নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আশ্বিনা বৃষ্টি আর বৃষ্টিস্নাত ছাদবাগান--------------ইচ্ছে হলে দেখে যান ...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

আশ্বিনা বৃষ্টি আর বৃষ্টিস্নাত ছাদবাগান--
ইচ্ছে হলে দেখে যান ...
ছবি লোড নিতে যত টাইম লাগে-- মুঞ্চায় না আর ব্যাখ্যা দেই--



















মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

জাহিদ অনিক বলেছেন: মারিয়া-মালিহায় বৃষ্টি হল। দেখে গেলাম ইচ্ছে হল।



কিন্তু বৃষ্টিটা হলো কবে ?? আজ কাল তো হয় নাই !!


বৃষ্টি বিলাশ ভাল লাগলো

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমাদের এখানে গত ৩ দিন থেকে যখন তখন বৃষ্টি হচ্ছে ভাই--- ! মারিয়া/ মালিহা আমার জরুয়া আম্মি ( ভাগ্নি)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঘুরে গেলাম ছাদ বাগান, জলেভেজা ছবিগুলো দেখে মুগ্ধতা জানিয়ে গেলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান--------

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:



হাত, পা দুটোই সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই ভয় খাইছি- পচাইলেন কি না এই ভেবে---------

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

ইয়াশফিশামসইকবাল বলেছেন: হাত মোটা মুটি তবে পা সুবিধার নাহ...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন! পা দিয়ে কিক মারার অভ্যাস আছে খুব--

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

মোস্তফা সোহেল বলেছেন: সবাই দেখি হাত পা নিয়ে পড়েছে!!
আমার একটা প্রশ্ন আছে আপু!
মেয়েরা সবাই নখ বড় রাখে কেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার নখ বেশি বড় না----------

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

মিরোরডডল বলেছেন: kak ta eka boshe ache
meghla akash
ota beshi valo legeche

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু একাকী বিষণ্ণ কাক---

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

বেঙ্গল রিপন বলেছেন: চায়ের দাওয়াত দিলে দেখে যেতাম ছাদ বাগান

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আচ্ছা রইলো দাওয়াত------------

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

মলাসইলমুইনা বলেছেন: এখানে আজ ৯৫ ডিগ্রি গরম | জেলাস কিনা জানিনা | জের ছাদে বৃষ্টিতে ভিজছেন, ভিজুন কিন্তু পিছলে পড়ার হাত থেকে সাবধান ! আমিতো উদ্ভিদ বিজ্ঞানী না | গোলাপের নিচের ফুলটার (শেষ থেকে চার নং ফটো) নাম না জানালে চিনবো কেমন করে?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ কই থাকেন ভাই? ওটা নাইটকুইন এর কলি---

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

আকাশ ছোয়াঁ বলেছেন: কি যে বলি দেখে তো বেহুশ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই হুশ কি ফিরছে?

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোস্ট, ভাল লাগার কথা জানান দিয়ে গেলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান------------

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার হাত,চুড়ি,ফুল গাছ,বাড়ি সব আমার পরিচিত =p~ :-P =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু আমি অপরিচিত---- খুক খুক---

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: দারুন তাজা তাজা অনুভব !!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপিজি--- কেমন আছেন?

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন:






ঈপ্সিতা চৌধুরীর‘আশ্বিনা বৃষ্টি আর বৃষ্টিস্নাত ছাদবাগান---
-ইচ্ছে হলে দেখে যান’ পোষ্টে মন্তব্য-

তরতাজা ছাদে সব তরতাজা ভাবে
বেড়ে উঠা উদ্ভিদের সাথে তরতাজা মনে
বৃষ্টি জল স্পর্শ নিয়ে আনন্দে কিছুটা
সময় কাটানো বেশ স্মৃতিময়তার।
ঈপ্সিতা চৌধুরী পোষ্ট দারুণ বিষয়ে
সাজিয়ে চমৎকার করে তুলেছেন
দেখে ব্লগারেরা মুগ্ধ হয়েছেন বলে
অনুমিত, সে কারণে লাইক দিলাম।

অবশ্য আমার দৃষ্টি এড়িয়ে যায়নি
আপনার অনুভূতির মোহীয়তা ভরা
সুন্দরের প্রদর্শন মনমুগ্ধতায়।
এভাবে কাটিয়ে বেলা চকিত মনের
পুস্প কাননের সব ফুলেরা ফুটুক
বিলিয়ে শৌরভ শোভা অপার আনন্দে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌ কি সুন্দর করে শুভেচ্ছা জানিয়েছেন ভাইয়া! শুকরান শুকরান! ভালো থাকবেন!

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

সনেট কবি বলেছেন:





ঈপ্সিতা চৌধুরীর‘আশ্বিনা বৃষ্টি আর বৃষ্টিস্নাত ছাদবাগান---
-ইচ্ছে হলে দেখে যান’ পোষ্টে মন্তব্য-

মন্তব্যে নজর পড়ে দেখলাম দৃষ্টি
এড়ায়নি অনেকের হাত পা নখের
উপস্থিতি, তবে আমি এক্ষেত্রে নিরব
থাকতে চাই কারণ ভাষার অপ্রাপ্তি।
অনেক কিছুই দেখা গেলেও বলাটা
সমিচিন নয় জানি ক্ষেত্র বিশেষের
প্রেক্ষাপটে, এতে ঘটে কারো মনে তীব্র
ক্ষোভ একান্ত বিষয়ে মন্তব্য কারণে।

নজরুলের মতন বলবনা আমি,
‘তুমি সুন্দর সেজন্য চেয়ে থাকি’ দৃষ্টি
মেলে অপলক এতে অপরাধ হয়।
কি অপরাধ একাজে সেটা টেরপায়
অবশেষে কারো পিঠ, তাই বলবনা
কেমন দেখেছে দৃষ্টি সে সুন্দর দলে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ এসব ব্যাপান্নাহ-----------

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

হাসানুর বলেছেন: বাড়িতে আমারো নাইট কুইন ফুল গাছ আছে, আগে অনেক ফুল ধরত। এখন আমি নাই তাই যত্নের অভাবে তেমন ধরেনা।
টবে কাগুজি লেবু গাছ লাগিয়েছি কিন্তু ধরেনা ।
ছবিগুল সুন্দর হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার ছাদ বাগানে ফুল/ফল সবজি সব আছে---------- আগে আরো পোস্ট আছে এই নিয়ে-- ! ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

ভাবুক কবি বলেছেন:
দেখতে যামু বৃষ্টির মেলা
সুগন্ধের ঐ ফুলেল খেলা,
যাওয়ার জন্য পথ খুঁজি,
সুন্দরই যে আমার পুঁজি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াওওও চলে আসুন সময় করে----------

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

ইয়াশফিশামসইকবাল বলেছেন: হাতুরি দিয়ে পা দুই টা ছেচা দরকার...বদের হাডডি।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

আকিদা আফরোজ বলেছেন: ছবিগুলো ভাল হয়েছে.।বৃষ্টিকে মিস করতেছি। এত্ গরম এখন।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান--------- আমিও মিস করছি আজ এখন এখানেও খুব গরম!!

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: দেখে গেলাম সব। সুন্দর ছবি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান---------

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । প্রতিটি ছবি সুন্দর। দারুন !!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি!!!! চলে আসুন সময় করে আমার ছাদবাগানে!!

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন:



বৃষ্টি একটি আশীর্বাদ...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আবার কখনো কখনো----------

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:



ছাদ বাগানে বর্ষা ! দারুণ স্নিগ্ধতা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বেশ ভালো লাগে আমার এ স্নিগ্ধতা---------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.