নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি বলছি না তোমরা যুগের সাথে তাল মিলিও না...

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

> আমি শুধু বলছি যুগের সাথে তাল মেলাতে গিয়ে তোমরা বেতাল হয়ে যেও না...
> আমাদের সময়ে ছেলেরা/মেয়েরা স্কুল পালিয়ে বনে বাদাড়ে ঘুরে বেড়িয়েছে... ঘুড়ি উড়িয়েছে কেউ কেউ ভুলকাভাত ( পিকনিক) খেয়েছে ... এই আমি স্কুলে ব্যাগ রেখে স্ট্যাম্প কিনতে দোকানে যেতাম... আর এখনকার ইয়ো ইয়ো বেইব-বেইবীরা স্কুল পালিয়ে ডেটে যায়... কেউ কেউ লিটনের ফ্লাটে...
>আমাদের সময়ে আমরা স্কুল থেকে এসে খেলতে মাঠে দৌড় দিতাম, বিভিন্ন খেলার জন্য বিভিন্ন দল করতাম! কে আগে দাঁড়িয়াবান্দার/ ব্যাডমিন্টনের কোট দখল করবে, কে কথায় বউচি/ চি-বুড়ি/ ডাং-গুলি, মার্বেল / লুকোচুরি আর ও কত খেলা খেলবে তার দল গঠন করতাম আর এখনকার ইয়ো ইয়ো বেইব-বেইবীরা গ্যাং গঠন করে... মাইর-পিট করতে, খুন-খারাবি করতে...
> আমাদের সময়ে আমরা চুলে বেনী/ ঝুঁটি / কত কি করতাম, ছেলেরা দেখা যেত তেল চুকচুক করে পড়ছে কিংবা কেউ কেউ একটু নায়ক-নায়িকা স্টাইলে চুল কাটছে... আর এখনকার ইয়ো ইয়ো বেইব’রা সজারুর মত চুল খাঁড়া কইরা তারে স্পাইক বইলা রং-রস করতেছে... আর ইয়ো ইয়ো বেইবীরা মুখ বাঁকাইয়া ইন্দুরের মত ফটু খিচকার ক্যাট/ কারিনা সাজতেছে কিন্তু বুঝে না যে ইন্দুরের মত মুখ করলেই ক্যাট/ কারিনা হওয়া যায় না...
> আমাদের সময়ে পার্লার কি আমরা জানতাম-ই না ! সাজুগুজু বলতে ওই নেইলপলিশ/ লিপস্টিক পাউডার/ কাজল টিপ... আর এখনকার ইয়োইয়ো পুচকু বেইবীরা মেকাপ-কিটস যা ব্যবহার করে দেখলে মাথা ঘুরান্টি দেই... এই আমি পার্লারমুখী হয়েছি মাস্টার্স এর পর... এখনো কিছু ইউজ করলে যা নিজের সাথে যতটুকু মানানসই/ চলনসই ততটুকুই ইউজ করি ...
>>আমাদের সময়ে কিংবা এখন পর্যন্ত পারিবারিক শিক্ষাটা যা আছে তা আজকালকার ইয়ো ইয়ো বেইব/ বেইবীরা পাচ্ছে না... ! এই আমি মেয়ে হিসেবে একটা ছেলের থেকেও অনেক বেশি স্বাধীনতা পেয়েছি কিন্তু কখনো সেই স্বাধীনতার অপব্যবহার করিনি বলেই এবং অনেক স্বাধীনতা দেয়া সত্ত্বেও আমার / আমাদের পারিবারিক শিক্ষাটা খুব বেশি মজবুত ছিলো বলেই আমরা এখনো উচ্ছন্নে যাইনি... অথচ আজকালকার ড্যাড আর মম’রা এইসব ইয়ো ইয়ো বেইব আর বেইবীদের সেই শিক্ষাটাই ঠিকমত দিতে পারছে না কিন্তু দিয়ে রাখছে স্বাধীনতা ! বেইব আর বেইবীরা কি করে তার খেয়াল রাখে না ... আর সেই পারিবারিক নজরদারী থেকে মুক্ত থাকার ফলেই আজকালকার ইয়ো ইয়ো পুচকু বেইব/ বেইবীরা যুগের সাথে তাল মেলাতে গিয়ে বেতাল হয়ে যা ইচ্ছে তাই করছে... হচ্ছে খুন... করছে গ্যাংস্টার গঠন... েই সেই...
>>>যে যাই বলেন-- আমি বলবো- এইসব ইয়ো ইয়ো বেইব আর বেইবীদের উচ্ছন্নে যাবার পেছনে আপনারা উদাসীন ড্যাড আর মম দায়ী...... এই যে তারা বেতাল হচ্ছে, বেসুরে গাইছে চলছে এরজন্য আপনারাও দায়ী... চোখের সামনে কত কি ঘটছে এখনো যদি নিজ নিজ পরিবারের সেইসব ইয়ো ইয়ো বেইব- বেইবীদের লাগাম টেনে না ধরেন তাহলে ঘরে ঘরে অনেক গ্যাংস্টার এর জন্ম হবে... তখন সামাল দিবেন কি করে তা ভেবে দেখেন.........।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

আজীব ০০৭ বলেছেন: যে যাই বলেন-- আমি বলবো- এইসব ইয়ো ইয়ো বেইব আর বেইবীদের উচ্ছন্নে যাবার পেছনে আপনারা উদাসীন ড্যাড আর মম দায়ী.....

আপনার সাথে সহমত +++

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই! এখনকার বাবা- মা’রা অনেক উদাসীন ছেলে/ মেয়ের ব্যাপারে তাই তো তারা...

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা দিন দিন প্রগতিশীল থেকে আরো প্রগতিশীল হচ্ছি।

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আর ততই উচ্ছন্নে যাচ্ছে নতুন প্রজন্ম!

৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সময়ে আমরা কতকিছু জানতাম না। এখনকার বাচ্চারা সব জানে।

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক! এফেয়ার কথাটার মানে জানতে আমার এইচ এস সি পার হইছে!

৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

আততায়ী আলতাইয়ার বলেছেন: আমাদের সময় পোলাপইন মনিকা বেলুচ্চির ম্যালেইনা দেখেছে ১৬ বছর বয়সে আর এখনকার পোলাপাইন দেখে ছয় বছর বয়সে

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম যাচ্ছেতাই অবস্থা.........

৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

করুণাধারা বলেছেন: সহমত। পোস্টে +++

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.