নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছাদ বাগান- কিছু শখ পূরণ .....

১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮

> আগে আমাদের দুইটা বাগানবাড়ী ছিলো! সামনের বাগানবাড়ীতে ছিলো নিয়মিত যাতায়াত! পেছনেরটায় তেমন যেতাম না... তাই জানতাম ও না যে সেখানে একটা কদম ফুলের গাছ আছে! যদিও আমরা দিনাজপুরে ২২ বছর ছিলাম না! এই না থাকার বছরেই হয়ত সেই ফুলের গাছের চারা লাগান আমার চাচা! এখানে আসার পর একদিন নিজেই আবিষ্কার করি সেই গাছ! অথচ কেউ কখনো বলেনি তা! জায়গাটা বিক্রি হওয়াতে সেই গাছ কাটা পড়েছে!
> সামনের বাগান আর বিশাল বাড়ীর আঙিনায় আমার দাদীমা নানা রকম সবজি, ফল এর গাছ লাগাতেন... আমার বুঝ হওয়ার পর আমি আমার ছোট আন্টির সাথে ফুলের গাছ লাগাতাম! এরপর সেই বাগানবাড়িতেই এখন আমাদের বাড়ী... সব গাছ কাটা পড়ে...
> > কষ্ট হয় খুব... এরপর আমি আমার ছাদকে ছাদবাগান বানাই...! ফুল/ ফল/ সবজি যতটুকু সম্ভব হয় লাগাই! নিজের শখের গাছে যখন ফুল, ফল সবজি হয় মনটা তখন অদ্ভুত ভালোলাগায় ভরে যায়...! খুব শখ ছিলো একটা হলুদ গোলাপের... এখন আমার ছাদে হলুদ গোলাপ ফোটে ... ! রক্ত করবী সাধারণত টবে হয় না... অথচ আমার নানীবাসায় সেই ফুল মুগ্ধ করতো ছোট বেলায়! আমার ফুফুএ বাসার গেটে সেই ফুল দেখে আমার মাথা নষ্ট হওয়ার মত ছিলো!! সেই ফুলের ডাল লাগিয়েছিলাম টবে... আহ্‌... আজ সেই ফুলের গাছে ফুল ফোঁটার পথে।। শখ ছিলো আম/ জাম/লিচুর !!! আমার গাছে আম ধরছে এখন... যদিও ফজলি আম আর বোম্বে লিচু এখনো তেমন ভালো ভাবে হয়নি তবু আশা ছাড়েনি...!! পেয়ারাও ধরেছিলো গতবার! নিজের ছাদ বাগান থেকে যখন পুঁইশাক/ লাউ শাক/ মরিচ/ লেবু এনে খাই... অদ্ভুত শান্তি!! ফুলে যখন ছাদ ভরে যায় চোখ জুড়িয়ে যায়... !!! ইচ্ছে আছে নিজের শখের আরো কিছু গাছ লাগাবো!





পাশের বাসার কাজিনের সজনার ফুল আর সজনা আমার ছাদে শোভা পায়











>> এই ছিলো এই সময়ের কিছু গাছ... বাকি শীত বসন্তের ফুলের ছবি আগের সব পোস্টে আছে...
>>>নিজ বাড়ির ছাদে গড়ে তুলুন ছাদবাগান... অবসরে দেখবেন তা কতটা ভালো রাখে... নিজের গাছের জিনিস খাওয়া... ফুল দেখা... সে এক অদ্ভুত শান্তি...

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি সুন্দর

আমার ছাদ যে কবে হবে। ইনশাআল্লাহ এমন বাগার করার ইচ্ছে আছে

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়ে যাবে...।। আমার খুব পছন্দের জায়গা এটা ...

২| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০২

হাতুড়ে লেখক বলেছেন: প্রকৃতি আমাকে টানে সেটা ছাদ কিংবা বাঁশ ঝাড়! সুন্দর!

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এটা সবাইকে টানে না ... ধন্যবাদ ...

৩| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান

৪| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা সুন্দর ছবি সম্বলিত পোষ্টটি মনোমুগ্ধকর। ধন্যবাদ অাপুনি এই পোষ্টটি কষ্টকরে আমাদের জন্য দেওয়ায়।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআ শুকরান।। চলে আসুন বেড়াতে...

৫| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান

৬| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো হয়ে যায় তোমার ছবি দেখলে!!
শুভ কামনা বাগানের জন্য :)

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআ শুকরান আপজি... ভালো থাকবেন

৭| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইচ্ছে থাকলেই ফুল ফোটানো যায়, সেটাই বুঝলাম।
ভালো লাগলো। শুভকামনা।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআআআ হু ঠিক তাই...।

৮| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

আমি মাধবীলতা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো আপু...মন ভালো হয়ে যায় !! অনেক শ্রম এবং ধৈর্য্যের ফল নিশ্চয়ই বাগানটি...শুভেচ্ছা রইলো !!

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... আমি নিজের থেকেও এই বাগানের আর গাছপালার যত্ন নেই !! ভালো থাকবেন!

৯| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

স্যু বলেছেন: ইচ্ছের স্বাধীনতা ও তার সৌন্দর্য উপভোগ করলাম ! ধন্যবাদ !

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআআ হু শুকরান!!!

১০| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১

বিজন রয় বলেছেন: আপনার ছাদের খবর তো আগেও পেয়েছি।
আজ আবার নতুন করে পেলাম।
+++

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাআ একবার সময় করে বেড়াতে আসুন ভাই

১১| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ২:১০

সচেতনহ্যাপী বলেছেন: আমি ভাড়াটিয়া সুতরাং কিছুই হবে না।।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমরা যখন ভাড়াটিয়া ছিলাম তখন ও গাছ লাগিয়েছি.........।।

১২| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

বৃতি বলেছেন: ফুল, ফল, সব্জির কি সুন্দর ছবি! ভালো লাগলো বেশ :)

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! বেড়াতে আসার নিমন্ত্রণ রইলো.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.