাধান কী?

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমাদেরকেই করতে হবে হয়ত আমরা জানি সমাধান কি--- কিন্তু কেউ এগিয় আসছে না... আসছি না...

৫| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আরজু পনি বলেছেন:
নৈতিক মূল্যবোধ জাগ্রত করা ছাড়া, সচেতন করা ছাড়া আর কোন উপায় দেখছিনা।
আইনের উপর আস্থা আছে কি না বলতে চাইছি না।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু ঠিক বলেছেন! কিন্তু এসব শিক্ষায় আজকাল আর কেউ তেমন একটা সচেতন হচ্ছে না... আর আইন হু... এ ব্যাপারে আসলেই কিছুই বলার নেই!

৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১

উল্টা দূরবীন বলেছেন: মানুষের মূল্যবোধ কোথায় যেন হারিয়ে গেল। মনুষ্যত্ব কোথায় যেন উধাও হয়ে গেলো।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই ভাই!!! দিন দিন কি সব হচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.