নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সুড়সুড়িআলাদের সুড়সুড়ি আর ট্রল্কারিদের চুলকানী এখনো কমেনি... ! X((

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

> এ কয়দিন ফেসবুক সয়লাব ছিলো মেয়েদের- “ ব্রা” “প্যান্টি” আর থ্রি পিস দিয়ে! ভাবতে অবাক লাগে-
এই ডিজিটাল যুগেও মেয়েদের ব্রা প্যান্টি নিয়ে আপনাদের সুড়সুড়ি ওঠে অথচ
একটা মেয়েকেও দেখলাম না আপনাদের দুই টাকার “ জাইঙ্গা” নিয়ে কথা বলতে !
আপনারা দিব্বি মেয়েদের সাইজ জানতে চান, অথচ কোন মেয়েকে দেখলাম না- কোন পুরুষের সাইজ নিয়ে চুল্কাইতে!!
> যখন- ই ব্রেস্ট ক্যানসার , জরায়ু ক্যান্সার নিয়ে কেউ লিখতে গেছে,
তখন-ই একদল আইসা বলে- এসব নিয়ে লিখেন কেন?
মেয়েদের পিরিয়ড নিয়া লিখতে গেলেও আর এক দল আইসা যায়- এসব নিয়ে লিখেন কেন?
মেয়েদের ওড়না পড়া/ না পড়া/ এক সাইডে ওড়না পড়া / হিজাব পড়া নিয়া, বোরখা পড়া নিয়া কত ফতোয়া আসে--
সেই আপনারাই আবার সুন্দর কইরা- ব্রা আর প্যান্টি নিয়া ট্রল করছেন! আরেব্বা!! এত সুড়সুড়ি আপনাদের?
>> না আমরা যারা সচেতন কিংবা মুখচোরা না,
সব কিছু সয়ে যাবো এমন পাব্লিক না তারা এসবে বিব্রত হইনি ( খুব কম সংখ্যক) কিন্তু হয়েছে অনেক মেয়েরাই!
তাতে কি? আপনারা এ যুগেও ব্রা প্যান্টিতে যৌনতা খোঁজেন !
অথচ এটা যে একটা পোশাক সেটা মানতে আপনারা নারাজ!
সবকিছুর মধ্যে যৌনতা আর সুড়সুড়ি খোঁজা এখন একটা কমন মানসিক রোগ হয়ে গেছে! !!
দেখে অবাক হলাম- এই রোগে আক্রান্ত অনেকেই উচ্চ শিক্ষিত কিংবা শিক্ষিত... !
>>> বাকি রইলো- ট্রলাকারীরা! এদের জন্য আগেও বলেছিলাম-
“ অতি বাড় বেড়োনা, ঝড়ে পড়ে যাবে”
আকাশের দিকে তাকিয়ে থুথু ছিটালে নিজের গায়েই এসে পড়ে... !
শিক্ষা হলেও লজ্জা হয়নি তাদের!!

মন্তব্য ৪৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

আমি ব্লগার হইছি! বলেছেন: খুবি দু:খজনক। শিক্ষার অভাব প্রকট আকার ধারণ করেছে।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এরা যেন কেউ স্বশিক্ষায় শিক্ষিত হতে পারছে না!! কি আজিব!!!

২| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: ভাবতে হবে এরা কারা, এরা হলো পর্ণ আসত্তি ব্যক্তি। এদের মাথায় শুধু এগুলোই ঘুরে। তারা মেয়েদের কাছে যেতে পারে না। কিন্তু পোশাক নিয়ে দিব্বি মাস্টারবিশন করে যাচ্ছে। আর মুখে লাহা মেরে মেরে বলে যাচ্ছে।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাবতেই অবাক লাগছে!! ভিন দেশের খেলা নিয়ে মাতোয়ারা হয়ে তারা মেয়েদের পোশাক নিয়ে ট্রল করে সুড়সুড়ি দেয়া শুরু করছে!!

