নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

উত্তরাঞ্চলে আন্তঃনগর ট্রেনে এ কি উৎপাত ...

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

> সপ্তাহখানেক আগেই ইত্তেফাকে এসেছিলো এই সংবাদ! তার দুদিন পরেই আমরা খুলনা যাওয়ার জন্য সৈয়দপুর থেকে খুলনাগামী রাতের সীমান্ত ট্রেনে উঠি! এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে লক্ষ করি ট্রেনে ওঠার পর থেকেই হকারে হকার আর ফকির! সারারাত এসব হকারেরা বিভিন্ন জিনিস ফেরি করে বেড়াচ্ছে এই বগি থেকে সেই বগি! এরপর ফকির! খুলনা থেকে আসার দিন সারাটা পথ হকার আর ফকিরের যন্ত্রনায় অস্থির! একজন যায় একজন আসে!

> কথা হচ্ছে আন্তঃনগর ট্রেনে এত টাকা খরচ করে আমরা যাচ্ছি কি এসব হকার আর ফকিরদের যন্ত্রণা দেখতে? না কি আমরা যারা দূর দূরান্তে যাই তারা একটু স্বাচ্ছন্দে আরাম আয়েশ করে যেতে চাই? রাতে যারা যায় তাদের অনেককেই টেনশনে থাকতে হয় না জানি কখন লাগেজ চুরি হয়! এই ভয়ে অনেকে রাত জেগে যায়! আপনারা ভাড়ার টাকা গুনে নিচ্ছেন কিন্তু আমরা কি স্বাচ্ছন্দ কিংবা নিরাপত্তা গুনে নিতে পারছি?

>>এরপর যেটা দেখার বিষয়- সেটা হলো- এসব ট্রেন বিভিন্ন স্টপেজে মাত্র ৩/৪ মিনিট দাঁড়ায়! দুটো দরজার কোনটাই ওয়ান ওয়ে নয়! সেই দরজা দিয়েই মানুষ ঠেলাঠেলি করে নামছে উঠছে! কথা হচ্ছে-এত শর্ট টাইমে লাগেজ নিয়ে ওঠাটা যে কি কষ্টের এবং রিস্কের তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন! কারন দুটো দরজাতেই এক-ই সাথে মানুষ উঠছে নামছে! ট্রেন থামতে না থামতেই ছেড়ে দিচ্ছে! এভাবে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়! আবার এই উত্তরাঞ্চলেই হিলির কাছাকাছি আসলে ট্রেন থামিয়ে ইন্ডিয়ান মালামাল ওঠানো- নামানো হয় আবার টিকিট বিহীন লোক ও ওঠানো হয়, পরে তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয় এটেন্ডেন্টস’রা... !
এরপর আছে হিজড়া......।। কি সুন্দর করে এসে টাকা নিয়েই ছাড়ে... নইলে...

>>>এত্ত এত্ত অনিয়মের মধ্যে দিয়ে চলছে আন্তঃনগর নামের ট্রেনগুলো... দেখার কেউ নেই... রেলমন্ত্রী আছেন তার ধান্দায় .........
আর আমরা... উপায় নেই তাই ওভাবেই যাত্রা করি............ !!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫

শেয়াল বলেছেন: আমাগ এলাকায় ফকির পাওয়া দায় 8-|

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটা কোথায়? আর এটা তো রেলের কাহিনী! প্রতি স্টপেজ থেকেই রেলে উঠছে তারা!

২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

কাল্পনিক কামিনী বলেছেন: দেখার তো কেউ..................!!!!

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না দেখার কেউ নেই............।

৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

শেখ জামাল ১২ বলেছেন: কিচ্ছু করার নাই।

এটা বাংলাদেশ

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই কিচ্ছু করার নেই...............।।

