নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কোথায় হারিয়ে গেলো - তিন গোয়েন্দা/ ওয়েস্টার্ন/ মাসুদ রানা সিরিজের দিনগুলো... :((

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬


কোথায় হারিয়ে গেলো - সুনীল,সমরেশ ,শীর্ষন্দু,বুদ্ধদেব
হুমায়ুন, নিতাই এর বই এ ডুবে থাকার সময়গুলো ... !
( আহ-- দূরবীন, গর্ভধারিণী, উত্তরাধিকার,কালবেলা,কালপুরুষ, মেমসাহেব,বাবলি, সাতকাহন, পার্থিব, পূর্ব-পশ্চিম, মানবজমিন , আহাআআ ) :((

এবং ------------------------
যে ছেলেটা প্রতিমাসে তার প্রেমিকাকে অন্তত একটা বই
বিশেষ করে--- ( তিন গোয়েন্দা,ওয়েস্টার্ন, মাসুদ রানা ) গিফট করে না...
সে আর যাই হোক - সাচ্চা প্রেমী হতে পারে না...
সে একটা বইপড়াচোরা... ফেসবুকে ডুবে থাকা মিচকা শয়তান.. ;)


বই পড়া নিয়ে কিছু গোপন কথা-------- :P
ক্লাস নাইনে থাকতে ( পাবনা গার্লস স্কুলে) একদিন স্কুলের কোন এক মেয়ের প্রেম কাহিনীর কারনে স্কুল ব্যাগ সার্চ করা হয় সবার কোন প্রেমপত্র আছে কি না! দুর্ভাগ্যক্রমে সেদিন আমার ব্যাগে পাওয়া যায়- তিন গোয়েন্দার বই! বই জব্দ করা হয়, অভিভাবক তলব করা হয়! একটু হলেই স্কুল থেকে বহিষ্কৃত হতে হতে বেঁচে যাই!!
তিন গোয়ান্দা, ওয়েস্টার্ন, মাসুদ রানার এই ভক্ত আমার কালেকশনে এদের কোন বই নেই! সব বই বন্ধুদের এবং পরিচিতজনদের কাছ থেকে নিয়ে পড়া! সে সময়ে ওয়েস্টার্ন, মাসুদ কে বড়দের বই বলা হত! আর যেহেতু স্কুলে বই ধরা পড়ে তাই এসব বই নিষিদ্ধ ছিলো আমার জন্য! কিন্তু চুপি চুপি আমি ঠিক পড়তাম!
সুনীল, সমরেশ,শীর্ষেন্দু কার কোনটা বই আমারে জিগাইলে কইতে পারুম না, এ এক আজিব প্রব আমার! অথচ নেশাখোরের মত আমি তাদের বই পড়তাম! আর হুমায়ুন এর বই পড়তে পড়তে বলতাম- ধ্যাত্তুরি ইনকমপ্লিট রাইটার একটা!!
বড়বেলায় মানে অনার্স/ মাস্টার্স এর সময় পরীক্ষার আগের রাতেও ওয়ারড্রব থেকে কাপড় বের করছি এই ভান করে এক পাতা হলেও তাদের বই পড়েছি... মানে সে সময় প্রতিদিন গল্পের বই পড়াও একটা নেশা ছিলো...
প্রতিটা বই এ আলাদা মলাট লাগিয়ে পড়তাম, নিজের কিংবা অন্য কারো! কাউকে নিজের বই দিলে তাতে মলাট লাগিয়ে দিতাম আর তাই আজ আমার সব বই চাইলে নতুন করে বিক্রি করা যাবে... একদম ঝকঝকে---
প্রচুর রূপকথার বই পড়েছি এন কালেকশনে আছে, বড়বেলাতেও বাপি আমাকে সেসব বই কিনে দিত...! বিভিন্ন রেল/বাস ষ্টেশন থেকে বই কিনেছি অনেক...
এবং পরিবারের লোকজনদের বলেছিলাম- বিয়া করলে সবাই যেন আমারে বই আর গাছ গিফট দেয়-- অন্য কিছু দিলে সব পাক্কা মাইরা ফালাই দিমু বিশেষ করে গোল্ড যদি কেউ দেয়----------
কোথায় হারিয়ে গেলো - সুনীল,সমরেশ ,শীর্ষন্দু,বুদ্ধদেব
হুমায়ুন, নিতাই এর বই এ ডুবে থাকার সময়গুলো ... !
( আহ-- দূরবীন, গর্ভধারিণী, উত্তরাধিকার,কালবেলা,কালপুরুষ, মেমসাহেব,বাবলি, সাতকাহন, পার্থিব, পূর্ব-পশ্চিম, মানবজমিন , আহাআআ ) :((

