নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ওহে ধাপ্পাবাজ পাঠকেরা.........

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

আমি কখনোই কারো জায়গায় কাউকে বসাই না!! কারন আমি মনে করি-
প্রতিটা মানুষের একটা আলাদা নিজস্বতা বলে কিছু আছে বা থাকা উচিৎ !
প্রতিটা মানুষের আলাদা একটা ফ্লেভার থাকা উচিৎ কিংবা থাকে এবং তাকে শুধু তাকেই সেই ফ্লেভারে দেখা উচিৎ !
অথচ হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর দেখলাম- একদল ধাপ্পাবাজ পাঠক -
যার তার লেখাকে হুমায়ূন স্টাইল বলছে, যাকে তাকে হুমায়ূন এর মত করে ভাবছে !
অনেক লেখকের লেখায় দেখেছি- কোন কোন পাঠক বলছে- হুমায়ূন ফ্লেভার পাচ্ছি ভাই,
আপনি তো হুমায়ূন এর জায়গা দখল করবেন-- আর সেই লেখক ও গদ্গদ হয়েছে !
আবার সেইসব পাঠক-ই আজকে হুমায়ূন কে এক অতুলনীয় বইলা স্ট্যাটাস মারছে আবার সেসব লেখক ও তাই!
অথচ আমি কিন্তু হুমায়ুন এর পাগল ভক্ত না কিন্তু গল্প/ নাটক/ সিনেমায় হুমায়ূন এর অবদান কে অস্বীকার করা যায় না!!
অস্বীকার করা যায় না তার তুমুল জনপ্রিয়তাকে!! অস্বীকার করা যায় না- হিমু/ রুপা/ মিসির আলী এই চরিত্রগুলোকে!
মৃত্যুর পর ও যার বই দেদারছে বিক্রি হচ্ছে এবং হবে! মৃত্যুর পর ও যার লেখাকে পাঠক পাগলের মত ভালোবেসেছে , বাসবে... !
কিন্তু কিছু ধাপ্পাবাজ পাঠকের কান্ড সত্যি অবাক করে!! এরা জানে না যে প্রতিটা মানুষের আলাদা একটা ফ্লেভার থাকে!
আর তাকে সেই ফ্লেভারেই দেখা উচিৎ ! হুমায়ূন একজন-ই হয় রে ধাপ্পাবাজ পাঠক!
আর ধাপ্পাবাজ পাঠকের কমেন্টে নিজেকে হুমায়ূন ভেবে গদ্গদ হওয়া লেখকেরাও আশা করি-
নিজের ফ্লেভারেই নিজেকে চেনাতে শিখাবেন পাঠককে!
“ আমি আমার মত-- সে তার মত” ... আমাকে আমার মত করেই আমার ফ্লেভারে চেনো...
এটা হওয়া উচিৎ লেখকের বেলায়!
আর পাঠকের বেলায় ধাপ্পাবাজি না-- প্রকৃত পাঠক হতে শিখুন!!
প্রতিটা লেখককে তার মত করেই দেখতে শিখুন!
হুদাই- যাকে তাকে “ হুমায়ূন” বানাইতে যাইয়েন না.........!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: যারা হুমায়ূন আহমেদের সাথে অন্যকে মেলাতে যায় আমি তাদের কে বোকায় বলব।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তারা বোকা কি না জানি না-- কিন্তু এটা ঠিক না............

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: কিছু তুলনা ধাপ্পবাজির জন্য নয় বরং নুপ্রণিত করার জন্য!!

কিছু তুলনা হয় কাউকে ফোলানোর জন্য!!

আর কিছু কিছু তুলনা কেবল তেল বাজির জন্য!!!

হুমায়ুন স্যারের সাথে কাউকে মেলাতে গেলে তাকে অন্তত স্যারের অর্ধেক মানের হতে হবে!!

আর মানহীন লেখকদের স্যারের সাথে মেশানোটা হয়তো ফোলানোর জন্য কিংবা তেল বাজির জন্যই হয়ে থাকবে!!:)

বিদ্র. তেলবাজি কিংবা কাউকে ফোলানোটাও কিন্তুক একটা শিল্প আপি!!!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একজন হুমায়ূন একদিনে হুমায়ূন হয়নি... অথচ কিছু কিছু জায়গায় কিছু পাঠক কে এমনভাবে কাউকে কাউকে হুমায়ুন এর সাথে তুলনা করতে দেখেছি যা দেখে অবাক হয়েছি!!

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

ভুয়া মফিজ বলেছেন: আসলে বিখ্যাত লেখকদের স্টাইল পরবর্তী লেখকরা অনুসরন করে বা করতে পারে। এদেরকে বলা হয় ঘরানার লেখক। যেমন, বঙ্কীম ঘরানার লেখক, তেমনি রবীন্দ্র-নজরুল ইত্যাদি। এটা দোষের কিছু না। বরং আমাদের গর্ব যে, অনেকে হুমায়ুন ঘরানার লেখক হওয়ার চেষ্টা করছে অর্থাৎ আমাদের হুমায়ুন আহমেদও সেই উচ্চতারই একজন!!! এর মানে এই না যে এই লেখকরা হুমায়ুন আহমেদ হওয়ার চেস্টা করছে, সেটা সম্ভবও না। অন্যদিকে পাঠকরাও জানে যে এই লেখক হুমায়ুন আহমেদ না, শুধু স্টাইলটা অনুসরনের চেষ্টা করছে। সেজন্যে প্রশংসা করতেই পারে।
সেজন্যে কি পাঠকদেরকে ধাপ্পাবাজ বলা ঠিক? বিচার আপনার উপর।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু প্রশংসা এক জিনিস কিন্তু একজন হুমায়ূনের সাথে তুলনা - এটা আসলেই অবাক করে!!!

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এতই সহজ একজন হুমায়ুন আহমেদ হওয়া ?

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই!! যে যার মত হবে এটাই তো স্বাভাবিক ---------

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ভুনা মাংসের ছবির যায়গায় কবিতা লিখে ফেলেছেন?

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি না চাঁদ ভাই-- কবিতার “ক” এমন হয় না যেটা ভুনা মাংসের জায়গা দখল করে... সম্ভবত আপনি আজ বেশি ভুনা মাংস খেয়েছেন!!

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা হয়তো মন্দের ভালো বা মনের ভালো হিসেবে কেউ কেউ চালিয়ে নিতে চাইছে বা চালানোর চেষ্টা করছে। প্রকৃতপক্ষে হুমায়ুনকে কপি করা অনেক কঠিন। তবে ফলো করা দোষের কিছু নয়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.