৪| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯

সঞ্জয় নিপু বলেছেন: আমি প্রতিদিন ২ বার করে কমলাপুর টু এয়ারপোর্ট আসা যাওয়া করি,
এই রকম হকার, ফকির, হিজ্রা, দয়াল বাবা কেবলা কাবা, সাহায্য সহযোগিতা একজনের পর আরেক জন লাইন ধরেই আছে,
যখন ট্রেন থাকেন তখন দেখি বিশেষ করে এয়ারপোর্ট স্টেশনে একটি বিশেষ জায়গায় সব ফকিররা বসে বিড়ি খায়, নেশা করে আর ট্রেন আসলে তারা পৃথিবীর সবচেয়ে দুঃখি মানুষ তাই ভিক্ষা দেয়া বন্ধ করে দিয়েছি। একটা ফুল গ্রুপ আছে ৭ বছর থেকে ২৫ বছর পর্যন্ত এরা একসাথে থাকে একেক জনের কারো পা নেই, কারো হাত নেই সবার একই সমস্য ঘটনা টা আমার কাছে রহস্য জনক লাগে। আর যারা ট্রেনে বসে হকারদের থেকে মুড়ি চানাচুর ভাজা খান, তারা যদি দেখতেন ঘটনা, স্টেশনের প্লাটফর্মে মানুষ যেখানে বসে তার উপর ফেলে, পেয়াজ, সসা , টমেটো , আমড়া, পেয়ারা ভর্তা কাটছে পাটাতনে রেখে, কি বিশ্রি অবস্থা কাটছে আর বিড়ি খাচ্ছে, বাথরুমে যাচ্ছে আবার আসছে কাটছে,উফ তারপর যখন দেখি মানুষ ট্রেনে বসে বসে খুব মজা করে খাচ্ছে কেমন যে লাগে,
এগুলো আমার দীর্ঘ ৭ বছরের প্রতিদিন ২ বার করে ট্রেনে আসা যাওয়ার পথের অভিজ্ঞতা শেয়ার করলাম।
এই সব দেখার কেউ নেই আমাদের দেশে।
ধন্যবাদ আপনাকে।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই আপনি কি লোকাল ট্রেনে যান? যদি তাই হয় সেটা আলাদা! এটা আন্তঃনগর ট্রেন! এসবে এত্ত এত্ত ভাড়া গুনে আমরা এই সেবা পাচ্ছি! বুঝেন তাহলে কি অবস্থা? অথচ এসব রেলমন্ত্রী দেখেন না.........

৫| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: বাঙালী সর্ব্ংসহা, তাই এসব এতটা অভয়েই অহরহ ঘটছে। সবারই টু পাইস দরকার! :)

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু তাই বলে মানা যায় না এসব!

৬| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

মামুন ইসলাম বলেছেন: রেলমন্ত্রীকে উত্তর বঙ্গে একটা বিয়া করাইয়া দেন তাহলে সে যদি এসব নিয়ে ভাবে ✈পারলে এখন থেকে বিমানে চরার অভ্যাস করুন☺

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাআ ! আইচ্চা আপনি বিমানের টিকিটের টাকা দিয়েন কেমন!

৭| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৭

সঞ্জয় নিপু বলেছেন: না, আমি লোকাল থেকে শুরু করে আন্তঃনগর সব ট্রেনেই যাই, সব গুলোরই একই অবস্থা।
তিস্তা নামক একটা ট্রেনে তো ১ম শ্রেনীর কামরায় পারলে এসির মধ্যে বিড়ি ধরাইয়া দেয় অবস্থা। ছাগল,মুরগী, হাঁস, পাখি বস্তা তো সাধারন বিষয়। দেওয়ানগঞ্জ গামী এই ট্রেনে ১ম শ্রেনী এসি তে যাওয়ার মত লোক অনেক কম তাই এটেন্ডেন্ট সাহেব অল্প সল্প টাকার বিনিময়ে ৩য় শ্রেনীর যাত্রীদের কে ৩য় শ্রেনীর ভাড়ায় ১ম শ্রেনীতে বসতে দেয় যার কারনে এই অবস্থা।
আর রেল মন্ত্রী কি করবে বলেন ? কাল বিড়াল তো ভেতরেই আছে ।
ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!!!! কি আর করা............।

৮| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিচ্ছু করার নেই। জনসংখ্যার বিস্ফোরণ এসবের জন্য দায়ী।

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?

৯| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরে এরা তো হকার। ঢাকা চট্টগ্রামের আন্তঃনগরে যে স্ট্যান্ডিং টিকেট এর নামে বাসের মত মুখের কাছে যাত্রী দাঁড়িয়ে থাকে সেটা তো আরো বেশী বিরক্তিকর।

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাহলেই বুঝেন কি অবস্থা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.