এবং ------------------------
যে ছেলেটা প্রতিমাসে তার প্রেমিকাকে অন্তত একটা বই
বিশেষ করে--- ( তিন গোয়েন্দা,ওয়েস্টার্ন, মাসুদ রানা ) গিফট করে না...
সে আর যাই হোক - সাচ্চা প্রেমী হতে পারে না...
সে একটা বইপড়াচোরা... ফেসবুকে ডুবে থাকা মিচকা শয়তান.. ;)


বই পড়া নিয়ে কিছু গোপন কথা-------- :P
ক্লাস নাইনে থাকতে ( পাবনা গার্লস স্কুলে) একদিন স্কুলের কোন এক মেয়ের প্রেম কাহিনীর কারনে স্কুল ব্যাগ সার্চ করা হয় সবার কোন প্রেমপত্র আছে কি না! দুর্ভাগ্যক্রমে সেদিন আমার ব্যাগে পাওয়া যায়- তিন গোয়েন্দার বই! বই জব্দ করা হয়, অভিভাবক তলব করা হয়! একটু হলেই স্কুল থেকে বহিষ্কৃত হতে হতে বেঁচে যাই!!
তিন গোয়ান্দা, ওয়েস্টার্ন, মাসুদ রানার এই ভক্ত আমার কালেকশনে এদের কোন বই নেই! সব বই বন্ধুদের এবং পরিচিতজনদের কাছ থেকে নিয়ে পড়া! সে সময়ে ওয়েস্টার্ন, মাসুদ কে বড়দের বই বলা হত! আর যেহেতু স্কুলে বই ধরা পড়ে তাই এসব বই নিষিদ্ধ ছিলো আমার জন্য! কিন্তু চুপি চুপি আমি ঠিক পড়তাম!
সুনীল, সমরেশ,শীর্ষেন্দু কার কোনটা বই আমারে জিগাইলে কইতে পারুম না, এ এক আজিব প্রব আমার! অথচ নেশাখোরের মত আমি তাদের বই পড়তাম! আর হুমায়ুন এর বই পড়তে পড়তে বলতাম- ধ্যাত্তুরি ইনকমপ্লিট রাইটার একটা!!
বড়বেলায় মানে অনার্স/ মাস্টার্স এর সময় পরীক্ষার আগের রাতেও ওয়ারড্রব থেকে কাপড় বের করছি এই ভান করে এক পাতা হলেও তাদের বই পড়েছি... মানে সে সময় প্রতিদিন গল্পের বই পড়াও একটা নেশা ছিলো...
প্রতিটা বই এ আলাদা মলাট লাগিয়ে পড়তাম, নিজের কিংবা অন্য কারো! কাউকে নিজের বই দিলে তাতে মলাট লাগিয়ে দিতাম আর তাই আজ আমার সব বই চাইলে নতুন করে বিক্রি করা যাবে... একদম ঝকঝকে---
প্রচুর রূপকথার বই পড়েছি এন কালেকশনে আছে, বড়বেলাতেও বাপি আমাকে সেসব বই কিনে দিত...! বিভিন্ন রেল/বাস ষ্টেশন থেকে বই কিনেছি অনেক...
এবং পরিবারের লোকজনদের বলেছিলাম- বিয়া করলে সবাই যেন আমারে বই আর গাছ গিফট দেয়-- অন্য কিছু দিলে সব পাক্কা মাইরা ফালাই দিমু বিশেষ করে গোল্ড যদি কেউ দেয়----------

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আজকে কী আপনার অফিস ছুটি ? পারলে আরো কয়ডা পোষ্ট দেন; একটু মনোযোগ দিয়ে পড়ি ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খ্যাপেন কেন ভাইমণি? আজ তো দুপুরে একটা পোস্ট দিয়েছি আর এখন! বাকি কালকের আলোচিত ব্লগের পোস্ট মনে হয় ঘুরতেছে --- ! বি কুল্লল্ল

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মলাসইলমুইনা বলেছেন: রাতে ঘুমুতে যাওয়ার আগে প্লিজ জানান যে এখনো সেবা প্রকাশনী আছে কি না আর তারা আগের মতোই বই প্রকাশ করে কি না ? মাসুদরানা বের করে কি না ? সেবা প্রকাশনী নিয়ে আমার অনেক স্মৃতি | আমার লেখাজোখার প্রথম টাকাটা পেয়েছিলাম তাদের একটা মাসিক বা সাপ্তাহিক পত্রিকা বের হতো একসময় (নামটা ভুলে গেলাম) সেটাতে লেখা থেকে |

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আছে ভাই এখনো! তিন গোয়েন্দা বের হয় জানি! আর মাসুদ না কি মাসে এখন বের হয় না এক ভাই বললো! আসলেই এসব স্মৃতি ভোলার নয়!! কি করেন এখন?

