নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অঙ্গটা গোপন অঙ্গ কিন্তু অসুখটা গোপনের নয়.........

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

> মেয়েদের স্তন, যোনী, জরায়ু বিষয়ে কিছু লিখতে গেলে কিংবা পিরিয়ডের কথা লিখতে গেলেই এক শ্রেণীর পুরুষ হই হল্লা করে বলে- এসব গোপন অঙ্গ নিয়ে কথা বলার দরকার কি! গোপন অঙ্গ গোপন থাক!! কি মানসিকতা!
> অথচ এই গোপন অঙ্গের গোপনীয়তার কারনেই দেশে হাজার হাজার নারী মারা যাচ্ছে স্তন/ জরায়ু ক্যান্সারে! আক্রান্ত ৭০ ভাগ নারীই মারা যায় বিনা চিকিৎসায়! কারন কি জানেন? তারা সেই গোপন অঙ্গের অসুখের কথা মুখ ফুটে কাউকে বলে না! যখন একদম লাস্ট স্টেজ আসে তখন উপায় না দেখে বলে! ফয়াফল- মৃত্যু !
> আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস! ইত্তেফাক এর ৩য় পেজে একটি লেখায় এসেছে “ আক্রান্ত বেশির ভাগ রোগীই মারা যায় বিনা চিকিৎসায় “ কারন অসুখ গোপন করা!
>> ওই যে আমাদের শেখানো হয়েছে স্তন/ যোনী/ জরায়ু এসব গোপন অঙ্গ ! এসব নিয়ে কারো সাথে কথা বইলো না! তাই সেই ছোটবেলা থেকেই এই গোপন অঙ্গ গোপনের সাথে সাথে এর কোন অসুখ হলে সেটাও মেয়েরা গোপন করে যায়! তাদের শেখানো হয় না- “ অঙ্গটা গোপন কিন্তু অসুখটা গোপনের নয়!
>>> এই আমি আমার এক বান্ধবী/ শিক্ষক/ প্রতিবেশীকে দেখেছি কি কষ্ট আর যন্ত্রণা নিয়ে তারা স্তন ক্যান্সারে মারা গেছে!তারাও গোপন করেছিলো, এরপর লাস্ট স্টেজে ধরা পড়ে, এরপর থেরাপি তারপর অসহ্য যন্ত্রণা নিয়ে তারা চলে যায় ওইপারে! অথচ প্রথম থেকেই সচেতন হলে বাঁচলেও কেউ বাঁচতে পারে!
>>>> তাই বলছিলাম- হে মহান পুরুষেরা নারীর স্তন/ যোনী/ জরায়ু/ পিরিয়ড এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে যদি কিছু লেখা আসে আপনারা ফাল পারিয়েন না! বরং সহযোগিতা করুন! ও হ্যাঁ - ছেলেরা নিঃসংকোচে নিজের মা/ বোন/ বউ কে সচেতন করুন... যেন তারা এই গোপন অঙ্গের কোন অসুখকে গোপন না করে! কারন প্রাথমিক পর্যায়ে স্তন বা জরায়ু ক্যান্সার ধরা পড়লে ৯০ শতাংশ নিরাময় সম্ভব ! আবার পিরিয়ডকালীন সচেতনতা শহুরে জীবনে থাকলেও গ্রামীণ জীবনে এখনো মেয়েরা কাপড় গুঁজে সেই সময় পার করে! এই ব্যাপারে যখন-ই কেউ প্যাড এর ব্যবহার নিয়ে লিখেছে, কিংবা সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতে গেছে তখনো দেখেছি এক শ্রেণীর পুরুষ লিখেছে- প্যাড এর কথাও কইতে হইবো!! হা মরণ! এই যামানার মানুষগুলো নামেই শিক্ষিত কিন্তু কামে না-- পিরিয়ড এর সময় প্যাড ব্যবহার করা কিংবা সে সময়ের সচেতনার লক্ষে কাজ করাও যে একটা শিক্ষার মধ্যে পড়ে তা ওই ফাল পারা পুরুষেরা বোঝে না!!
>>>> যাক গা-- লিস্টের মেয়েদের বলবো- অঙ্গটা গোপন অঙ্গ হতে পারে কিন্তু অসুখটা গোপনের নয়! তাই নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন! স্তনে কোন প্রকার অস্বাভাবিকতা দেখা দিলে সাথে সাথে পরিবারের কাউকে জানিয়ে ডাক্তারের পরমার্শ নিন... যদি বাঁচতে চান এসব গোপন অসুখ থেকে তবে তা গোপন না রেখে নির্দ্বিধায় বলে দিন ডাক্তারের কাছে!! নিজে ভালো থাকুন অন্যকেও সচেতন করুন!

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ ভাল কথা বলেছেন।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান পাশে থাকার জন্য!

২| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসুখের ক্ষেত্রে গোপনীতা বলতে কিছু নেই; যে গোপন করে ও করতে বলে তাদের মতো বোকা আর মূর্খ দ্বিতীয়টি বোধহয় এই জগতে নেই।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই! কিন্তু ওই যে এগুলোকে এমন গোপন অঙ্গ বলা হয় যে কিছু বলতেও মেয়েরা লজ্জা পায়!!