৩| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো পয়েন্টে কথা বলেছেন। মেয়েদের অন্তর্বাস নিয়ে নিয়ে সুড়সুড়ি দেওয়া এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, এমনকি খেলার প্রতিপক্ষকে খোঁচা দিতেও এসব ব্যবহার হচ্ছে। যেমন- এই বিশ্বকাপেই প্রথম দেখলাম ব্রা-জিল কথাটা ব্যবহার করতে!

আমাদের মত দেশে বারান্দায় ছেলেদের জাঙ্গিয়া ঝুলে থাকতে দেখা যায়। অথচ, সেই একই জায়গায় মেয়েদের ব্রা, পেন্টি শুকাতে দিতে কত বাঁধা! এটা কেন!

তবে, 'সাইজ' জানতে চাওয়া উভয়পক্ষের জন্যেই অভব্যতা। পশ্চিমা দেশে দন্ডনীয় অপরাধ।

এ নিয়ে লেখার জন্যে ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! খেলা নিয়েই বলেছি!! কারন এই খেলাতেই তারা এসব নিয়ে ট্রল করেছে! এবং আপনার কথার সাথে একমত!! কেন এসব পোশাক নিয়ে মেয়েদের বিব্রত হতে হবে? ছেলেরাও তো পড়ে তাই না? ধন্যবাদ পাশে থাকার জন্য ! ভালো থাকবেন!

৪| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: যারা খেলা বোঝেনা তারাই আর্জেন্টিনার সমর্থক। কিছুদিন ধরে এই কথাই শুনে আসছিলাম।
আজ বুঝলাম, যারা খেলার বিশেষজ্ঞ তারা ব্রাজিলের সমর্থক।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আর একটু জেনে নিন ভাই! স্মারট দর্শক রা এক দল নিয়েই থাকে না! তাদের পছন্দের কয়েকটা দল থাকে! আমি ব্রাজিল/ আর্জেন্টিনার সাপোর্টার না! আমার পছন্দের ছিলো- জার্মানী/ পর্তুগাল/ স্পেন/ নাইজেরিয়া/ ইংল্যান্ড ! আর প্রসংগ ছিলো- বাজে ট্রল নিয়ে!

৫| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পাশেই আছি। কিন্তু, পাশে থাকতে গিয়ে অনেকেই ভুল বুঝেন, সেটাই সমস্যা।

আমি একবার আমার বউয়ের পেন্টি আর ব্রা বারান্দায় শুকাতে দিয়েছিলাম। উনি আমার উপর কি রাগ!

আরেকবার, আমার চাচাতো বোনের ব্রা হাতে নিয়ে বারান্দায় নিয়ে গিয়েছিলাম। সে এসে টান মেরে আমার হাত থেকে নিয়ে বলেছিলো- 'এটা তোমার হাতে কেন?'

আমি বললাম- 'দেখ, তুই আমার গেঞ্জি, আন্ডারওয়্যার ধুতে দিস। আমি আজ তোর কাপড়গুলো একটু শুকাতে দেওয়ার ব্যাপারে হেল্প করতে চেয়েছিলাম।'

সে তো মুখ ফুলিয়ে কাঁদার জোগাড়। বলে কিনা- 'আর কক্ষনো তুমি আমার কাপড়ে হাত দিবে না।'

:| :| :| :|

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম ভাই! কিছু প্রব আছে ! আর এটা সৃষ্টি করে দিয়েছে কিছু মানুষ!!

৬| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার সম্পূর্ণ লেখা দুইবার পড়ে প্রবল রাগে মন্তব্য করতে বাধ্য হচ্ছি - আপা “দেশে মানষিক রোগীর হার দিন দিন যেভাবে বাড়ছে তার জন্য দায়ী পরিবার পরিজন” এই সব ট্রলকারী হচ্ছে ডাষ্টবিনের নোংরা আবর্জনা, তাদের পরিবারে কি মেয়েদের অন্তর্বাস নেই ? - তাহলে কি তাদের শুরু তাদের পরিবার পরিজন থেকে ? ভাবেতেই ঘেন্না করে বাংলাদেশী এক আজন্ম পাপ আর আজন্ম পাপের ফসল এই ট্রলকারী নোংরা জীবাণু । আরো নোংরা বিষয় হচ্ছে সেই সব ছেলেদের উস্কানি দেওয়ার জন্য তাদের সাথে থাকে তাদের সহচর মেয়ে নামক সমাজের কলংক, মেয়ে নামক টমবয় ! তারা ছেলেদের সাথে তাল মিলিয়ে তাবত সমাজের মেয়েদের ট্রল করে নোংরা উক্তি করে আনন্দ পায় ।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পরিবার থেকে কাউকে খারাপ শিক্ষা দেয়া হয় না! প্রব হলো- যেটা শেখানো দরকার আমরা সেটা শেখাই না! আসলে কিছু শিক্ষা নিজের থেকে অর্জন করতে হয়!

