নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফুল লাগবে ফুল...?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

হরেক রকম গাঁদা/ গোলাপ

কখনো ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়------

কখনো আমার জরুয়া ( জমজ) পুতলি গুল্টুসী আম্মিরা ( ভাগ্নি) মডেল হয়...


কখনো আমি নিজে আঙ্গুলে ফুলের রিং পড়ি... এভাবেই আপাতত হাসছে আমার ছাদ বাগান............ শীতের আরো ফুল নিয়ে আসবো আবার...
















মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

মনিরা সুলতানা বলেছেন: ওরে কত্ত কত্ত ফুলের সমাহার রে ঈস্পি মনি !!!
শীত কেমন তোমার ওখানে ? আর শীতের সবজি কবে রান্না করে খাওয়াবা ?


অনেক অনেক ভালোলাগা ফুলে আর তোমার টুইন্স এ সাথে তোমার ফুলের রিং পড়া ফিঙ্গারে ও ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান আপিজি! শীত এলোমেলো--- কখনো বেশি কখনো কম!! আর শীতের সবজি এবার হয়নি!! ভ্যা আআ ...! পিচ্চি একটা শিম গাছে ৪/৫ টা শিম ধরার পথে! লাউ গাছ সবে উঠছে! আর কচু গাছ তো আছেই! চলে আসুন বেড়াতে!

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

জুন বলেছেন: খুব সুন্দর আপনার ছাদ বাগান সাথে আপনার ভাগ্নীও ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান আপিজি! দোয়া করবেন!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

কুঁড়ের_বাদশা বলেছেন: ফুলের ছবি দেখে আমি মুগ্ধ! :)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর ফুল! আমিও ফুলের আংটি বানিয়ে পড়ি , মজা লাগে অনেক।
এত্ত এত্ত আদর আর ভালবাস রইল জমজ ফুল দুটোর জন্য ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাআ তাইলে চিমটি! দোয়া করবেন ওদের জন্য!

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন ভাল করা পোস্ট।
হাল্কা গোলাফি গোলাপটা আমার দারুন লেগেছে !

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি! ভালো থাকবেন!

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে++

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!!

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: ফুল গুলো দারুন । আর নিজের ছাদের বলেই বেশি সুন্দর ।
মেয়ে বাবু গুলো অনেক বেশি মিষ্টি । এতো মায়া মায়া চেহারা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু নিজের বাগানের সবকিছুই এমন ভালো লাগে! শুকরান! দোয়া করবেন ওদের জন্য !

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

জাহিদ অনিক বলেছেন:


সুন্দর পোষ্ট।

আমার একটা শবনম ফুল লাগবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শবনম ফুল কোনটা? ভ্যা আআ

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার সব ফুলের ছবি দিয়েছ ঈপ্সি আপু। পোস্টটির জন্য আপনাকে ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইমণি ! কেমন আছেন?

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফুলেল পোস্ট ভাল লাগল। আপনার জন্যও ফুলেল শুভেচ্ছা।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান......! ভালো থাকবেন!

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মলাসইলমুইনা বলেছেন: মনিটরের মধ্যে দিয়েই যেন গোলাপের সুগন্ধ পেলাম ! সুন্দর ফুল হয়েছে আপনার | শীতের সবজি হয়েছে ঠিক ঠাক সেটা জানলে প্রথমে পেটে সেই থেকে ট্রান্সফার হয়ে হৃদয়ও ভালো থাকতো আরো | প্রিয় মনিরা সুলতানার সাথে আমিও থাকতাম দাওয়াতে |যাক কি আর করা ! মডেলের গাল টিপে আদর করতে হবে |ভালো থাকুন |

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আচ্ছা সবজি না হোক ... ফুল তো আছে আছে কচু শাক, লাউ এর ডগা ও বাড়ছে... মনে হয় মন্দ হবে না!! চলে আসুন!! মডেলদের জন্য দোয়া করবেন!

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

শাহিন বিন রফিক বলেছেন: আমার একটা ফুল দিতে পারেন, আমার খুব পছন্দ ফুল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ফুল ছিড়তে কান্না পায় তো নিজের বাগানের যে--- !! যদিও বলেছি--

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি!

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে এলাম আপনার বাগান। নানা রকমের ফুদেখলাম।

ফুল আমার খুবই পছন্দের, আমারো আছে নানা রকম ফুল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!! হু আপনার ফুল ও দেখবো তবে-----------

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪০

অলিউর রহমান খান বলেছেন: আমার ভালো লাগে রক্তকমল। সুন্দর পোষ্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ!! শুকরান!!

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রভাতে অরুণ রবি উদিল গগনে,
ফুলকলি ফোটে সব কুসুম কাননে।

সুন্দর সুন্দর ফুল
দেখে মুগ্ধ হলাম।
লেখিকাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.