নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কসাই কি শুধু ডাক্তার’রা ...? কসাই কিছু স্কুল কতৃপক্ষ ও বটে... !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

বিনামূল্যের একসেট পাঠ্যবইয়ের দাম সাড়ে ৬শ টাকা !!
ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঘটনা! খবর- ইত্তেফাক!
ব্যাপার হলো- এটা প্রকাশিত সত্য তাই জানা গেছে...
আর যেটা অপ্রকাশিত তা হলো- দেশের প্রায় প্রতিটা স্কুলেই এই বিনামূল্যের বই এমনি দেয়া হয় না!
বই দেয়ার আগে সেশন চার্জ/ বার্ষিক চাঁদা এইসব আউল-ফাউল চার্জ না দিলে বই বাচ্চুদের হাতে দেয়া হয় না!!
এছাড়াও স্কুল ভর্তিতে ডোনেশন/ এককালীন টাকা... এই সেই বই/ খাতা আর নানা বাহানায় আদায় করা হয় টাকা!
ঠিক যেভাবে ডাক্তার’রা কসাইয়ের মত রোগীদের গলা কাটে তেমনি
কিছু স্কুল ( ৯৫%) এভাবেই গলা কাটে বাচ্চুদের বাবা- মা’র... !
এসব দেখার কেউ নেই! সরকার শুধু বই দিয়েই খাল্লাস!!
এরপর তো আছে ফালতু শিক্ষা নীতি!! ১০০% পাশ দেখাতে হবে!
আর এই পাশ দেখাতে গিয়ে ফেল করা সব বাচ্চুদের উপরের ক্লাসে উঠিয়ে দেয়া হয়!
একটা বাচ্চুর বেসিক নষ্ট করে দেয়া হয় আর তা নষ্ট হয় মানুষ গড়ার কিছু শিক্ষকের মাধ্যমেই সেই ফালতু নীতি দিয়ে!
এরপর প্রাইভেট আর কোচিং এর নামে যা চলে তা দেখে শুধু ভাবি-
শুধু কি ডাক্তার’রা কসাই? শিক্ষক’রা তাহলে কি...?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: সুযোগ পেলে আমরা কেউ ছাড়িনা, এটা আমাদের মজ্জাগত

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তা ঠিক.........।।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

জাহিদ মজুমদার বলেছেন: কসাই এখন সমাজের কোণে কোণে। আপনাকে ঢাকার ফার্মগেটের একটি সাধারণ স্কুলের তথ্য দিতে চাই, সাধারণ এই অর্থে, এটির সাথে ঢাকার ভালো স্কুলগুলোর কোনো তুলনাই চলে না। তবুও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ভর্তি ৬০০০, বই–খাতা–২৩০০/– মাসিক বেতনের কথা উল্লেখ করলাম না। এর বাইরে সারা বছর ধরে নানান ধরনের চাঁদাবাজি তো রয়েছেই। ৩৬৫ দিনের মধ্যে সর্বোচ্চ ক্লাস হয় ১৮০ দিন। বার্ষিক পরীক্ষা নবেম্বর মাসের ১০ তারিখে শুরু করে মাসটা শেষ করা হবে। ডিসেম্বর মাস পুরো বন্ধ। টাকাটা কিন্তু ঠিকই নেওয়া হচ্ছে। ​শিক্ষক নিয়োগে সরকারী কোনো নিয়মনীতি মানা হয় বলে মনে হয় না। শিক্ষক নিয়োগের নীতিমালা মানা হলে আমার ধারণা ৭০% শিক্ষক বাদ পড়বে। কোনো অভিভাবক প্রতিনিধি নির্বাচন হতে দেখিনি। জবাবদিহিতা নেওয়ার কেউ নেই। দেশ যেমন ফ্রিস্টাইল চলছে, দেশের সব প্রতিষ্ঠান।
আমার মনে হয় আমাদের সবার সবকিছু শেয়ার করা দরকার, সবখানে, সবজায়গায়, বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে। এদেশে সাধারণ মানুষের জন্য কেউ কোনোকিছু করে দেবে না।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই আমি জানি......।। আমি শিক্ষকতা পেশায় ছিলাম...।। যা দেখেছি তা বলার মত নয়!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২

ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশের মত এত করাপটেড মানুষ পৃথিবীর কোথাও নেই!

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক!!

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লজ্জা লাগলেও আমাদের দেশের মত এত লোভী মানুষ আর কোথাও মনে হয় নেই। এরা বিদেশে মাটি কাটার কাজ করতে যাবে যে লেবার, তার কাছ থেকেও ৪/৫ লাখ টাকা নেয়। কারণ, পাচ্ছি তো, অসুবিধা কি? বই-এর দাম কিংবা উন্নয়ন অথবা যে কোন কিছুর নামে চাঁদা আদায় চলবেই। কারণ, আমরা দিচ্ছিতো! না দিয়ে উপায় কী?

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন! আমরা দিচ্ছি......... কিন্তু দেখার কেউ নেই!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

আখেনাটেন বলেছেন: এই সব না করলে ঢাকা শহরে বাড়ি-গাড়ি হবে ক্যামতে!!! কিছু লোক আলাদিনের চেরাগ পেয়েছে। ঘষলেই ট্যাকা!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে সব কিছু যাচ্ছেতাই হয়ে যাচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.