৭| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২২

লায়নহার্ট বলেছেন: {আমার বিশ্বাস ট্রলকারীরা সামু ব্লগে আসে না}

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই! না এলেই ভালো! তবে যারা ফেসবুক ইউজ করে তারাও ব্লগে লিখে!

৮| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩১

তারেক_মাহমুদ বলেছেন: এই ধরনের ট্রল সত্যি দুঃখজনক, একটাই ভরসা সামুতে এসব নেই।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এখানে তেমন কিছু হয়ত হয়নি!!

৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪০

অর্থনীতিবিদ বলেছেন: শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান পরিবেশনা নয়, মূল্যবোধ সৃষ্টি। আমাদের দেশের মানুষ এখনও পর্যাপ্ত শিক্ষিত হয়নি। তাই মানুষের মধ্যেও যথাযথ মূল্যবোধ সৃষ্টি হয় নি। হলে মানুষ সব কিছুর মধ্যে যৌনতা আর সুড়সুড়ি খুজতো না। আফসোস! কবে এদেশের মানুষের মন মানসিকতা উন্নত হবে?

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই ভাই! কবে আমাদের মানসিকতার পরিবর্তন হবে! আর স্বশিক্ষায় শিক্ষিত হবে এরা কবে?

১০| ০৮ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৭

সিগন্যাস বলেছেন: =p~ মজা পেলাম পোষ্ট পড়ে

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রিয়েলি!! বোঝাই যাচ্ছে আপনার মানসিকতা!!

১১| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: ঈপ্সি আপুউউউ! উফফ! অনলাইনে আজেবাজে ছেলেদের নানা ধরণের ট্রলিং, মেয়েদের প্রতি অল কাইন্ডস অফ ডিজরেসপেক্টফুল কমেন্টস, সমালোচনা পড়তে পড়তে মাথা গরম হয়ে যায়। আপনার পোস্ট পড়ে মনে হলো, কেউ এক গ্লাস ঠান্ডা লাচ্ছি দিল আমাকে! সব মেয়েরই উচিৎ এভাবে স্ট্রেইটফরওয়ার্ডলি কথা বলা। অনলাইন ও অফলাইন জগতে ছেলেরা যেসব অন্যায় করে ফেলে, তা নিয়ে আমরা মেয়েরা লজ্জায় কথা পর্যন্ত বলতে পারিনা। সেজন্যেই অন্যায় অত্যাচার বাড়ে। লজ্জা নয় আত্মসম্মানবোধই হোক নারীর ভূষণ!

এমনই স্পষ্টভাষী থাকুন, ভালো থাকুন!

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!! আসলে আমি চুপ থাকতে পারি না এসব দেখে! সব কিছুর একটা লিমিট থাকা চাই! আর আমরা মেয়েরা সব কিছু সয়ে যাই এটা ঠিক না! ভালো থাকবেন আপনি ও!

১২| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



ভেতরের পশুকে শিক্ষার আলোতে আলোকিত করতে ব্যর্থ হয়েছে এরা। আর এর সুযোগ শতভাগ যাবে মৌলবাদী ফেমিনিস্টদের পাতে!

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে ভাই স্বশিক্ষা বলে একটা কথা আছে! কিছু শিক্ষা নিজে থেকে অর্জন করতে হয়! এরা তা পারেনি!

