নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ওগো বৈশাখী .........

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬


তুই কি আমার বৈশাখী হবি...? এমন ই একটা মেসেজ আসে চান্দুর কাছ থেকে! অবাক হয়ে যাই!!
নিজের ভেতরের অবাকাচ্ছন্নতা চেপে রেখে ফিরতি মেসেজ পাঠাই- কি করে মশাই...? আবার ফিরতি মেসেজ আসে- ফেবুতে আয়...!
ঝটপট ফেবুতে লগ ইন করি... একটা ছবি পাঠায় পাগ্লুটা! দেখি আমার পছন্দের শাড়ির ছবি!
হাসতে হাসতে লিখি- কি রে সত্যি সত্যি শাড়ি দিবি না দেখে এখন শুধু ছবি দেখিয়ে বৈশাখী বানাবি তাই না...?
পাগ্লুটা লিখে- ইসস এমন করিস না তো রে! শাড়ি পছন্দ হয়েছে? বললাম- হু... হয়েছে মশাই!
আবার মেসেজ- তাহলে শাড়িটা পড়ে নে... আমি চোখ বন্ধ করছি...!
লিখলাম, শাড়ির সাথে আর আর জিনিস কই... হাব্লুটা? চুড়ি/ পায়েল/ টিপ/ ফুল... এসব কে দেবে শুনি...?
উপ্স ভুলেই গিয়েছিলাম, এই নে বলে সাথে সাথেই সব গুলোর এক একটা ছবি পাঠায় এবং সব আমার পছন্দের!
চোখের কোণাটা কিচ কিচ করছিলো...এক ফোঁটা জল টাস করে পড়লো গাল বেয়ে...!
লিখলাম... ওক্কে মশাই, পড়ছি... পড়ছি বলেই, সাদা/লাল/সবুজ/ হলুদ ওড়না শাড়ির মত জড়িয়ে পড়লাম,
ঝটপট নিজের চুড়ি/পায়েল/ ঘরে থাকা ফুল দিয়ে সেজে ঝটপট কিছু সেলফি তুললাম ...
ওদিকে পাগ্লুর মেসেজ আসতেই আছে... কই রে কই রে তুই...? তোরা মেয়েরা না এতক্ষন সাজতে সময় নিস!!!
অই অই হ্রামী মরলি না কি রে...? অই অই না কি অন্য কারো লগে টাঙ্কি মারিস লুলুনী...?
কিছুক্ষণ চুপ চাপ থেকে একে একে ছবিগুলো পাঠালাম... দেখলাম ওপাশে নীরবতা...!
এবার আমার পালা-- অই অই বদ্মাশের হাড্ডিগুড্ডি... কথা কস না কেন...?
তুই কি এখন শাঁকচুন্নি আর কটকটিদের সাথে টাঙ্কি মারতেছিস?
অই অই লুলা বদমাশ... এরপরেই পাগ্লুর মেসেজ... তোকে আমার বৈশাখী হতে বলেছি কাঁদাতে বলিনি শয়তান্নী!!
এরপর আর পারলাম না... হাপুস হুপুস করে কেঁদে দিলাম... আর তুই তুই তোকে বলেছিলো কে ? আমাকে কাঁদাতে শুনি...?
অই হ্রামী কাঁদবি না একদম কাঁদবি না... আয় বুকে আয়... আসল সারপ্রাইজ তো এখনো দেইনি...
এই দেখ বলেই পাগ্লুর বিছানায় লাল/ সাদা চুড়ির একটা ছবি আসে...!! মনে হচ্ছিলো দম বন্ধ হয়ে যাচ্ছে...!
কোনমতে লিখলাম... তুই কি আমাকে আজ আমাকে কাঁদাবি বলে পণ করে রেখেছিস... হতচ্ছাড়াটা...!
চান্দুর রিপ্লাই- চাঁদনী আমার বৈশাখী হবি না...? অই অই আমার গিফট কই?
গিফট কিনেছিচ না কি টাকা জমিয়ে রেখেছিস? কিছু কিনিনি... খামে তোর নামে টাকা ভরে রেখেছি... আমার বৈশাখ হবি তুই...?
এবার পাগ্লুটার আর কোন কথা নেই...... আমি লিখে চলেছি-- কি রে কথা কস না কেন...?
পাগ্লুটার রিপ্লে আসে- ভালোবাসিইইইইইই চাদনীইইইই ... আর কিছু লিখছি না...
শুধু ইচ্ছে করছে তোকে বুকের সাথে লেপ্টে ধরে চুপ চাপ বসে থাকতে... এত ভালোবাসিস আমায়...!!
মেসেজটা পড়তে পড়তে চোখের পানি গড়িয়ে সব কি-বোর্ডে পড়ছে... পাগ্লুটা কিভাবে যেন বুঝে যায়-- লিখে--
অই অই ছিচকাঁদুনি কাঁদছিস তাই না...? একদম কাঁদবি না হ্রামী... নটাঙ্কী...
আয় কাছে আয়... বুকের সাথে লেপ্টে থাক... আমার বৈশাখী .........!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: ইশরে!

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসস রে কিইইইই ?

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,




হৃদয়ের বৈশাখী ঝড়ের তুমুল আন্দোলন ..................

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা এখন ঝুম বৃষ্টি দরকার...

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: জটিল......

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা!

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

উল্টা দূরবীন বলেছেন: হৃদয়ের কালবৈশাখ ভালো লেগেছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.