নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তোর অবহেলা আমার সয় না... :(

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৬




পারবো না তোকে আমি ডাকতে কখনো - “ বাবু আমার বাবু”
চান্দু/ হাম্বা/ পাগ্লু বলে করবো তোকে কাবু...... !
জিগামু না তোরে কখনো আমি --- “ খাইছো বাবু খাইছো”
কানটা ধরেই বলবো শুধু -- “ মাইর খাইতে কি চাইছো” ?
বলবো না তোকে কখনো -- সোনা আমার সোনা ......
বলবো ডেকে- এই যে শোন, তোর মতিগতি সব আমার জানা... !
ভাল্লাগে না ডাকতে আমার -- জান আমার জান...
দেখিয়ে দেবো তোকে শুধু -- তোর প্রতি আমার টান--- !
বিটলেমী করলেই কিন্তু আমি ভুলিয়ে দেবো তোর নাম...
সাথে সাথেই হাতে ধরিয়ে দেবো বিচ্ছেদের-ই খাম ...... !
চাই না আমার গয়না... চাই না তুই ডাক আমায় ময়না...
জেনে রাখিস শুধু এটুকুই - তোর অবহেলা আমার সয় না... !

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

নিশ্চুপ কবি বলেছেন: এটা কি ছিলো ;)

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রথমে একটু হুমকি ধামকি-- পরে ...... যে কি...! কমু না...। খুক খুক!!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৌষের সকালে গরম ধোয়া ওঠা
ভাপা পিঠার মতো ভালাবাসা!!

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ বা ! শুকরান শুকরান ভাই!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: তার অবহেলা আমারো শায়না। :(

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে ভাইয়া অবহেলা সওয়ার মত না-----------

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

তারেক_মাহমুদ বলেছেন: জিগামু না তোরে কখনো আমি --- “ খাইছো বাবু খাইছো” এইটা ভাল

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক শুকরান শুকরান!! খাইছেন ভাই খাইছেন?

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখুন।।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআ আমি এমন ই !!! হুট হাট যা মাথায় আসে লিখি!! ঠিক মত গুছাই না!!

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

বেয়াদপ কাক বলেছেন: আরে বাহ, আরেকটি অকপট, সহজ, দারুন কবিতা। আবেগের সবকটি প্রকারের ই তীব্রতা প্রকাশ পাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটাকে কি আমরা আধুনিক রোমান্টিক কবিতা বলতে পারি?

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু একালের পোলাপানের ডায়লগ দিয়া লিক্ষা ফেলছি!! শুকরান!

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

কাছের-মানুষ বলেছেন: চমতকার সুস্বাদু কবিতা। পড়তে ভাল লেগছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো কবিতা টা

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


ঘন বর্ষার পাহাড়িয়া নদীর মতো আগ্রাসী হৃদয়ের ভালোবাসা?

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসা এমন-ই হয় কখনো কখনো----- ! শুকরান ভাইয়াজি!

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: ঘন বর্ষার পাহাড়িয়া নদীর মতো আগ্রাসী হৃদয়ের ভালোবাসা? -- শুধু কী অাগ্রাসী? রীতি প্রেমসন্ত্রাস মনে হল। ;)

বাংলা ছবির ডায়লগের মতো 'ভালোবাসা দিবি কিনা বল?' :P

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আরে লুতুপুতু কুতুকুতু প্রেম পিরিতি ভালা লাগে না-- তাই তো বলেছি এভাবে! হলোই না হয় একটু প্রেমসন্ত্রাস টাইপ!!! ডায়লগ টা পুরান তো !! আমি তো এই সময়ের পোলাপাইনদের ডায়লগ নিয়া লিখছি!! তাহএল ডায়লগ নতুন হওয়া চাই--! বলেন তো কি হবে?

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: মন্দ নয়।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩

জাহিদ অনিক বলেছেন:


যতটুকু ভালোবাসে ততটুকু অবহেলাই সহ্য করা যায়

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:০১

হয়ত তোমারই জন্য বলেছেন: সেলিম আনোয়ার : তার অবহেলা আমারো শয়না। :( :( আমারো না ভই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.