নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লেপ্টে থাকিস আমার হলুদ সবুজে ঘেরা শাড়ির প্রতিটি ভাজে ভাজে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪



শোন রে পাগ্লু হাব্লু গাব্লু...
যে ছেলেটা হলুদ সবুজে ঘেরা শাড়ি... আর এক মুঠো কাঁচের চুড়ি... দুটো হলুদ সবুজ জারবারা তার প্রেমিকাকে দিয়ে ...
ওগো ফাল্গুনী বলে টিজ করতে পারবে না... সে প্রেমিক না... ! আচ্ছা তুই কি প্রেমিক না কি বফ... হু...?
মনে রাখিস কেউ যদি আমারে এইভাবে টিজ করে তাইলে কিন্তু তোরে টা টা বাই বাই বইলা দিমু...
এই মেসেজের রিপ্লে তে পাগ্লু তুই লিখেছিলি ... “ তোরে কাইটা ভাসাই দিমু শালী... আমি প্রেমিক না...!!
আচ্ছা যা... এবার তোকে ঠিক ঠিক হলুদ সবুজে ঘেরা শাড়ি দেবো... চুড়ি দেবো... খুশ? আর টিজ ?
টিজ কাকে বলে দেখিস... শয়তান্নী... বলেই সে কি বিটকেলে হাসি... !!
এরপরের কাহিনী... ইনবক্সে তোর ওয়ারড্রবে আমার শাড়ি/ চুড়ির ছবি...
আর আমার অদ্ভুত সুখের চিনচিনে ব্যাথাটা উস্কে গিয়ে চোখ জুড়ে সুনামী... কোনরকমে শুধু লিখেছিলাম-
“ কুত্তা হ্রামী বিলাই ইচলা মাছ আমাকে না কাঁদালে কি তোর শান্তি হয় না ... মেরে ফেলবো তোকে... বলেই অফলাইন... !
এরপর ই তোর ফোন... আমি ধরি না... বারবার শুধু ইচ্ছে করছিলো-- তোকে জড়িয়ে ধরে কাঁদি ...!
৯বারের বার ফোন রিসিভ করি-- তুই বলতে থাকিস-- আচ্ছা পাগলী তো তুই...!!
তোর জন্য এত কিছু কিনলাম আর তুই কি না কাঁদছিস ...
যা শালী এইগুলা সব তোর বলা সেই সব শাঁকচুন্নি আর কটকটিদের দিয়ে দেবো...
বলেই চুপ... আমি তখন রেগেমেগে বলেছিলাম- দিয়ে দেখ তোরে কাইটা ভাসাই দিমু...
এ তো গেলো দু’দিন আগের কথা... আজ কি করবি রে পাগ্লু...? তোর গিফট পছন্দ হয়েছে? হলুদ সবুজের পাঞ্জাবিটা...?
পছন্দ হয়েছে ঘড়িটা...? মনে আছে তো? বিকেলে কোথায় যাবো কি করবো... ?
আমি ঠিক ঠিক তোর দেয়া শাড়িতে নিজেকে লেপ্টে অপেক্ষায় থাকবো...
অফিস থেকে এসে তুই আমায় সেই কল্পনা কল্পনা খেলায় বেড়াতে নিয়ে যাবি... আমি মুগ্ধ হবো... মুগ্ধ করবো...
দূরে থেকেও কিভাবে কাছে থাকা যায়... একে অপরের পাশে থাকা যায়... ঘুরতে যাওয়া যায়...
আনন্দ উপভোগ করা যায় তা বোঝাবো... এভাবেই তো আমরা আছি... একে অপরের খুব কাছাকাছি...
ভালো থাকিস রে আমার ফাগুন...
লেপ্টে থাকিস আমার হলুদ সবুজে ঘেরা শাড়ির প্রতিটি ভাজে ভাজে...
ছুঁয়ে থাকিস আমার কাজলে আর কপালের কালো টিপে...
মুচকি হাসিস আমার ঠোঁটের লিপ্সটিকে...
দস্যুপনা করিস আমার চুলের ক্লিপের বাইরে থাকা খোলা চুলের সাথে...

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: দুনিয়ার সব পাগলীই এক!! অনুভূতির তীব্রতা এত মারাত্মক!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হু সব পাগল আর পাগ্লীর সত্যিকারের ভালোবাসা আর অনুভূতির তীব্রতা এমন ই মারাত্মক হয়! হলুদিয়া শুভেচ্ছা!

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

ভাবুক কবি বলেছেন: কি অনুভুতি রে.। ফাগুন বুঝি এলো রে.।

কবিতা লিংক Click This Link
http://www.somewhereinblog.net/blog/MinhajUddin/30181459

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ফাগুন এসে ছুঁয়ে গেছে............।। হলুদিয়া শুভেচ্ছা!

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

তারেক ফাহিম বলেছেন: খুব সুন্দর আবেগ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! হলুদিয়া শুভেচ্ছা!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রতিবারের মতো এবার ও তোমার ফাগুন তোমার মনের মাঝে উদ্দেল হাওয়া বয়ে দিয়ে যাক ভাল থাক ফাগুনের আগুনে জ্বলেও । বসন্তের শুভেচ্ছা আপুনিভ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! হলুদিয়া শুভেচ্ছা!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১

জুন বলেছেন: চলে যাওয়া বসন্তের শুভেচ্ছা ইপ্সিতা চৌধুরী :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগের হলুদিয়া আর আজকের লালাদিয়া শুভেচ্ছা আপু.........।।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:

ভালো থাকিস রে আমার ফাগুন...
লেপ্টে থাকিস আমার হলুদ সবুজে ঘেরা শাড়ির প্রতিটি ভাজে ভাজে...
ছুঁয়ে থাকিস আমার কাজলে আর কপালের কালো টিপে...
মুচকি হাসিস আমার ঠোঁটের লিপ্সটিকে...
দস্যুপনা করিস আমার চুলের ক্লিপের বাইরে থাকা খোলা চুলের সাথে...


১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগের হলুদিয়া আর আজকের লালাদিয়া শুভেচ্ছা আপু.........।।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

জীবন সাগর বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিয়ে গেলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগের হলুদিয়া আর আজকের লালাদিয়া শুভেচ্ছা .........।।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গরীবের ভালোবাসা পাওয়ার কোনো চান্স নাই!

ভালোবাসার শ্রেণিভেদ আছে। হ্যা সত্যিই শ্রেণিবিভাগ আছে ভালোবাসার!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগের হলুদিয়া আর আজকের লালাদিয়া শুভেচ্ছা.........।।

তা হবে কেন ?

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে আপু

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উপহার সামগ্রী দিতে না পারলেই প্রেমিকার মুখ ভার। সবারই কি আর উপহার কেনার সামর্থ্য হয়?
যার সামর্থ্য হয় তার ভালোবাসা আর যার সামর্থ্য না হয় তার ভালোবাসা কখনওই এক হয় না। শুধু বিষয়বস্তুই এক, ধরণ আলাদা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.