নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ম্যারিটাইল রেপ এক আতংকের নাম...! পুরুষ কেন “বন্ধু স্বামী” হতে পারে না...?

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

অনেক নারী এই আতংকের মধ্য দিয়েই সংসার জীবন পার করে দেয় কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারে না!
শারীরিক/ মানসিক ভাবে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত হয়েও কাউকে কিছু বলা যাবে না
এমন করেই তাদের তৈরি করা হয় এমন কিছুই তাদের শিক্ষাতে ঢুকিয়ে দেয়া হয়!
অথচ চাইলেই পুরুষ পারে একজন নারীর “বন্ধু স্বামী” হয়ে পুরো ব্যাপারটাকে আতংকময় না করে উপভোগ্য করে তুলতে !
কিন্তু হাজারে হয়ত একজন “স্বামী” এমন হয়! যেখানে ভালবাসা দরকার, ভয় কিংবা আতংক কাটানো দরকার
সেখানে পাশবিকতা দেখানো হয় বেশির ভাগ ক্ষেত্রেই ! অথচ নিজ সঙ্গীনির সাথে এমন আচরণ যে অন্যায় তা অনেক পুরুষই বোঝে না!
মাঝখান থেকে অনেক নারী শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে!
তবুও সংসার টিকিয়ে রাখে!বেশির ভাগ পুরুষ শুধু নিজেদের পুরুষত্ব গায়ের জোরে দেখায়
আর কিছু বলা যাবে না সব সয়ে যেতে হবে এমন কিছু শিখিয়েই নারীকে একজন পুরুষের হাতে তুলে দেয়া হয়! ব্যস নারী সব সয়ে যায়!!
অথচ পুরুষ চাইলেই পারে- নারীকে কিছু সময় দিতে, পুরো ব্যাপারটাকে উপভোগ্য করে তুলতে
নারীকে ভালোবাসা দিয়ে সবকিছু বুঝে উঠতেও সাহায্য করতে পারে!
কারন এখানে পুরুষের আচরণ পাশবিক হয় বলেই- “ ম্যারিটাল রেপ” কথাটা এসেছে!!
গত কয়েকদিন থেকে ফেসবুক জুড়ে , অনলাইন পোর্টালগুলোতে
“ম্যারিটাইল রেপের” এমন অনেক কাহিনী বের হয়ে এসেছে!
পুরুষ কেন এমন হয়? এ প্রশ্ন করতে ইচ্ছেও হয় না!!
বরং ভাবি... তারা কেন “বন্ধু স্বামী” হতে পারে না...?

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক নারী শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে!
তবুও সংসার টিকিয়ে রাখে!

এখন আর সেদিন নাই, গ্রাম গন্জে কিছুটা আছে
তবে অধিকাংশ শিক্ষিত মেয়েরা তা মেনে নেয়না,
তাই তো প্রতিদিন শহর গুলিতে ডিভোর্স এর হার বেড়ে যাচ্ছে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটা সংসার ভাঙ্গুক তা কিন্তু কেউ চায় না-- কিন্তু বিয়ের প্রথম রাতেই ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা দিন দিন অত্যাচার বেড়ে যাওয়া কয়জন সহ্য করবে বলেন? অথচ পুরুষ নারী উভয়েই কিন্তু বন্ধু হয়ে দাম্পত্য জীবনটাকে সুন্দর করে তুলতে পারে! তাই নয় কি?

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: কারন ধর্মগত কারনে ম্যারিটাল সেক্স করতে মেয়েরা বাধ্য। ভারত উপমহাদেশ সহ মুসলমান এমনকি অনেক অমুসলমান দেশে শুধু মাত্র এই কারনেই নারীর অসম্মতিতে ম্যারিটাল সেক্সকে ধর্ষন বলে গন্য করে না

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই বাধ্য কিন্তু পাশবিকতাতে বাধ্য না! তাই নয় কি? অথচ পাশবিকতা বাদ দিয়ে মেরিটাল সেক্সকে উপভোগ্য করতে পুরুষেরই কি এগিয়ে আসা উচিৎ না?

