নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

খুব খুব ছোট ছোট কিছু কাজ অদ্ভুত তৃপ্তি দেয় .........

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

>এই যেমন ধরুন না পুরনো কিছু জামা দিয়ে আলমিরা (আলমারি ) ভর্তি হয়ে আছে! অযথা সেই সব জামা কাপড় জমিয়ে না রেখে কিংবা ফেলে না দিয়ে আশে-পাশে থাকা এমন কাউকে দিলেন যাদের সামর্থ্য নেই রোজ রোজ নিত্য নতুন জামা কেনার! কিংবা আপনার বাসায় ভিক্ষা করতে আসা মিসকিনটাকে তার কেউ আছে কি না জিজ্ঞেস করে দিলেন সেই কাপড় দেখবেন তার মুখে যে হাসি ফুটবে তা অদ্ভুত তৃপ্তি দেবে আপনাকে! আমি প্রায় প্রায় এভাবে আমার পুরনো কাপড় আশে-পাশে থাকা তেমন মানুষদের দেই! আর প্রতি শুক্রবার ভিক্ষা করতে আসা মিসকিনদের দিতেই থাকি পুরনো জামা!
> ফ্রিজ ভর্তি খাবার রেখে পঁচিয়ে তা ফেলে না দিয়ে আশে পাশে থাকা না খেয়ে থাকা মানুষগুলোর মাঝে বিলিয়ে দিন, দেখবেন অই খাবার খেয়ে তারা যে ঢেঁকুর তুলবে সেই ঢেঁকুরে আপনার তৃপ্তি আসবে! আমরা প্রায় প্রায় এভাবে কাউকে না কাউকে খাওয়াই এবং মিলাদের শুকরানা (তোবারক ) যা প্রতি সপ্তাহে জমে জমে ফ্রিয ভর্তি হয় তা প্রতি শুক্রবার ভিক্ষা করতে আসা মিসকিনদের মাঝে বিলিয়ে দেই! ( এখানে মসজিদে প্রায় প্রতিদিন দোয়া মাহফিল থাকেই সেই সব তোবারক অনেক জমে যায়)
> পুরনো কোন কিছু বিক্রি করতে গেলে আশে- পাশে থাকা সামর্থ্য নেই এমন মানুষদের কথা আগে ভাবি এরপর যদি সেই সব তাদের দেয়া যায় এবং উপকারে আসে, তাহলে তা বিক্রি না করে দিয়ে দেই এমন কি নিজ আত্মীয়দের ও দিয়ে থাকি!
>> কাজ খুব ছোট কিন্তু তৃপ্তিটা কি যে অসাধারণ তা বোঝানো যাবে না... যদি এমন কিছু করে না থাকেন...

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

মহা সমন্বয় বলেছেন: কথাগুলো দারুণ। সত্যিই এ এক অনন্য অনূভুতি। :)

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এমন কিছু না কিন্তু অনুভূতিতে অদ্ভুত প্রশান্তি এনে দেয় !

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুন উদ্যোগ, অসাধারণ..........

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নিজ জায়গা থেকে ছোট্ট একটা প্রয়াস!

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

শামছুল ইসলাম বলেছেন: ছোট কিন্তু ভাল উদ্যোগ।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু নিজ জায়গা থেকে ছোট্ট একটা কিছু করার চেষ্টা করছি আর কি! ভালো থাকবেন!

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো প্রস্তাবনা। এমন দান খয়রাত অনেকেই করে থাকেন।
ধন্যবাদ ঈপ্সিতা।

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হু... করে! আরো অনেক অনেক মানুষ যদি করতো তাহলে খুব ভাল হতো !

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

রাশেদ রাহাত বলেছেন: মানু্বিক চিন্তার বহিঃপ্রকাশ। ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ছোট্ট একটা প্রয়াস!

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

জ্যোস্নার ফুল বলেছেন: এই ছোট কাজগুলো করতেই খুব বড় মানষিকতার প্রয়োজন হয়। তবে যারা একবার মজা পেয়ে গেছে তারা করতেই থাকে, মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে সাফল্য আর কিসে!

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই!!! তবু আমি আমার সাধ্যমত আমার জায়গা থেকে তা করি! ভালো থাকবেন! হু মানুষের মুখের হাসি যে কতটা তৃপ্তি বা শান্তি দেয় তা এসব না করলে বোঝা যাবে না!

৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো আপনার চিন্তা

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য! ভালো থাকবেন!

৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫

ঝালমুড়ি আলা বলেছেন: উপকারী পরামর্শ ভালো লাগল ।

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য! ভালো থাকবেন!

৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

কবির ইয়াহু বলেছেন: সত্যি অসাধারন চিন্তাধারা।

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুব ছোট্ট কিছু প্রয়াস নিজ জায়গা থেকে করছি! ভালো থাকবেন!

১০| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আসলে এ কাজগুলোর আনন্দ লিখে বা বলে বুঝানো যাবে না।

অদ্ভুদ আনন্দে মনটা ভরে যায়।

আপনার সুন্দর চিন্তা ও মনের তারিফ করছি। :)

০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ঠিক তাই! আর হ্যাঁ নিজ জায়গা থেকে ছোট্ট একটু প্রয়াস আর কি... !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.