নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

স্কুল কাউন্সিলিং/ পিরিয়ড এবং পজিটিভ বাংলাদেশ গড়ার লক্ষে আমার স্কুলের আয়োজন---!!

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮




> দিনাজপুর শহরের ছোট্ট একটি কিন্ডার গার্টেন স্কুলে আমি জব করি! এই স্কুলে পড়াশুনা/ খেলাধুলা/ অন্যান্য বিষয়ের সাথে সাথে আরো কিছু বিষয় যুক্ত করা হলো!
> কয়েকদিন আগেই আমি আমার ফেসবুক আইডিতে বলেছিলাম, আমার স্কুলের বাচ্চুদের জন্য একটি বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে ! আর সেটা হচ্ছে পড়াশুনার পাশাপাশি তাদের জন্য স্কুল কাউন্সিলিং এর ব্যবস্থা এবং স্কুলে একটি ইমারজেন্সি প্যাড কর্ণার খোলা!
> আজ আমরা আমাদের কাজ শুরু করলাম! আমাদের আজকের কাউন্সিলিং ক্লাসের জন্য ৩টি বিষয় রাখা হয়েছিলো!
> প্রথমটি- “মাদক”- শ্লোগান ছিলো- “মাদক কে না বলি- সত্য ও ন্যায়ের পথে চলি”!
> দ্বিতীয়টি -“ প্রেম”-- শ্লোগান ছিলো- “ সময়টা এখন পড়াশুনার...প্রেম করার সময় জীবনে আসবে বহুবার” !
>তৃতীয়টি - “পিরিয়ড” -শ্লোগান ছিলো- “পিরিয়ড একটি প্রাকৃতিক বিষয় -- এটা ভয়/লজ্জা কিংবা হাসির মত কোন কিছু নয়”!
>> স্কুলের পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর বাচ্চাদের জন্য এই ক্লাসের ব্যবস্থা রাখা হয়! আমরা সকল শিক্ষক মিলে এই ৩টি বিষয়ের উপর বাচ্চাদের কাউন্সিলিং করি! আজ যেহেতু প্রথম ছিলো আমি লক্ষ করলাম- বাচ্চাদের উৎসাহ এবং আগ্রহ আছে কিন্তু “পিরিয়ড” বিষয়ে গিয়ে অনেকেই একটু লজ্জিত হচ্ছিলো! আমরা, আমাদের বাচ্চাদের লজ্জা এবং ভয় ভাঙ্গানোর চেষ্টা করি! এবং বাচ্চাদের হাতে “প্যাড” তুলে দেই! এই “প্যাড” স্কুলের ইমারজেন্সি কর্ণারে থাকবে! এভাবে ধাপে ধাপে সময় এবং সুযোগ অনুযায়ী আমরা বিভিন্ন বিষয়ে বাচ্চাদের নিয়ে কাউন্সিলিং ক্লাস করাবো পড়াশুনার পাশাপাশি!



( এখানে বলে রাখি- আজকের দেয়া “প্যাড” আমার ডাক্তার বন্ধুনীর ডোনেট করা! )
>>> এভাবে প্রতিটি স্কুলে - স্কুল কাউন্সিলিং বিষয়টা যুক্ত করা দরকার পড়াশুনার পাশাপাশি! কারন সময়টা এখন বড্ড খারাপ! তাই সময় এসেছে বাচ্চাদের পড়াশুনার পাশাপাশি আরো কিছু শিক্ষা দেয়ার! এবং শুধু আমার স্কুল না- প্রতিটি স্কুল/ কলেজে/ অফিসে / আদালতে/ বিভিন্ন পাব্লিক টয়লেট গুলোতে “ইমারজেন্সি প্যাড কর্ণার “ থাকা দরকার!

( ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের ক্লাসের সব ছবি এবং ইমার্জেন্সি প্যাড কর্ণার এর ছবি দিতে পারলাম না! )

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: গুড জব ইপ্সিমনি!!!! :)

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হেই সায়মা বাচ্চুমণি!! কি খবর তোমার?

২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার অনেক পোষ্টে ঘুরেফিরে "পিরিয়ড" এসে যায় কেন; নদী ও গরুর রচনা?

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গাজী ভাই, আপনি বিচক্ষণ মানুষ! শুধু পিরিয়ড শব্দটা পড়েই, নদী/ গরু ছাগলের রচনা লিখলে কি চলবে? পুরোটা পরে দেখুন, তাইলে বুঝবেন কিছুটা...!

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! দোয়া করবেন যেন কিছু করতে পারি বাচ্চাদের জন্য!

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো উদ্যোগ

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! দোয়া করবেন যেন কিছু করতে পারি বাচ্চাদের জন্য!

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

শায়মা বলেছেন: আমার খবর ভালো!!!!!! :)

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল থেকো বাচ্চুমণি

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

নাইট রাইটার বলেছেন: আপনার এই সচেতনতামূলক কর্মকাণ্ড দেখে ভালো লাগলো। চালিয়ে যান।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! দোয়া করবেন যেন কিছু করতে পারি বাচ্চাদের জন্য!

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

গরল বলেছেন: পিরিয়ড টা মুসলিম, হিন্দু সব ধর্মেই একটা নিষিদ্ধ বিষয় হিসাবে বা নাপাক ও অচ্ছুত বিষয় হিসাবে বর্ণনা করা হয়েছে। আমার এক বন্ধুর মা (হিন্দু) ওর স্ত্রীর পিরিয়ডের সময় তার হাতের কিছুই খায় না, নিজে রান্না করে খায় বা বাইরে থেকে আনিয়ে খায়। আবার ইসলাম ধর্মে পিরিয়ডের সময় নামাজ রোযা সবই নিষিদ্ধ বা হারাম। অতএব ধার্মিক পরিবারগুলোতে এই সচেতনতা অচল যেখানে এই উপমহাদেশের ৯০ ভাগ লোকজন অতিমাত্রায় ধার্মিক, ধর্মের জন্য জীবন দিতেও রাজি বা মানুষ হত্যা করতেও পিছপা হয় না।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই বলে কি এসব কুসংস্কার নিয়ে বসে থাকলে চলবে?

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

রেহমান খলিদ বলেছেন: বাস্তবিকই ভালো উদ্যোগ।আপনাকে সাধূবাদ

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! দোয়া করবেন যেন কিছু করতে পারি বাচ্চাদের জন্য!

৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

চাঙ্কু বলেছেন: উদ্যোগডা ভালো। চালিয়া যান।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! দোয়া করবেন যেন কিছু করতে পারি বাচ্চাদের জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.