নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রতিটা মানুষের আলাদা একটা ফ্লেভার থাকা দরকার...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

> একটা নিজস্বতা থাকা দরকার! যেমন আমি ঈপ্সি... এই আমাকে বহুবার এফবিতে/ ব্লগে বলেছে- তসলিমা ফ্লেভার পাওয়া যায়... আমি খুশি হইনি... আমাকে যদি কেউ বলে- ঈপ্সীয় ফ্লেভার পাওয়া যায় তাতে আমার নিজস্ব একটা ফ্লেভার থাকে!
> আবার একজনের শুন্যস্থান আর একজন এসে দখল করে নেয় না কি টুপ করে!! কিন্তু আদৌ কি সেটা সম্ভব? একজনের জায়গায় আর একজনকে কি ঠিক ঠিক সেভাবে বসানো যায়? মনে হয় না... নিজের ফেভ্রিট কারো জায়গায় কাউকে বসানো মানে সে আদৌ আমার ফেভ্রিট ছিলো কি না এই সন্দেহ রেখে যায়!
>যেমন- টেনিসে আমার ফেভ্রিট মেয়েদের মধ্যে স্টেফি গ্রাফ... সে এখন অবসরে কিন্তু তবুও আমি সে জায়গায় সেরেনা কে বসাতে পারি না... ছেলেদের মধ্যে রজার সে জায়গায় নাদাল...উহু ইম্পসিবল! এদের প্রত্যেকের আলাদা একটা ফ্লেভার আছে... কিন্তু ওলোট- পালোট করে এর জায়গায় ওকে বসানো সম্ভব না...
>> তেমনি একজন হুমায়ুন আহমেদ ! সে আমার ফেভ্রিট না তাকে আমার সব সময় ইনকমপ্লিট রাইটার মনে হয়েছে কিন্তু তার লেখার মধ্যে যে যাদুকরী প্রভাব আছে তা অস্বীকার করতে পারি না... তাই একজন হুমায়ুন আহমেদের জায়গা অন্য কাউকে দেয়া সম্ভব নয়... তিনি একদিনেই হুমায়ূন আহমেদ হয়ে যাননি... তিনি তার যাদুকরী ক্ষমতা দিয়ে আর তার সৃষ্টি কিছু চরিত্র, কিছু মুহূর্ত ( জ্যোৎস্না/ বৃষ্টি ) কে অদ্ভুত ভাবে তুলে ধরেই একজন হুমায়ূন আহমেদ হয়েছেন!! সেই ফ্লেভার অন্য কারো মধ্যে পাওয়া সম্ভব নয়...
>>> বইমেলার শুরু থেকে এবং হুমায়ূন আহমেদ চলে যাওয়ার পর থেকে যারা তার জায়গায় এ আসতেছে ও আসতেছে বলছেন... কিংবা হুমায়ূন ফ্লেভার খুঁজছেন তারা পাঠক হিসেবে আসলেই কি ভাবছি---! আর ভাবছি- হাউ কুড? চায়ের স্বাদ যেমন কফিতে পাওয়া যায় না... কফির স্বাদ ও তেমনি চায়ে পাওয়া যায় না... প্রতিটা জিনিসের আলাদা একটা ফ্লেভার আছে... এই ফ্লেভার যদি আপনি চিনতে না পারেন তাহলে... বুঝতে হবে-- “ আপনি গেছেন... এক্কেবারেই গেছেন...” ......

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

খোলা মনের কথা বলেছেন: হুমায়ুন আহমেদ ইনকমপ্লিট রাইটার মনে হওয়ার কারন আপনি হয়তো অন্য রাইটারকে কমপ্লিট ভাবেন। আর তার জন্য তার জায়গাটি হুমায়ুন আহমেদকে বসাতে পারেননি। যেমন আমার ভাল লাগে হুমায়ুন আহমেদ আর তার জন্য অন্য রাইটারকে তেমন প্রাধন্য দিতে পারি না। তবে এটা সত্য যে প্রতিটা মানুষের আলাদা আলাদা ফ্লেভার আছে। আর ঐ জায়গাতে অন্যকে অন্যকে খুজলে ভাল লাগে না....

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু তুমি বোঝনি কি বলতে চেয়েছি---- আমি কিন্তু হুমায়ূন আহমেদ কেই প্রাধান্য দিয়েছি-- আর একারনেই বলেছি- অনেকেই একে ওকে হুমায়ূন বলছে-- হাউ কুড? তিনি একজন-ই!! তার মত অন্য কেউ হতে পারে না... ! কিন্তু এফবি জুড়ে অনেককেই দেখি বলতে- হুমায়ূন এর জায়গা এ নিবে ও নিবে... কি সব আজিব কথা!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,



প্রতিটা মানুষের আলাদা একটা ফ্লেভার থাকা দরকার... না , থাকা উচিৎ ।

বরাবরের মতো ঈপ্সীয় ফ্লেভার মাখা ঈপ্সিত লেখা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআ দরকার আর উচিতের পার্থক্য ভুলে গেছি ভ্যাআআ ! :(
কেমন আছেন?

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,



প্রতিমন্তব্যের জন্যে সাধুবাদ দেয়া উচিৎ ( মাষ্ট ) । সাধুবাদ দেয়া দরকার বললুম না এ কারনে যে, এই কথাটির ভেতরে না দিলেও চলে এমন একটা ভাব আছে । ;)

আছি ! চলে যাচ্ছে দিন, এটা সেটা করে করে ..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.