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কি ডাক্তার ? নার্স কিংবা শিক্ষানবী শিক্ষার্থী ?
যদি উপরের কোন একটি হয় আপনার পরিচয় তা হলে
আলাপ করতেই পারেন আর সে জন্য আছে নিদৃষ্ট কিছু
ক্লাসিফাইড ব্লগ। সেখানে লিখবেন, সেটা দোষের নয়
তবে এখানে এই বিষয়ে খোলাখুলি আলাপ করার সীমাবদ্ধতা
আছে। আশা করি আপনিও তা জানেন।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সচেতনতার কথা যেকোন মানুষ যেকোন মানুষকে বলতে পারে! এর জন্য ডাক্তার/ নার্স হতে হবে এমন কথা যে নেই এটা মনে হয় আপনার জানা নেই! ফর ইউর কাইন্ড ইনফো- আমরা কাউকে ভালো পথে চলতে, সৎ পথে চলতে কেন বলি? এই কথটাও তো তাহলে শুধু মাত্র একজন ভাল আর সৎ ব্যক্তি বলতে পারে, যারা বলে তারা সবাই কি নিজে ভালো আর সৎ হয়? এধরনের মানসিকতার জন্যই আমাদের সমাজে সচেতনতা সৃষ্টির পথে বাঁধা আসে!

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: ফর ইউর কাইন্ড ইনফো- আমরা কাউকে ভালো পথে চলতে, সৎ পথে চলতে কেন বলি?

ধান বানতে শিবের গীত যেমন অপ্রসাঙ্গীক, তেমনি কবিতা পাঠের আসরে আমপাড়া কেউ পড়েনা।
স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা স্বাস্থ্য বিষয়ক সাইটে লিখলে পাঠক পাবেন প্রচুর। এখানে এটাকে চটির মতো মনে হয়।

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন!! সব সময় মনে চটির চিন্তা থাকলে এটা মনে হওয়াটাই স্বাভাবিক !!

৫| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র নারীরা ঘরের মানুষের কাছেও বলতে চাহে না, চিকিৎসার সম্বল নেই ভেবে পরিবারকে জানায় না; এর থেকে বড় কস্ট কি হতে পারে!

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই!!! এর থেকেও বড় কথা বিষয়টাকে এমন ভাবে গোপন গোপন শব্দ দ্বারা আবৃত করা হয়েছে যে - সেই আবরণ থেকে ৯৯ % মেয়েরা বের হতে পারে না!

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

বারিধারা বলেছেন: ক্যান্সারের সিম্পটম কি? মা/বোন/বউকে সচেতন করার কথা বললেন, কিন্তু কিভাবে করতে হবে, সে ব্যাপারে তো কিছু বললেন না।

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রতিটা অঙ্গেই কিছু অস্বাভাবিকতা লক্ষ করা! যেটা মেয়েরা নিজেরাই বুঝতে পারে এবং সাথে সাথে তা ডাক্তার কে ইনফর্ম করা! যেভাবে আমরা বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করি সেভাবেই করবেন এটা তো শিখিয়ে দেয়ার জিনিস নয় ভাই! আর এসব বিষয়ে পত্রিকায় এখন বেশ নিউজ আসে! আমি তো উপরে ইত্তেফাকের কথা বলেছি, আপনার মা/ বোন/ বউ কে তা পড়তে বলেন!

৭| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: হু ঠিক বলেছেন!! সব সময় মনে চটির চিন্তা থাকলে এটা মনে হওয়াটাই স্বাভাবিক !!

আপনার লেখার শিরোণামে তাই প্রকাশ পায়! শালীন ভাবেও শিরোণামটা্ হতে পারতো। কিন্তু আপনি পাঠকের
দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিন্ন পথে চালিত হেয়েছেন। যা অশালীনতার নামান্তর।

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার কিছু সমস্যা আছে বুঝলাম!! শিরোনাম অশ্লীল!! আর ইউ ক্রেজি? আর কাউকে তো দেখলাম না আপনার মত এত চটি চটি স্বাদ খুঁজতে ! আপনাদের মত পাব্লিকদের জন্যই দেশে মানুষ কোন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারে না! আর হ্যাঁ আমি ব্লগে নতুন না যে আমার পাঠক ধরতে হবে? সো হুদাই এইসব ফাউল কথা না বলে ভাল কিছু চিন্তা করুন!

৮| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

নয়ন বিন বাহার বলেছেন: নুরু ভায়ের সমস্যা কি?

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও বুঝতে পারছি না ভাই!!

৯| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শহরে এই সমস্যা এখন আর নেই। মেয়েরা অনেক সচেতন। সমস্যা যা গ্রামের মেয়ে/মহিলাদের নিয়ে। তাদের আরো শিক্ষিত করতে হবে। স্বাস্থ্যকর্মীদেরও এসব ব্যপারে কাজে লাগানো যেতে পারে...

