নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ল্যাংটাপনাও আমাদের সংস্কৃতির ভেতরে পড়ে না...!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

> ৪/৫ দিন আগে উইমেন চ্যাপ্টারে একজন লিখেছেন- “ হিজাব পড়া আমাদের সংস্কৃতির ভেতরে পড়ে না”
তিনি হয়ত এটা ভুলে গেছেন যে ল্যাংটাপনাও আমাদের সংস্কৃতিতে পড়ে না!
> আপনি ল্যাংটাপনা করবেন সেটা আপনার স্বাধীনতা সেটা দেখে কারো লজ্জা হলে সে বলবেই!
কেউ হিজাব পড়বে সেটা তার স্বাধীনতা সেটা দেখে আপনাদের ল্যাংটাপনায় আঘাত লাগে আপনি কিছু বলতেই পারেন!
>>কিন্তু আপনি এটা ভুলে যাবেন না যে- সেই ল্যাংটাপনা ও আমাদের সংস্কৃতির না!
আসলে হিজাবে না আপনাদের সমস্যা ইসলামিক অনুশাসনে !
আপনি সেই অনুশাসন মেনে না চলতে পারেন তো ভালো কথা কিন্তু অন্যরে আজাইরা কথা শোনানোর দরকার কি শুনি?
তবে হ্যাঁ একটা কথা বলতে পারি- যে নারী স্বেচ্ছায় হিজাব পড়ে তার ব্যাপারে কোন আপত্তি থাকার কথা নয়।
কিন্তু যে নারী স্রেফ ফ্যাশনের বশে হিজাব পড়ে তার ভণ্ডামি নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যায়।
>>> নারী অধিকার নারী অধিকার বলে যারা চিল্লায় তাদের অধিকারের দৌড় ওই বিড়ি টানা
আর ল্যাংটাপনাতেই দেখলাম এর বাইরে দেখলাম না তারা তেমন কিছু করতে পেরেছে!!
দেখলাম না সমধিকার খাটিয়ে রাস্তায় দাঁড়িয়ে কাউকে মুততে...!
আরে ঘরে ঘরে এখনো নারীরা নির্যাতিত হয়, এখনো কাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয়,
এদেশে এখন গণ ধর্ষনের জোয়ার চলছে, কুপিয়ে কুপিয়ে নারীকে রাস্তায় ফেলে রাখছে ,
বাল্যবিবাহ, যৌতুকের জোয়ার থামেনি... আর ও কত কি তে নারীরা অত্যাচারিত হচ্ছে... সেসবের দিকে চোখ দিন...
দু একদিন লেকচার/ মিছিল আর ফুটানী মার্কা কয়েকটা কথা ছাইড়া কোন লাভ নেই...

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

লুসিফার ০১ বলেছেন: হা হা হা!
ওদেরকে আমার নারীজাত মনে হয় না -_-

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

মাহিরাহি বলেছেন: হিজাব পড়াকে আমাদের সংস্কৃতির অংশ হিসাবে বানিয়ে ফেললেই ত হল।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :D দেশে সুর্নিদিষ্ট কোন ড্রেস কোট আছে কিনা আমার জানা নেই। তবে সবার শালীনতা বজায়ে চলা উচিত। সেটা হিজাবের মাধ্যমে কিংবা ছালার চটের মাধ্যমেও হতে পারে। কেউ যদি শালীনতা রক্ষার জন্য হিজাব পরে আর এতে অন্য কেউ আপত্তি করলে যে আপত্তি করবে তাকে ছয় হাজার টাকার মূল্যমানের ভিসা ধরিয়ে দেয়া উচিত। যুগের সাথে মানুষের রুচিবোধ যেমন চেঞ্জ হয় তেমনি পোষাকও। হিজাব আরামদায়ক হলে যে কেউ পড়তে পারে, তাকে ওয়েলকাম।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

টুনটুনি০৪ বলেছেন: একশ ভাগ সঠিক কথা বলেছেন।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

কলাবাগান১ বলেছেন: হিজাব যারা পড়ে না..তারা ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়?????? আপনাদের মাথায় সমস্যা আছে...মাঝামাঝি একটা অবস্হান বলে একটা কথা আছে

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫০

আতাউর রহমান কাওছার বলেছেন: সঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.