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জীবনে প্রথম শুনলাম কোন মেয়ে গোল্ড পাক মাইরা ফালাব!!!

বই পড়ার কাহিনী ভালোই লাগলো।

আমি ছেলেবেলায় যাই দু একটা পড়তাম, একবার পড়া শুরুকরলে সেই গল্প শেষ না হওয়া পর্যন্ত নাওয়া খাওয়া বাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম সত্যি কথা! আমাদের ৩ জনের ( মামনী/ ছোটি ( বোন) এন আমি ) কেউ গোল্ড পছন্দ করি না! আমকে কেউ গোল্ড গিফট করবে এইটা ভাবলেই আমার মাথা খারাপ হয় ! হু ভাই আমিও এক সময় নাওয়া-খাওয়া ভুলে গল্পের বই এর পিছে ছুটেছি!

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: প্রায় দশ বছর ধরে সেবার বই পড়ি না। বাতিঘর আর আদির বই পড়ি। তাঞ্জিম রহমান আর সৈয়দ অনির্বান এখন প্রিয় লেখক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌ পুরনোর জায়গায় নতুন কেউ এসে গেছে! আমি কেন যেন তাদের ভুলতে পারি না

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তিগো এখনো বের হয়। তবে এখন আর সেই আগের এডাপশন নেই। স্কুবি ডু, গুজ বাম্পস এগুলা থেকে এডাপশন করে। কই সেই থ্রি ইনভেস্টিগেটরস, হার্ডি বয়েজ, ফেমাস ফাইভ আর কই এগুলা !! :((

মাসুদ রানা এখনো চলছে। একেবারে পচে যায় নাই।

ওয়েস্টার্ণ বের হয় বেশ ভাল ভাল। এই জনরা টা অবহেলিত রয়ে গেল।

যত যাই হোক, সেবা আমাদের অনেক কিছু দিছে, দিয়েও যাচ্ছে। এখন অনুবাদ বেশি চলতাছে। ভালো ভালো অনুবাদ বের হচ্ছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসস অনেক তথ্য দিয়েছেন ভাই! জানা হলো, ভালো লাগলো! নেশা কেটেছে এই মরার ফেসবুকের কারনে কিন্তু খুব মনে পড়ে সেসব দিন! ভেবে অবাক হই ক্যামনে বদলে গেলাম!! এখন যা পড়ি তা এই মুখবই ( ফেসবুক) সব পড়া যেন এখানেই!

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

মলাসইলমুইনা বলেছেন: দেই না হয় একটু ফাঁকি,
একটুখানি লুকিয়ে থাকি !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আচ্ছা থাকুন তবে!!

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেবা'র বই যত পেরেছি কালেকশন করে রেখে দিয়েছি আমার ছেলেকে (অবশ্যই যখন পড়ার উপযুক্ত হবে) পড়ানোর জন্য। কম্পিউটারে ও আইপ্যাডেও ই-বুকের কালেকশন নেহায়েত খারাপ নয়। আর এই যে আমি আপনাদের সামনে লেখার সাহস দেখাতে পারছি তা একমাত্র সেবা'র অবদান বলেই আমি মনে করি। যদিও এখন আর পড়ার সময় করে উঠতে পারি না। আর হুমায়ুন আহমেদের ব্যাপারে আপনি যা বলেছেন তার সাথে আমি আরও একটু যোগ করে বলতে চাই-তিনি শুধু ইনকমপ্লিট লেখকই ছিলেন না, তার বইতে আমি শেখার মত, জানার মত কিছুই পাইনি, তাই কয়েকটার বেশী পড়ার ইচ্ছে হয়নি (সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, হুমায়ূনভক্তরা ক্ষেপবেন না)। এছাড়া অন্যান্য লেখকের লেখাও কমবেশী পড়েছি কিন্তু সেবা'ই আমার প্রথম ও একমাত্র ভালবাসা ছিল, আজও আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই ভাই-- কি দিন ছিলো সেসব! খুব ভালো করেছেন! কিছুদিন পর হয়ত এ যুগের বাচ্চুরা জানবে না - তিন গোয়েন্দা/ ওয়েস্টার্ন / মাসুদের কথা! তবে ইনকমপ্লিট রাইটার বললেও হুমায়ুন এর বই পড়তে বেশ ভালোই লাগে আমার!

