নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চিঠির ভাঁজ খোলার আনন্দটুকু কোথায় হারিয়ে গেলো............ |-)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২



কোথায় হারিয়ে গেলো হলুদ খাম হাতে পাওয়ার অপেক্ষার দিনগুলি? যে খাম হাতে পাওয়ার পর অদ্ভুত একটা শিহরণ হত শিরায় শিরায় ... এরপর খামের মুখ খোলার শিহরণ ... ভেতর থেকে ভাঁজ করা চিঠি বের করা... উপস... চিঠির ভাঁজ খোলার কি এক অদ্ভুত শিহরণ ছিলো... আহা...
কখনো রঙ- বেরঙের খামে আর রঙ বেরঙের কাগজে কত না কথার ফুলঝুরিতে এক একটা চিঠি যেত বন্ধু মহলে আর পরিচিত জনদের কাছে-- অপেক্ষা থাকতো কখন উত্তর আসবে! কারেন্ট এফেয়ার্স এ পুরষ্কার জেতার কারনে ঠিকানা অনেকের কাছে যায় সে সময় বাসায় চিঠি আসার জন্য কত বকা খাইছি! এরপর তো ফাত্রাদের চিঠি আসার বকা ( মানে প্রেমিক পোলাপাইন) ! সে সময় কারেন্ট এফেয়ার্স এর বন্ধুদের চিঠির জন্য কত বন্ধুদের ঠিকানা ইউজ করেছি! আহা... কত চিরকুট ( দুষ্টু পোলাপাইনদের) যে টয়লেটে কুঁচি কুঁচি করে ফেলছি...
খুব যত্নে রাখতাম সেসব চিঠি! এমন ভাবে প্যাকেট করে রাখতাম মনে হতো টাকার প্যাকেট! রংপুরে আমাদের বাসায় যখন চুরি হয়, সব জিনিসপত্র এলোমেলো করার সাথে সাথে চোরেরা চিঠির এক একটা প্যাকেট খুলে ঘরময় চিঠি করে দেয়! লোকজন সহ + পুলিশ সেই চিঠি দেইখা অবাক হয়! ( চোরেরা প্যাকেটগুলো টাকার মনে করেছিলো )
এখন আর কেউ লিখে না ... কেউ সেই চিঠির ভাঁজ খোলার আনন্দটুকু দেয় না...

এবং-------------------------

# যে ছেলেটা তার প্রেমিকাকে ...
সপ্তাহে একটা চিঠি কিংবা মাসে একটা
কিংবা প্রতি অকেশনে একটা করে চিঠি লিখে না...
কিংবা যে ছেলেটা তার প্রেমিকাকে রোজ একটা চিরকুট দেয় না...
সে আর যাই হোক সাচ্চা প্রেমি হতে পারে না--
সে একটা বফ... মফ... কফ... ইয়াক...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


কোথায় হারিয়ে গেল হলুদ খামে ভরা খবর গুলো.....
ভাবতেই থমকে দাঁড়াই বুকে হয় চিনচিন ব্যথা শুরু।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুব মিস করি-- আমি এখন এফবিতেই নোটে অনেক চিঠি লিখি-- !

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: চিঠির ভাঁজ খোলার আনন্দটুকু এখন আর নেই ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম-ই নেই ভাইয়া----

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: কত দিন হলুদ খামে চিঠি আসে না।
পুরানো দিনের কথা মনে করিয়ে দিলেন আপু।
আমার কাছে এখনও অনেক চিঠি খুব যত্নে তোলা আছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার ও সব আছে ভাই! উপরের ছবিটা আমার চিঠির--! কোথায় গেলো সে সব দিন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.