নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চেইন স্মোকার এমন কেউ কি আছেন......... ? X((

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

> যিনি স্মোক করে বেশ ভালো আছেন? যার ফুসফুসে কখনো কোন সমস্যা হয়নি যার শ্বাস কষ্ট হয়নি, দীর্ঘদিন কাশি রোগে যিনি ভোগেন নি?
> কেন রে ভাই? এমন জিনিস আপনারা খান যাতে ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না! চোখের সামনে বেশ কয়েকটা চেইন স্মোকার কে ফুসফুসের ক্যান্সার জনিত রোগে ধুঁকে ধুঁকে মরতে দেখলাম! অথচ এদের ভাষ্য ছিলো এমন- “ খাওয়ার মধ্যে তো এই একটা জিনিস-ই খাই” ! কি আজিব নেশা!! মরণ এর ভয় ও যাদের সেই নেশা থেকে ছোটাতে পারে না!
>> গতকাল রাতে বাপির খুব কাছের এক বন্ধু ( হিন্দু) মারা গেছেন ধুঁকে ধুঁকে ! যিনি আমাদের পরিবারের সুখ- দুখের, বিপদের সাথী ও ছিলেন! চেইন স্মোকার ছিলেন তিনি! কেউ তার সেই নেশা ছোটাতে পারেন নি! বললেই তিনি বলতেন- খাওয়ার মধ্যে তো এই একটা জিনিস ই খাই! গত কয়েক মাস আগে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে, এরপর গলা থেকে মাথা সব জায়গায় তা ছড়ায়! কি যে কষ্ট পেয়েছেন তা বলার মত নয়! প্রথমে ক্যামো এরপর রেডিও থেরাপি দেয়! মাস দেরেক আগে এক আঙ্কেলের মেয়ের বিয়েতে তাকে লাস্ট দেখেছি, তখন ও তার থেরাপি চলছিলো, তবুও তার চোখে মুখে তখন বাঁচার কি ইচ্ছে দেখেছি ... অথচ ভালোভাবে বেঁচে থাকার সমস্ত পথ তিনি নিজেই শেষ করে রেখেছিলেন!
>>> এর থেকে বড় কথা- ক্যান্সার এমন একটা রোগ, যা শুধু রোগীকে না তার আশে পাশের সবাইকে মাইরা রেখে যায়, যাদের ঘরে ক্যান্সারে কেউ মারা গেছে তারা এই চরম সত্যটা জানে!! এর থেকেও চরম সত্য- ক্যান্সারের রোগীর লাস্ট স্টেজ এতটা কষ্টের হয় যে তার পরিবারের লোকজন সেই কষ্ট দেখে - তার মরে যাওয়াকেই শ্রেয় বলে মনে করে! গত বছর নভেম্বরে আমার নানাকে এই রোগে হারিয়েছি ( খাদ্যনালীতে ক্যান্সার হয়েছিলো তার) ! শেষের দিকে এত কষ্ট পেয়েছে যে সবাই চেয়েছে আল্লাহ্‌ তাকে তুলে নিক!!
>>> এই কারনেই বলছিলাম- যারা চেইন স্মোকার তারা কতটা ভালো আছেন? কতটা ভালো থাকেন এই গু- গোবর খেয়ে? কেন নিজেদের ক্ষতি নিজেরা করেন+ অন্যদের ও ভোগান? দিনে ২/১ টা বিড়ি মুখে দিয়ে কিংবা একের পর এক বিড়ি খেয়ে যারা নিজেদের স্মার্ট মনে করেন আসলেই কি আপনারা স্মার্ট?

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধূমপান করা আর মাদক সেবন করা একই কথা। মাদকাসক্তির মতো ধূমপানের নেশাও ছাড়া যায় না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি ভাই! অথচ মরণ আছে জেনেও এরা এটা ছাড়ে না!!!

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: বিড়ি উপ্রে ওঠার সিড়ি !!



আই লাভ ইউ বিড়ি !!! :P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার মাথায় ভাঙ্গা দরকার উপ্রে ওঠার সিঁড়ি !!!

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

তাতিয়ানা পোর্ট বলেছেন: Gondho ashe..yaak!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু গন্ধ এটা ক্ষতিকারক ও বটে!!!

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ধুমপান, মাদকাসক্তির প্রথম সিঁড়ি। সারাদেশে সর্বত্র মাদক ছড়িয়ে পড়ছে। মাদক ব্যবসার লাগাম ধরার কেউ নাই। ভবিষ্যত প্রজন্মকে নিরাপদে রাখার জন্য কিছু করা প্রয়োজন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কিন্তু কেউ এসব দেখে না!! আর যারা এসব খায়, টানে তারাও তো কম না , জেনেশুনে বিষ পান করে!!

