নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রেম তো অনেকেই করতে জানে কিন্তু ভালোবাসতে কয়জনে জানে...?

০১ লা মে, ২০১৬ সকাল ১১:২৭

ভুজুং-ভাজং দিয়ে অনেকেই প্রেম করতে পারে, প্রেমের ফাঁদে ফেলতে পারে... সেখানে ধরি মাছ না ছুঁই পানির মত সব কিছু করতে পারে , লিটনের ফ্লাটে যেতে পারে কিংবা অত দূর না গেলেও হাতের কাছেই তো ফোন আছে, ফোনে ওয়েবে, স্কাইপে তে , ইমোতে ঢলাঢলি থেকে শুরু করে সেক্স সব করতে পারে কিন্তু যেই দায়িত্ব নেয়ার কথা বলা হয় , বিয়ের প্রসঙ্গ আসে তখন শুরু হয় ধানাই-পানাই!!! পরিবার মানবে না, আমার নিজের অবস্থা টলমলে, অসম প্রেম/ জাত ভিন্ন সমাজ মানবে না, বিয়ের জন্য প্রস্তুত না, আমরা আসলে খুব ভালো বন্ধু, হেন তেন কিচ্ছা কাহিনী! এরপর পলান টুকটুক খেলা তারপর একেবারেই সরি কিংবা না বইলা পগারপার! লাপাত্তা!
>আজকাল কার ছেলে/মেয়েরা প্রেমিক/প্রেমিকা হিসেবে যতটা না নিজেদের পরিচিতি দিতে ভালোবাসে তার থেকে বেশী তাদের ১০১ টা বফ/ গাফ আছে এই বইলা নিজেরে প্লেবয়/ প্লেগার্ল হিসেবে পরিচয় দিতে কিংবা ভাবতে ভালোবাসে আর সেই ভাবনায় ভালোবাসা উধাও হয়...
>কিন্তু যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনোই অজুহাত দিবে না, যদিও এ যুগে ভালোবাসা ব্যাপারটা বিলাসিতা ... তবুও কেউ কেউ সত্যিকার অর্থেই ভালোবাসে ... ভালোবেসে একে অপরকে আগলে নেয়... সামনে আসা সব কিছু নিজেরা ফেস করে, যুদ্ধ না করে নিজেকে পরাজিত ভাবে না... তারা একে অপরের হাত কখনোই ছাড়ে না... তারা সত্যিকার প্রেমিক/ প্রেমিকা হয়েই ভালোবাসাকে মর্যাদা দিয়ে বিশ্বস্ততার সাথে একে অপরের পাশে থাকে... এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার!
যদিও এসব আজকাল রেয়ার কেস! তবু মনে করি- ভালোবাসায় বিশ্বস্ততা আর আস্থা দিয়ে যেন ভরপুর থাকে এসব ভালোবাসার মানুষেরা!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:৪২

মহা সমন্বয় বলেছেন: এর নাম হচ্ছে ভুজুং-ভাজং প্রেম :P আর তা মিথ্যায় পরিপূর্ণ। ( যদিও বিশেষজ্ঞদের মতে প্রেম ভালবাসায় নাকি একটু আধটু মিথ্যা কথা বলা জয়েজ আছে তাহাতে নাকি ভালবাসা বৃদ্ধি পায়। )
১০১ টা প্রেম করার বিষয়টা হচ্ছে একটা ফ্যাশনের মত, একটু টাইম পাস করা, একটু অভিজ্ঞতা অর্জন করা এই আর কি
কিন্তু তারা একজনকেই ভালবাসে। মানে হচ্ছে ১০১ জনের সাথে প্রেম করবে কিন্তু ভালবাসবে একজনকেই এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। ;) আর এই পৃথিবীতে ভালবাসা ছিল,আছে এবং থাকবে। ভালবাসার কোন ধ্বংস নেই মাঝে মাঝে রুপ চেঞ্জ হয় মাত্র। :)

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝলাম!

২| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:৪৭

নতুন বলেছেন: যারা BF/GF বইলা বেড়ায় তারা কি এর অথ` বোঝে? আমার তো মনে হয় ৯৫%ই শুধু ভাব দেখানোর জন্যই বলে...

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং মনে হয় এতে না জানি কত ক্রেডিট আছে!!!!!

৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৪৭

অন্তু নীল বলেছেন: সখি ভাবনা কাহারে বলে
সখি যাতনা কাহারে বলে
তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা
সখি ভালোবাসা কারে কয় ?

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে কি শুধু যাতনাময়?

৪| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫৫

আরাফআহনাফ বলেছেন: ++++

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!

৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪৫

ডার্ক ম্যান বলেছেন: ভালোবাসার মূল্য তো অনেকে বুঝে না। বৃথা ভালবেসে লাভ কি

০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম নেই তাও নয়!!!

৬| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫৫

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এ যুগে ভালোবাসা ব্যাপারটা বিলাসিতা ... তবুও কেউ কেউ সত্যিকার অর্থেই ভালোবাসে।
:P আমি তাদেরই একজন...

৭| ০৫ ই মে, ২০১৬ সকাল ৯:১১

প্রীতম বলেছেন: যেখানে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় সেখানে ভালোবাসা বোঝার সময় কই?
ভালোবাসা খুব বেসি সস্তা হয়ে গেছে। তাই সস্তা পলিথিনের কদর নাই।
আমরা চারিদিকে তাকালে ভালোবাসা সস্তা করার প্রতিযোগতা দেখতে পাই। না মেয়ে না ছেলে, সবাই।
এক সময় যখন ভালোবাসার মানুষটির কাছে শুধু "ভালোবাসি" শব্দটি শুনতে অপেক্ষা করতে হতো বছর কিংবা যুগ তখন সত্যিই ভালোবাসা বড় ভালোবাসাময় লাগতো। তখন প্রেম ছিলো সমগ্র ভালোবাসা জুড়ে। মায়াবি প্রেমের অপেক্ষায় কিংবা সাথে পার করে দেয়া যেতে পাতে যুগ শতাব্দি, কিন্তু যে ভালোবাসার দৌড় লিয়াতনের ফ্ল্যাট পর্যন্ত তার স্থায়িত্ব আর কতটা হতে পারে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.