নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফুল তুমি কার............

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

যার বাগান শুধু তার............
ছাদ বাগানের আরো কিছু ফুল...............





































সাথে আছে কিছু সবজি----





মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


থাকার জন্য ভালো ঘর, পেটে ভালো খাবার, পকেটে পয়সা থাকলে মানুষ ফুল কেনেন, ফুল দেখে উৎফুল্ল হয়; ছোট টোকাই কিশোরী ফুল গাছে নীচে ঘুমায়েও ফুল দেখে উৎফুল্ল হয় না!

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কে কি করে জানি না ভাই!! আমি ফুল গাছ লাগাই-- যখন আমার বাগান ফুলে ভরে যায়, আমার খুব ভাল লাগে!! আলু চাষ ও করেছি! আইসেন আলুর ভর্তা দিয়া ভাত খাওয়ামু!

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: ফুল গুলো দারুন সুন্দর

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! ভালো থাকবেন!

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিজের বাগানের ফুল নিয়ে এসেছেন মনে হয়। সত্যি অনিন্দ্য আপনার ফুলগুলোর ছবি একটি সুন্দর মনে প্রতিক আপুনি।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমার ছাদ বাগানের ফুল ভাই! কেমন আছেন?

৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

ডাকনাম ইমু ইমরান বলেছেন: খুব সুন্দর

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! ভালো থাকবেন!

৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সোন্দর।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! ভালো থাকবেন!

৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

মিঃ সালাউদদীন বলেছেন: নারীর স্পর্শে ফুল তুমি কত সুন্দর ! নারীর স্পর্শে ফুল তুমি কত সুন্দর !

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! ভালো থাকবেন!

৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুদূর প্রবাসে বোন পরিবার পরিজন ছাড়া যেমন থাকা যায় তেমন আছি। আপনি কেমন আছেন? ভালো থাকবেন সেই প্রত্যাশা নিরন্তন।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আছি ভাই ভালো মন্দ মিলিয়ে! ভালো থাকবেন আপনি ও সবকিছু মিলিয়ে!

৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,




ফুল যখন যার বাগানে থাকে তখন হয়তো তার কিন্তু সে ফুল যখন সুন্দর করে ব্লগে দেয়া হয় তখন সব ব্লগারের ।
জিজ্ঞেস করে দেখতে পারেন সব ব্লগারকে !

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আচ্ছা যান মাইনা নিলাম---কিন্তু কেউ যেন ফুল না ছিড়ে!! ও হ্যাঁ -- সাথে কিছু সবজি গাছের ছবিও এড করলাম!!

৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

শায়মা বলেছেন: ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবায়!!!!!!

:) :) :)

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার বিল্লি আমারে বলে মিউউউউ !! সবজি নিয়ে গানা গাও বাচ্চুমণি!

১০| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

শায়মা বলেছেন: সব্জি!!!!!!!!

ওকে ওকে শীতকালে সব্জী
ডুবিয়ে খাও কব্জী

ফুলকপি, আলু মূলা আরও শালগম
স্যুপ খাও, নিরামিষ খাও আলুদম!!!!!

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খাই না আমি শালগম, খাই না আলুর দম...
আমার জন্য আনো তুমি পাবনার চমচম

১১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

ওয়াজেদ বিপ্লব বলেছেন: ফুলগুলোর ছবির নিচে যদি নাম দিতেন, তবে খুব ভালো হতো।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই ছবি লোড দিতেই এত টাইম নেয়! এরপর নেট প্রব! উলটাপালটা হয়ে যায় সব! তাই ইচ্ছে থাকলেও নাম দিতে পারি নি! আবার সব ফুলের নাম জানি না!

১২| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ফুল তুমি কার?
যখন যার হাতে যায় তার।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক দাদাআআ মারহাবা মারহাবা!!

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ এখানে তো দেখছি বসন্ত চলে এসেছে! :)

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই আমার ছাদে বসন্ত চলছে!!!

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া!

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ফুলেল ছবি ব্লগ। সাথে কিছু সবজি।ব্লগ তো দেখি ফুলের সুগন্ধে ম ম করছে।বেশ ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু ফুলে ভরা ছাদ এখন ব্লগে---- ! ভালো থাকবেন!

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

আটলান্টিক বলেছেন: ফুলময় পোষ্টে +++

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: হঠাৎ সন্ধ্যায় কিছুক্ষন বৃষ্টি হয়ে গেল।
আজ আমার মন ভালো নেই।
সারারাত ঘুম হয়নি।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআআ! এখন কি মন ভালো হয়েছে?

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার! :)

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন সব ফুল! পুঁই শাক একেবারেই কচকচা! কাঁচা খেতে ইচ্ছে করছে =p~

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ভাইয়া! আমার ও ইচ্ছে করে কাঁচাই খাই

২০| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন সব ফুলদের বাসা হয়েছে আপনার টপে । B-)

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমি তাদের বাসা বানিয়ে দিয়েছি আমার ছাদে!!

২১| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

জাহিদ অনিক বলেছেন:


সুন্দর ফুলের বাসা যেন।
ফুলকে ভালোবাসা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই!! হু আমি তাদের বাসা বানিয়ে দিয়েছি আমার ছাদে!!

২২| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

জুন বলেছেন: দারুন ফুলময় পোষ্ট ইপ্সিতা ।
অনেক ভালোলাগা রইলো :)
+

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান আপিজি!! হু ছাদময় এখন ফুল... কিছু ঝরে যায়... কিছু নতুন করে হয়...!

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

কাতিআশা বলেছেন: আপনার লাগানো, যত্ন পাওয়া ফুল গুলো দারুন সুন্দর!

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই!!

২৪| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার যতসব ফূল।

২৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: মারাত্মক সব ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.