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

এডওয়ার্ড মায়া বলেছেন: আজকাল আপনার বিয়ে করার ইচ্ছেটা প্রবল আকারে দেখতে পাচ্ছি :-P :`> :-P
শেষ মেষ বন্যার্তদের সাহায্য দেবার সময় যে প্রপোজালটা এসেছিল তাকেই বিয়ে করবেন !
এনিওয়ে - বিয়ে দিন তারিখ ঠিক হইলে জানাইয়েন,দাওয়াত দিতে হবে না।বই গিফট নিয়ে হাজির হয়ে যাব =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক সব খববর রাখেন দেখি ----------- দেখা যাক কপালে বিয়া আর বর আছে কি না! দিমুনে দাওয়াত-----------

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মলাসইলমুইনা আপনি সম্ভবত রহস্য পত্রিকায় লিখে ইনকাম করছিলেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়তবা----------

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

সেয়ানা পাগল বলেছেন: ৯৩-৯৪' সালে রামপুরা মার্কেটে একটা বুক লাইব্রেরী থেকে টাকা জমা দিয়ে বই ভাড়া করে নিয়ে পড়তাম। লেখাটা পড়ে সেই স্মৃতি মনে পড়ে গেল।
হুমায়ুন আহমেদ এর উপন্যাস গুলো হল অনন্ত জলিল এর সিনেমার মত, সিনেমা হল থেকে মুভি দেখে বেরিয়ে এক লাইন ডায়লগ ও মনে থাকে না কিন্তু দেখার সময় ফুল মজা পাবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহাআ হু সে সময় বই ভাড়া ও পাওয়া যেত--- কত মজার দিন ছিলো--- ! আমার কাছে হুমায়ুন এর বই বেশ ভালোই লাগতো---

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

তার ছিড়া আমি বলেছেন: পুরনো কথা মনে করিয়ে দিলেন। আহ্ কতোইনা ভাল লাগতো তখন। আমিতো মাসুদ রানা, তিন গোয়েন্দা ও ওয়েস্টর্ণ এর বই বন্ধুদের থেকে চুরি করেও পড়েছি। পড়া শেষে অবশ্যই ফেরৎ দিয়েছি। নাওয়া-খাওয়ার কত অনিয়ম হয়েছে, তার কোন হিসেব নেই।
আনোয়ার হোসেনের "হেল কমান্ডো" বইটি আমার বিশেষ ভাল লেগেছে, একটি ছেড়া কপি আমার সংগ্রহে ছিল। হঠাৎ হারিয়ে গেল, আর পেলাম না। আজো তাকে খুজে ফিরি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! কি ছিলো এক একটা দিন!! এর ওর কাছ থেকে বই এনে লুকিয়ে পড়া-- নাওয়া খাওয়া ভুলে যাওয়া--- আহাআ

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: আশুতোষ আর বিশেষ করে নিমাইর লেখাগুলি মনছুয়ে যেত।। কপালের লিখনও হয়ে গেল সেই মনছোয়া গল্পের বস্তবতায়।।
ধন্যবাদ একটু পিছনে নিয়ে যাওয়ার জন্য।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেসব যে ভোলার নয় ভাই--------------

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: এখনও মাঝে মাঝে বই পড়ি। কিন্তু সেই আগের দিনের মত মজা পাই না।
দুপুরে বিছানায় শুয়ে বই পড়া কি যে মজা ছিল।
অগ্নিরথ-গর্ভধারিনী বই গুলো অসাধারন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার তো নেশা ছুইটা গেছে---

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

আখেনাটেন বলেছেন: কলেজ লাইফে কতরাত যে এই সেবা প্রকাশনীর বই পড়ে ধ্বংস করেছি তা গুণে শেষ করা যাবে। মাসুন রানা, ওয়েস্টার্ন, অনুবাদ,রহস্য পত্রিকা গোগ্রাসে গিলেছি। সেইসব দিন মনে করে দিয়ে নস্টালজিয়ায় ফেলে দিলেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুব মিস করি সেসব দিন!! এখন তো মুখবই ( ফেসবুকে) পড়ি!! অথচ সে সময় এক একটা দিন ছিলো এসব বই এ ডুবে থাকার দিন!!

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

উদাস মাঝি বলেছেন: আমার প্রথম প্রেম ছিল ওয়েস্টার্ন, এরপরে হুমায়ন, সমরেশ, সঞ্জিব, সুনিলদের সাথে পরিচয় ।

কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিনগুলি /:)

আপনি ভাল না, পুরান সৃতি মনে করায়ে দিলেন :(

ভাল থাকবেন :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমার ফাঁসি চাই!! আসলে এসব মনে পড়ে খুব এখন ভাই তাই--

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

ডার্ক ম্যান বলেছেন: আপনার বিয়ে হয়ে গেছে না হবে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়নি-- হবে কি না জানি না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.