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু গ্রামে এখনো অনেক মেয়েই অসচেতন এসব বিষয়ে! ওদের কাউন্সিলিং করা খুব জরুরী!

১০| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! সচেতন হওয়া জরুরী!

১১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১

সেয়ানা পাগল বলেছেন: @ঈপ্সিতা চৌধুরী

এতে নুরু ভাইয়ের কোন দোষ দেখি না । কারন উনি ও ওনার বয়সের সবাই বাংলাদেশের রক্ষণশীল মুসলিম সমাজে বড় হয়েছেন যেখানে এসব শারীরবৃত্তীয় বিষয় নিয়ে আলোচনা করা একরকম ট্যাবু ।
আশার কথা বাংলাদেশর বর্তমান জেনেরাসন অনেক আধুনিকমনস্ক এবং এইসব বিষয়ে সচেতন হচ্ছেন।

" বাঁচতে হলে জানতে হবে।"

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হতে পারে ভাই! কিন্তু এ যুগে এসে এমন ভাবনা! উনি কি জানেন না-- বাঁচতে হলে জানতে হবে! উনার আরো একটা কমেন্ট আছে নীচে একটু পড়ে দেখুন!!

১২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

প্রশ্নবোধক (?) বলেছেন: বিষয়টা হচ্ছে আমাদের সমাজ এখনও এসকল বিষয়কে ট্যাবু আকারে দেখে। আবার ডেটিং লিভ-টুগেদার বা অন্যান্য বিষয় যা প্রকৃতপক্ষেই ঠিক নয়, সেগুলোকে খুব মডার্ণ হিসেবে সম্মানিত করা হয়।

একটা মেয়ের স্তন, যোনী থাকবে এটাই স্বাভাবিক । তার সতত সাধারণ যৌনতা থাকবে এবং সময়মত পিরিয়ড হবে এটাই সাধারন অবস্থা। এটার অন্যথা হলেই সেটা অস্বাভাবিক।

একটা মেয়ের বা পুরুষের যৌনাংগ জনিত সমস্যা হতে পারে, এটা মেডিক্যালী প্রবলেম। এটা ট্যাবু হয় কি করে?
আর এ বিষয়ে আলোচনা মজার হয় কি করে?
যারা আসল পুরুষত্বের সময় বউয়ের কাছে নত হই তারাই এই সব বিষয়ে গল্প এবং চটি পাঠের মাঝে যৌন সুখ খুজি।
অথচ আল্লাহতায়ালা সেক্সকে সৃষ্টি করেছেন নারী পুরুষের ভালবাসার বন্ধন হিসেবে,আর ভালবাসা রাস্তায় বিলানোর জন্য নয়।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই! কেন যে কিছু মানুষ সহজ বিষয়কে জটিল করে তোলে!!!

১৩| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

অত্যন্ত গুরুত্ববহ বিষয়...

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই পাশে থাকার জন্য!

১৪| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঈপ্সিতা চৌধুরী বুঝতে পারছিনা আপনার লিংগ কি,
যেহেতু শিরোণামে বলেছেন লিঙ্গটা গোপনীয়
তা হলে কি তাকে সেই ভা্বে রাখা উচিৎ নয়?
তবে আপনি যদি গোপন অঙ্গ প্রকাশ্যে এনে
পুলকিত হন তা হলে আমি বলার কে?
তবে পাবলিক নুইসেন্স বলে একটা
কথা আছে, পারলে তার অর্থ যেনে
নিবেন।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার লিংগ কি তা নিয়ে না ভেবে একজন মানসিক ডাক্তারকে নিজেকে দেখান, কাজে দিবে!! নইলে উপরে যারা মন্তব্য করেছে তাদের মন্তব্য পড়েও নিজের ছাগ্লামির কিছু নমুনা দেখতে পাবেন!

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: @নূরু ভাইঃ আজকাল এসব বিষয়ে পত্র-পত্রিকায়তে প্রতিবেদন হয়, মানুষকে সচেতন করার জন্য। টিভিতেও প্রোগ্রাম হয়। সবই কি তাহলে চটি?

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ মুহাম্মদ জহিরুল ইসলাম ঃ ভাইজান
বিষয়টা চটি নয় তবে শিরোণামটা চটির পর্যায়ে পড়ে।
শিরোণামটা কি শালীন বলে আপনার মনে হয়?
মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এমন শিরোণাম
দৃষ্টি কটু নয় কি?

১৭| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শিরোনাম মোটেই অশালীন নয়। প্রযোজনে আপনার পরিচিত শিক্ষিত মানুষের কাছে যাচাই করে নিন।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

নতুন বলেছেন: নূর মোহাম্মদ ভাই.... :) এই বষয়টা নিয়ে আলোচনা করা দরকার। এটা নিয়ে অবশ্যই ভালোভাবে আলোচনা করতে হবে।


" বাঁচতে হলে জানতে হবে।"

১৯| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

নতুন নকিব বলেছেন:



গুরুত্বপূর্ন প্রসঙ্গ।

সচেতনতামূলক পোস্টে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.