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

অর্থনীতিবিদ বলেছেন: না, যারা বিড়ি বা সিগারেট খায় তারা একেবারেই স্মার্ট না। ক্ষতিকর এগুলো না খাওয়ার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
কিন্তু তারা বোঝে না ভাই-------- নিশ্চিত ক্ষতি জেনেও তারা নেশা করে যায়!!

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন আপু, এত এত বিজ্ঞাপন, চোখে দেখা কত কষ্ট তার পরেও স্মোক কমছে না ! সত্যিই এটা সর্বনাশী নেশা...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অথচ এসব স্মোকারের আর নেশাখোরের সংখ্যা কমে না!! বাড়ছে দিন দিন!!

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

উদাস মাঝি বলেছেন: গু- গোবর ইয়াক :-&

যেনারা বিড়ি সিগারেট খান না তাদের বুঝি ক্যানসার হৃদরোগ হয় নাহ ? ;)

বিড়ির মত আপন জিনিশ আছে নাকি,আবার !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু--- আপনি ওই গু-গোবর খান আর জাহান্নামে যান--- ! হবে না কেন? সেটা জানার বাইরে থাকে! কিন্তু বিড়ি খেলে ক্ষতি হয় এটা তো জানা তাই না?

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

শকুন দৃিষ্ট বলেছেন: I Trust On Cigarettes Than Girls, Because, I Am Ready To Damage My Lungs But Not My Heart!!!

If you don't wanna see me smoking, then you better find other ways to keep my lips busy!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহ্‌ কি চমৎকার !! আপনি সেই বিশ্বাস নিয়েই থাকুন-- আর বিড়ির উপর আস্থা রাখুন!

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

প্রামানিক বলেছেন: বিড়ি খাইনে দেখে অনেকে আমাকে আনস্মার্ট বলে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বলুক !! আন স্মার্ট থেকে যদি ভালো কিছু হয় হোক--

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

শকুন দৃিষ্ট বলেছেন: হুম্‌ম! আস্থা শতভাগ। কারন, শত আপদ-বিপদ, লাথ্বি-গুতা খেয়েও বিড়ি আমাকে ছেড়ে যাচ্ছে না যতক্ষণ আমি তাকে না ছাড়ছি। কিন্তু, নারী - সে তো এক বেদনাদায়ক অধ্যায়। তা আর নাই বা বলি।

তবে, যারা এটা খাননা তারা দয়া করে ছুয়েও দেখবেন না, প্লীজ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু থাকেন--- সেই আস্থা নিয়ে এরপর কি হয় জানাইয়েন! ও হ্যাঁ শেষের কথাটা ভালো বলেছেন!

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

জাহিদ অনিক বলেছেন: সিগারেট খাওয়ার চেয়ে গাঁজা খাওয়া ভাল। গাঁজা একপ্রকার হারবাল মেডিসিন। গাঁজার থেকে আবার মদ খাওয়া ভাল, বিয়ার খাওয়া ভাল। হুইস্কি খাওয়া ভাল। রাতে খাওয়ার পরে হালকা রেড ওয়াইন খেলে হৃদপিণ্ড ভাল থাকে।


কাজী নজরুল তাই বলে গিয়েছেন,


গিন্নির চেয়ে শালী ভালো মেসোর চেয়ে মামা।
আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা।।
একশালা সে দোশালা আচ্ছা, চন্ডুর চেয়ে গাঁজা,


৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই সব ই ভালো!! এর থেকে ও ভালো ওর থেকে সে ভালো-----------

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

আ্যাডোনিস. বলেছেন: ভয় পেয়েছি পড়ে।টা টা বিড়ি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রিয়েলি? না কি ফান করছেন?

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাদকে আসক্তির প্রথম ধাপ ধুমপান

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কিন্তু কেউ তা মানে না----------

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

শকুন দৃিষ্ট বলেছেন: লেখক বলেছেন: এরপর কি হয় জানাইয়েন!

এরপর তো নাই হয়ে যাব ওপারে, এবং তার কারনও তো ঐ বিড়ি(আপনার মতে)। জানাব কিভাবে? আছে কি কোনো উপা্য় এপার-ওপার করার?

লেখক বলেছেন: এরপর কি হয় জানাইয়েন!

এরপর তো নাই হয়ে যাব, চলে যাব ওপারে, এবং তার কারনও তো ঐ বিড়ি(আপনার মতে)। জানাব কিভাবে? আছে কি কোনো উপা্য় এপার-ওপার করার?

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই ক্যামনে মজা করতেছেন এর ক্ষতিকারক দিক আছে এইটা জেনেও?

১৫| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আমি তো সিগারেট খাওয়া শুরু করেছি ১৭ বছর হয়ে গেল।

সুনীল, হুমায়ূন আহমেদ, আইনস্টাইন, বঙ্গবন্ধু- সিগারেট খাওয়া লোকের সংখ্যা বলে শেষ করা যাবে না।

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছুই হয়নি এ পর্যন্ত !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.