নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার বাপির দুটো শিক্ষা-----

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

>বৃদ্ধ রিকশাওয়ালাকে ইগ্নোর করবি না! অচল বলে তার রিকশায় ওঠা থেকে বিরত থাকবি না! তোর হয়ত খুব খারাপ লাগবে কিন্তু তার রিকশায় উঠে গন্তব্যে পৌছে ১০ টাকার ভাড়া ২০ টাকা দিবি! যদি নিতে আপত্তি করে তো জোর করিস না শুধু বুঝিয়ে দিতে চাইবি! এই বৃদ্ধদের রিকশায় অনেকে ওঠে না তারা অচল বলে তাই দিন শেষে তাদের ইনকাম খুব কম হয়!
> রোদ/ বৃষ্টিতে পুড়ে ভিজে যাদের বাহনে করে তুই বিভিন্ন জায়গায় যাস তাদের সব সময় ন্যায্য ভাড়া পারলে বেশী দিবি কিন্তু কম দিবি না! বিশেষ করে এই চড়া রোদে আর বৃষ্টির দিন তাদের বাহনে ওঠলে ভাড়া বেশী দিবি! যদি নিতে না চায় তো নাই কিন্তু তুই দেয়ার চেষ্টা করবি!
>>হু আমি আমার জায়গা থেকে যতটুকু পারি দেয়ার চেষ্টা করি আর এখন বৃদ্ধ রিকশাওয়ালা দেখলে তাকেই আগে ডাকি! খারাপ লাগে কিন্তু যখন তাকে ভাড়া বেশী দেই এবং সে নেয় কিংবা ন্যায্য ভাড়া নেয়ার পর কেউ বাড়তি টাকা না নিলেও কষ্ট অতটা থাকে না!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: বেশ বেশ।
+++

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: জীবনটা প্রতিমূহুর্তে একটি শিক্ষা।

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন!

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল।

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.