নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একবার রাঁধুনি মা/বোন আর বাবুর্চীদের কথা ভাবুন তো...... আমার খুব কষ্ট হয় বুঝলেন...

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯

> যে যার মত করে গরমের কষ্ট আর শ্রমিকের কষ্টের কথা বলছেন...
কিন্তু একবার ভেবে দেখুন তো- এই গরমে সবচেয়ে বেশি জ্বলছে কে......?
> রাতের অস্বস্তিকর গরমে না ঘুমিয়ে সেই সাত সকালে উঠে-
পরিবারের সবার জন্য কয়েক পদের ৩ বেলার রান্না করতে আপনার মা - বোনেরা চুলার কাছে যাচ্ছে!
ভেবে দেখেছেন কখনো- একদিকে সূর্যের তেজ আর অন্যদিকে চুলার আগুনের তেজে রান্না করতে কতটা কষ্ট হয়---
তবু তারা তা করে যাচ্ছে-- কখনো গিয়েছেন সেই মা- বোনের কাছে- এক গ্লাস পানি/ শরবত/ স্যালাইন নিয়ে?
পাখা দিয়ে কখনো বাতাস করেছেন? খালি হাউ-কাউ করতেছেন ফেসবুকে--
রিকশাওয়ালাকে পানি খাওয়ানোর কথা ভাবছেন ( খারাপ না - ভালো বেশ ভালো)
কিন্তু একবার নিজের মা - বোনকে পানি খাওয়ানোর কথা ভাবুন তো--
>ভেবে দেখেছেন হোটেলের বা বাসার বাবুর্চিরা ইয়া বড় বড় চুলায়-
ইয়া বড় বড় ডেকে রান্না করে- কতটা জ্বলে তারা বোঝেন...?
>> হু আমার খুব কষ্ট হয়- যখন দেখি- মামনী রান্না করতে করতে গোসল হয়ে যাচ্ছে-
আমি তাকে সাহায্য করি তবু মনে হয় সেটা কম হয়! আমরা ম্যাজিক চুলায় রান্না করি- রান্না ঘরে চলে ফ্যান--
কিন্তু কারেন্ট না থাকলে যখন মামনী গ্যাসে রান্না করে-
মনে হয় রান্নার হাঁড়ি- পাতিল সব বাইরে ফেলে দেই- না খেয়ে থাকি--
খুব কষ্ট হয় যখন দেখি- পাশের বাসার প্রতিবেশীরা চুলার আগুনে জ্বলছে ...
>>আমাদের পুরো বাসায় আইপি এস এর লাইন আছে- আছে ঘরে ঘরে চার্জার ফ্যান--
তাই কারেন্ট চলে গেলেও আমাদের তেমন প্রব হয় না বাতাসের-
কিন্তু খুব কষ্ট হয় যখন দেখি- পাশের বাসার মানুষ হাস-ফাস করছে--
অথচ ভরসার নেতারা দিব্বি চুপচাপ বসে আছে---
লোডশেডিং এর মরণ জ্বালা দিয়ে-----------

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছো আপি
সত্য কথন

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কেউ এসব নিয়ে ভাবে না

২| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:০৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ম্যাজিক চুলা কি জিনিস?

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কারেন্টের চুলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.