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আর একটু জেনে নিন ভাই! স্মারট দর্শক রা এক দল নিয়েই থাকে না! তাদের পছন্দের কয়েকটা দল থাকে! আমি ব্রাজিল/ আর্জেন্টিনার সাপোর্টার না! আমার পছন্দের ছিলো- জার্মানী/ পর্তুগাল/ স্পেন/ নাইজেরিয়া/ ইংল্যান্ড ! আর প্রসংগ ছিলো- বাজে ট্রল নিয়ে!

'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে'_ রবীন্দ্রনাথ ।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভেতরের শিক্ষাটাও কি?

১৪| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটা খুব ঝাঁঝালো ছিল! এক্কেবারে সর্ষে মারা!

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাআ কোনটা ভাই?

১৫| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

তারেক ফাহিম বলেছেন: পর্ণ আশক্তিদের কাজই হল এটা আমার মতে।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হতে পারে!!

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৭

নতুন নকিব বলেছেন:



দারুন কয়েকটি কথা বললেন। আমার কাছে মনে হল, মা-বোনদের যারা সম্মান দিতে শিখেনি সেসব ইতরদের গালে কষে যেন একটি চপেটাঘাত এই লেখাটি। লাইক দিলাম। অনেক ভাল থাকবেন।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিন্তু এদের এসব বলেও লজ্জা দেয়া যায় না ভাই! প্রব এটাই! রুচি বলে একটা কথা আছে! এরা আসলে কি? ভালো থাকবেন আপনিও !

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

কিশোর মাইনু বলেছেন: ঠিক আছে।
দরকার ছিল এমন একটি পোস্টের।
ধন্যবাদ আপনাকে।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! এসব দেখে হতাশ হতে হয়! কবে আমাদের মানসিকতার পরিবর্তন হবে?

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিক্ষিত মানুষরাও এসব করেন, আসলে এরা শিক্ষিত মুর্খ।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই!! এদের স্বশিক্ষা বলে কিছু নেই! নামেই শিক্ষিত শুধু !

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনাকেও আমার ঐটাইপের মনে হয়। যত্তসব ফাউল............

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নাম দায়িত্বশীল কথায় তার নাই শ্লীল...... !! যে চোর সে সবাইকে চোর ই ভাবে মিস্টার দায়িত্বশীল !! ব্লগে এমন ছাগল ও আসে তাহলে এখন!!

২০| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

কিশোর মাইনু বলেছেন: সে আশায় বসে থাকলে হবেনা।
পরিবর্তন আমাদের ই করতে হবে

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন!

২১| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৮

সিগন্যাস বলেছেন: না না আমিতো বোঝাচ্ছিলাম পোষ্টটা পড়ে আনন্দ পেলাম।এখানে মানসিকতার কিছু নেই

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ও আচ্ছা!!!

২২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

সিফটিপিন বলেছেন: এদের অসুখ আছে, এদের চিকিৎসার প্রয়োজন।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক তাই!!!

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ইহা সত্যিই অত্যন্ত লজ্জা আর ঘৃণার বিষয়। বিশ্বকাপ শুরুর পর হতেই এটা চলছে। এই ট্রোলিং এর বিরুদ্ধে লিখতে গিয়ে হুমকির সম্মুখীন হোলাম। আসলে এই ট্রোলাররা তার পরিবার আর মা-বোনের ব্যাপারে ডেম কেয়ার। নিজের ঘরেওতো মা-বোন রয়েছে। এই কথাগুলো এইসব অসভ্য ইতরদের যেন মনেই থাকে না। তবে, এখন অনেক কমে গেছে। আরও যাবে। এটা ছিলো আল্লাহর তরফ থেকে ফায়সালা বা ন্যায় বিচার। অসভ্যতাকারীদের দুই দলকেই ঘাড় ধরে বিশ্বকাপ থেকে বের করে দিয়েছেন। এ যেন অসভ্যদের শাস্তি পেল বিশ্বখ্যাত দুই ফুটবল খেলুড়ে দল! হাঁসবেন না।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তবুও ওরা মানছে না !! ব্লগেও শোরগোল করছে !!

২৪| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




এই লেখাটাই একটা কবিতা মনে হচ্ছে! কবিতায় মনে হল সর্ষে আর লংকাটা এক্কেবারে খাটি ছিল। পারফেক্ট রেসিপি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.