নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকরা প্রশ্ন ফাঁস করে ---! এবং জনাব মন্ত্রী মশাই...

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

হু শিক্ষকরা প্রশ্ন ফাঁস করে ( কিছু শিক্ষক) এটা সত্যি!
গত ২০০১ থেকে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করতে গিয়ে আমি নিজে এটা দেখেছি!
প্রতিবাদ করতে গিয়ে বহুবার শিক্ষকদের রেশানলে পড়েছি এবং বিপদেও!
কিন্তু রংপুর ক্যান্ট পাব্লিক স্কুলের ইংলিশ মিডিয়ামে এই প্রশ্ন ফাঁস রোধে দারুণ একটা ব্যবস্থা ছিলো!
আর সেটা হলো প্রতি সাবজেক্টের ৩টা করে প্রশ্ন টিচারকে জমা দিতে বলা হত!
এরপর সেই প্রশ্ন থেকে আলাদা একটা প্রশ্ন করা হত ( সেই প্রশ্ন করত- এডমিনের একজন) যেটা পরীক্ষার জন্য দেয়া হত!
বেশ ভালো পদ্ধতি এটা!
এবং জনাব মন্ত্রী মশাই আপনি বলেছেন- সরকারকে বিপদে ফেলতে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা হয়!
আহাআ নিজেদের দায়িত্ব এড়াতে কি সুন্দর কথা! আপনি বলেছেন-
প্রশ্ন ফাঁস কমেছে অথচ এখন প্রাথমিকে প্রথম শ্রেণির প্রশ্ন ও ফাঁস হচ্ছে!
গত কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁসের কারনে পরীক্ষা স্থগিত করা হয়েছে!
মানলাম শিক্ষক এবং কোচিং সেন্টার এর জন্য দায়ী কিন্তু আপনারা বিকল্প পন্থায় কেন যাচ্ছেন না...?
প্রশ্ন ফাঁস যদি কমেই থাকে তবে কেন এখন প্রথম শ্রেণীর পরীক্ষা ফাঁস হচ্ছে! আগে কিন্তু এত ফাঁসের ঘটনা ঘটেনি... !
আচ্ছা মন্ত্রী মশাই, দেশ থেকে সব কোচিং সেন্টার তুলে দিতে কেন পারছেন না ?
কেন পারছেন না সেসব শিক্ষককে একদম ছাঁটাই করে দিতে!
কেন বিকল্প পন্থায় পরীক্ষার প্রশ্ন পত্র তৈরি করছেন না...?
নিজেদের দায়িত্ব কেন এড়িয়ে যাচ্ছেন? বলবেন কি?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

চানাচুর বলেছেন: প্রথম শ্রেণীর প্রশ্ন ফাঁস হচ্ছে। তার মানে তাদের বাবা মা রাও জড়িত! তারা তো তাদের বাচ্চাদেরকে অক্ষম করে দিচ্ছে! এ ধরণের মনমানসিকতা যদি মা-বাবারই থাকে তাহলে তো আর কিছু করার নেই!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাবা মা’কে এখানে একটু অল্পই দায়ী করবো! কারন তারা ফাঁস হচ্ছে বলেই সেদিকে যাচ্ছে এবং প্রতিবাদ ও অনেকেই করছে! তাদেরকে নিরুপায় করে দেয়া হচ্ছে! সবকিছুর পেছনে আগে ফাঁসচক্র দায়ী ! এদের শায়েস্তা করা গেলেই বাবা মা’রা ও ঠিক হয়ে যাবে!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিক্ষাক্ষেত্রে ধ্বস নামার আলামত।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম তাই!!

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক তাই!! অথচ তেমন কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না!

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

সাইন বোর্ড বলেছেন: এরপর শুরু হবে রিলিফ পাশ, ঐতিহ্য ধরে রাখা চাই...

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়ত বা -----------------

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



প্রশ্ন-ফাঁস নিয়ে, নাহিদ সাহেব নিজকে সবচেয়ে কমবুদ্ধিমান বাংগালী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কে বোঝাবে ভাই তাকে?

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,



এই জ্ঞানপাপী লোকটার অযোগ্যতার, আহাম্মকির , অজ্ঞতার কারনেই আজ শিক্ষাব্যবস্থার মুখ থুবড়ে পড়ে লেজে গোবরে অবস্থায় আছে ।
যে প্রশ্নগুলো তাকে করেছেন , তার কোনটারও উত্তর দেয়ার যোগ্যতাই তার নেই ।
আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে ---- "ছাগল দিয়াই যদি হালচাষ হইত তয় মাইনসে গরু খোজে ক্যা ? "

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন!! অথচ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না!!

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই লোকটা কিছু করতেও পারছে না আবার পদত্যাগও করছে না। দেখি না নতুন কোন মন্ত্রী এটা ঠেকাতে পারে কিনা। আজব গোঁয়ার্তুমি করছে লোকটা...

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পুরাই আজিব এক পাব্লিক!!!

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

সোহানী বলেছেন: হায়রে অভাগা দেশ........ তার আবার যোগ্য মন্ত্রী......

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এবং একমাত্র সেরা তিনি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.