নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকেরা আর কত জোচ্চুরিগিরি করবে.........?

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪৬

>অন্যদের দিয়ে খাতা দেখান বেশিরভাগ পরীক্ষক- আজকের ইত্তেফাক- শেষের পেজ!
কালকেই এই নিয়ে নিউজ এসেছিলো...ঘটনা রাজশাহী শিক্ষা বোর্ড!
> বোর্ডের বিভিন্ন পরীক্ষার খাতা কিছু শিক্ষক নিজে না দেখে অন্যদের দিয়ে দেখায় এই অনিয়ম বহুদিন থেকে চলে আসছে !
শুধু রাজশাহী না প্রতিটা বোর্ডেই এমন ঘটনা ঘটে- আজ প্রকাশ পেয়েছে রাজশাহীর কথা!!
>> শিক্ষকেরা আগের মত ঠিকমত ক্লাস নেয় না- প্রাইভেট/ কোচিং বাণিজ্য চালায় , প্রশ্ন ফাঁস করে,
যাদের প্রাইভেট পড়ায় তাদের নাম্বার বেশি দিয়ে প্লেসে রাখে -
এইসব বিভিন্ন অনিয়ম নিজের চোখে দেখা- নিজেও শিক্ষক ছিলাম বলে!
যখন-ই প্রতিবাদ করতে গেছে- তখন-ই শত্রু পিছে লেগে বারোটা বাজানোর চেষ্টা করছে!
>>কিন্তু এভাবে ছাত্র/ ছাত্রীদের সাথে অন্যায় করতে কি মানুষ গড়ার কারিগরদের একটু ও বাঁধে না...?
একটা বোর্ড পরীক্ষা, তার খাতা- এ হাত- ওহাত করে কত রদ- বদল করে পড়ে ছিলো- তা জানতে আজকের ইত্তেফাক পড়ুন...
এভাবে কত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়- খাতা যেমন তেমন করে দেখা হয়--
এরপর কেউ নাম্বার কম পেলে সেই খাতা মূল্যায়ন করতে ছাত্র/ ছাত্রীদের আবার টাকা গুনতে হয়-
এইটা ও একটা বাণিজ্য শুরু করেছে- বোর্ড এর লোকজন এবং শিক্ষকেরা.........
>>> মানুষ গড়ার কারিগররাই হয়েছে এক একটা অমানুষ ( ৯০% )
তাহলে তাদের হাত দিয়ে কি করে গড়ে উঠবে---
এক একটা সত্যিকারের মানুষ ?

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সত্য কথা আমিও এ নিয়ে লিখব ভাবছিলাম

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইসব দেখে দেখে কিভাবে মিথ্যে বলি ?

২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৫৮

কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটা খুব চিন্তার । দেশের শিক্ষা ব্যাবস্থায় এতটা গলদ থাকলে সেটা দেশের ভবিষ্যতের জন্য খুব ক্ষতি কর। বেশ কয়েক বছর ধরে প্রতিক্ষার প্রশ্নপত্র ফাস, খাতা দেখার ব্যাপারে শিক্ষকদের উদাসিনতা চরম সিমা পার কয়রে ফেলেছে । কিছু দিন আগে দেখলাম সরকারি কোন এক ব্যাংকের চাকরির প্রতিক্ষার প্রশ্ন পত্রও ফাস হয়েছে ।
আমাদের স্কুল কলেজের শিক্ষকেরা শ্রেণী কক্ষের থেকে বেশী প্রাইভেট এবং কোচিং এ পড়াতেই বেশী আগ্রহ বোদ করেন । ব্যাপারগুলোর পরিবর্তন দরকার , এভাবে চলতে পারে না !
ধন্যবাদ পোষ্টের জন্য ।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দিন দিন শিক্ষা ব্যবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে- এর পরিবর্তন দরকার নইলে ভবিষ্যৎ অন্ধকার!!

৩| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৭

সমাজের থেকে আলাদা বলেছেন: আমি শুধু বলি, শিক্ষক শব্দটির আগে কিছু বিশেষণ বসিয়ে নিন প্লিজ। সব শিক্ষক (আপনার দাবীর ১০ শতাংশের চেয়ে বাস্তবে অনেক বেশী) খারাপ নন, খারাপ শিক্ষকদের জন্য আপনি ভালো শিক্ষকদের অপমান করতো পারেননা।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি তো সবাইকে বলিনি--- !! ১০% রেখেছি ভালোর মধ্যে -- বাকিটা নিজের অভিজ্ঞতায় বলেছি-- যা দেখে এসেছি-- যা দেখছি--- শুনছি

৪| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: সবাই একই রকম নন, আমার মনে হয় আপনিওতো ভাল শিক্ষক ছিলেন। আর এই ব্যবস্থাটা চলে আসছে যুগের চেয়েও বেশী সময় ধরে।
শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছেন বুঝি?

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সবাই নয় ! ১০% রেখেছি তো তাদের জন্য! বাকিটা যা দেখেছি-- তার থেকেও কম করে বলেছি ভাই! হু ছেড়ে দিয়েছি জব.........।।

৫| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন, শিক্ষকসম্প্রদায় যদি একবার ভাবেন তো!!!

শুভকামনা রইল আপু।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাবা উচিৎ --- নইলে যেভাবে বাচ্চাদের মেধা নষ্ট করা হচ্ছে-- যাচ্ছেতাই সব ব্যাপার চলে আসছে এতে করে ভবিষ্যৎ একদম অন্ধকার

৬| ২৬ শে মে, ২০১৭ রাত ১:১৪

নতুন বলেছেন: সেবা খাত যখন ব্যবসায় পরিনত হয় তখন সেবা থাকেনা... সেটা লাভ করার ক্ষেত্র হয়ে যায়।

শিক্ষকরা এখন হিসাব করে কে কত বেশি প্রাইভট পড়ায় এবং কতটাকা আয় করে...

হাসপাতালে ডাক্তারা বেশি টেস্টদেয়/অপারেসন করে যাতে টাকা আয় বাড়ে...

:( এই অবস্তার পরিবত`ন কিভাবে হবে সেটা মাথায় আসেনা। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.