নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৫/- টাকা দিয়ে একজন মানুষকে তৃপ্তি দিতে পারেন এই গরমে... যেভাবে আমি আমার গাছের লেবু দিয়ে আজ তৃপ্তি দিয়েছি কিছু মানুষকে...

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০




>এই গরমে আমি শুধু খেঁটে খাওয়া মানুষগুলোর কথা ভাবছি! আর ভেবেছি প্রতি শুক্রবার আমার এলাকায় ভিক্ষা করতে আসা প্রায় ৪০ জন ফকিরের কথা! যারা প্রায় এক একজন মাইলখানেক করে রাস্তা হেঁটে হেঁটে ভিক্ষা করতে আসে! প্রথমে ভেবেছিলাম তাদের এক প্যাকেট করে স্যালাইন দিবো কিন্তু আনার লোক ছিলো না আর আমি নিজেও বের হতে পারছিলাম না!
> এরপরেই মাথায় এলো নিজের গাছের লেবুর কথা! ঝটপট লেবু দিয়ে ঠান্ডা পানিতে শরবত বানালাম! কিছু ফকির এর মধ্যে চলে গেছে ! তাদের খাওয়াতে পারলাম না! এরপর একের পর এক ফকির কে লেবুর শরবত খাওয়ালাম! যে তৃপ্তি ওরা পেয়েছে আমার গরমে জ্বইলা যাওয়া শরীর মন তা দেখে ঠান্ডা হয়ে গেছে! অনেকে লেবু চাইলো! যা ছিল স্টকে তাদের কয়েকজন কে তা দিলাম! এতদিনে লেবু গাছের সার্থকতা পেলাম!
>> ঠিক এভাবে আপনারাও পারেন মাত্র ৫/- টাকা দিয়ে একটা স্যালাইন কিনে একজন রিকশাওয়ালা / ফকির কিংবা রাস্তায় দেখা যেকোন খেঁটে মানুষকে একটু তৃপ্তি দিতে! কিংবা আপনার ঘরের কাজের মানুষকে দিন না এক প্যাকেট স্যালাইন ধরিয়ে.........!




( এসব দেখাবার নয় তবু দেখালাম...
কারন এটা দেখে হয়ত অনেকেই উৎসাহিত হবে!!
এবং এটা আমার একটা আহ্বান ... ! )




মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভাল কাজ।

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভেবে দেখবেন কি? আপনি ও কিছু করতে পারেন কি না? শুকরান!

২| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কাজে তৃপ্তি মিলে।

সুন্দর কাজ করেছেন, মানবীয় পরামর্শ

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! কাজটা খুব সামান্য কিন্তু ওদের সেই তৃপ্তি আর দোয়া আমাকে দিয়েছে অনেক প্রশান্তি! আশা করি আপনি ও কিছু ভাববেন , কিছু করবেন!

৩| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছেন, পরম করুণাময় আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন - আমেন ।

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমীন! আশা করছি আপনি ও কিছু করবেন ভাই! ভালো থাকবেন!

৪| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: গ্রেট জব।

আপনাকে স্যলুট।

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু স্যালুট দিলে হবে না ভাই! কিছু করতে হবে! অন্তত এক প্যাকেট স্যালাইন কাউকে দিন! ভালো থাকবেন!

৫| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

শাহিন বিন রফিক বলেছেন:



কে বলে আমরা এগুতে পারব না, খুব শ্রীগ্রই আমরা একটা সু-জাতি হিসাবে গড়ে উঠব।
আপনার এই মহান উদ্যেগ শুধু প্রশংসা করে শেষ করলুম না, নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করছি।

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে আমরা চাইলেই খুব ছোট ছোট কাজ করে প্রশান্তি পেতে পারি! পারি কিছু মানুষকে খুশি করতে! আপনি ও করুন ভাই! ভালো থাকবেন!

৬| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন:



আপনি মস্তবড় একটা ভুল করে ফেলছেন ঐ বৃদ্ধার সাথে মোটামুটি ভালো রেজুলেশনের হাস্যোজ্জ্বল একটা সেলফি আপলোড না করে!! কারন এইটাই এখন ট্রেন্ড!! B-))


যাইহোক, আশা করছি আপনার এই পোষ্ট থেকে কিছু মানুষ অনুপ্রেণিত হবে!!

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তাহলে আপনাকে বলি! গত বছরে দিনাজপুরের বন্যার সময় আমি ব্যক্তিগত উদ্যেগে আমার বন্ধুনীদের পাঠানো প্রায় এক লাখ টাকার ত্রান দেই, কোন পিক ছিলো না আমার সেই দানের মানুষদের সাথে + শীতে কম্বল দেই! সে সময় ও কোন সেলফি বা আমি দিচ্ছি এমন পিক ছিলো না! সব পিক ছিলো তাদের! পত্রিকায় আমাকে নিয়ে যখন রিপোর্ট করে তখন ও আমার সেলফি বা কোন ছবি ছিলো না তাদের সাথে!
যাক গা! আশা করছি আপনি ও কিছু করবেন!

৭| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার অনেক উদার ও দয়ালু মানুষ

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যতটা উদার হতে চাই কিংবা দয়ালু হতে চাই ততটা পারি না ভাই! আশা করছি আপনি ও কিছু করবেন!

৮| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

সুমন কর বলেছেন: ভালো কাজ।

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! আপনি ও কিছু করুন ভাইয়া!

৯| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

কাইকর বলেছেন: অনেক টা ভাল মনের মানুষ আপনি। ভাল লাগা রইল

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! আপনি ও কিছু করুন !

১০| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই গরমে গরীব মানুষগুলোকে দেখলে আসলেই মায়া লাগে। তবে মাঝে মাঝে নির্দয় না হয়ে আপনার মত কোমল হৃদয়ের অধিকারী হয়ে কিছু করতে পারলে ভালোই লাগবে...

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এবং আশা করবো কিছু করবেন !!!

১১| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

রক বেনন বলেছেন: ছোট ছোট কাজও কিভাবে বড় হয়ে উঠে তার একটি নমুনা দেখালেন আপনি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! এবং এই ছোট ছোট কাজ করেও যে কি প্রশান্তি পাওয়া যায় তা অনেকেই জানে না!! আশা করছি করবেন কিছু আপনি ও! ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.