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপু, সবাই তো আর এক রকম নয়। ভালো মানুষও আছেন অনেক।
আমাদের মন মানসিকতা বদলাতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করতে হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই অবশ্যই সবাই না! আমি কিন্তু বেশর ভাগ কথাটা বলেছি! এবং পারষ্পরিক শ্রদ্ধাবোধের আগে পারষ্পরিক সমঝোতাটা আগে দরকার! তাহলে দুজনে দুজনকে বুঝতে, দাম্পত্য জীবন উপভোগ্য করতে সুবিধা হবে ! তাই নয় কি?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সহজ বিষয় যেটা সেটা হল। আমাদের দেশে সেক্স এডুকেশন না থাকায় অনেক বিবাহিত দম্পতী ই জানেনা এই বিষয়ে।
ওই শিক্ষিত অনেক লোককেও দেখেছি তারা ভুল ভ্রান্তি নিয়ে বেচে আছে।


অনেকটা সিনেমার মতো। বা পর্ণ ছবির মতো।



সত্যি বলতে অনেকে এইটাকে একটা মজার বিষয় বানিয়ে ফেলেছে।।
কিভাবে বললে আপনি বুঝবেন বুঝতেছিনা।

অনেকটা বোকা লোকের হাতে বন্দুক তুলে দেয়ার মতো।।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক্সাক্টলি তাই!! বিয়ের আগে প্রত্যেক ছেলে মেয়ের সেক্সুয়াল লাইফ বিষয়ে প্রাথমিক শিক্ষা নেয়া দরকার! এবং ছেলেদের অবশ্যই এমন পাশবিকতা থেকে বের হয়ে মেয়েদের কিছু সময় দিয়ে পুরো বিষয়টাকে উপভোগ্য করে তুলতে সাহায্য করা দরকার! অথচ বেশির ভাগ ক্ষেত্রেই তা হয় না! কি শিক্ষিত কি অশিক্ষিত!!

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

সনেট কবি বলেছেন: মহা মূল্যবান পোষ্ট। আপনি যা বলেছেন সেটােই হওয়া উচিৎ। এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরী করা দরকার।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যে ভাইয়া ! বিষয়টা দিন দিন ভয়ংকর হয়ে যাচ্ছে! আর এরকম প্রকাশ বেড়ে গেলে- এক সময় বিয়েটাই আতংকের হয়ে যাবে অনেকের কাছে!! চাই সচেতনতা, চাই মানসিকতার পরিবর্তন!

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

নীল আকাশ বলেছেন: ম্যারিটাল সেক্স সাবজেক্ট টার সাথে অনেক কিছু জড়িত। হুট করে কাউকে বা কোন একটা কারন কে দায়ী করা যাবে না। এটা দূর করতে হলে আমাদের সবচেয়ে প্রথমে পরিবার থেকে এটা শুরু করতে হবে। যে ছেলে দেখে তার বাবা মায়ের সাথে প্রতিনিয়ত নির্মম আচরন করে, মেয়ের সাথে প্রতিনিয়ত নির্মম আচরন করে সে সেটা দিনের পর দিন দেখে দেখে অভ্যস্ত হয়ে পরে। নারী কে তার কাছে ভোগ্য পন্য ছাড়া আর কি কি মনে হবে বলুন? ঠিক বিপরীত টা চিন্তা করুন। এভাবেই আমরা পরিবার থেকে সব কিছু শিখে বড় হচ্ছি। এক নাস্তিক উন্মাদ আছে সব কিছুর মাঝে ইসলাম কে বাম হাত দিয়ে খুঁজে। এদের কথা ধরবেন না। এর সাথে ধর্মের কোনো সর্ম্পক নেই। ইসলাম ছাড়া অন্য ধর্মে এই আচরন হয় না? ইসলাম বলে স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য পরিপূর্ণতা। কোন সুস্থ স্বাভাবিক ধার্মিক ব্যক্তি তার স্ত্রীর সাথে আল্লাহের ভয়ে হলেও এরকম আচরন করতে সাহস পাবে না।

নারী। ছোট্ট এই শব্দটিতে মিশে আছে পৃথিবীর যতো সুখ। স্নেহ-মমতা, প্রীতি আর ভালোবাসার অমৃত। কারণ, নারী মানেই কোনো না কোনো পুরুষের মা। যার স্নেহের আঁচলতলে কেটেছে তার শিশুকাল। নারী মানেই কোনো না কোনো পুরুষের ভগ্নি। যার সঙ্গে হেসে খেলে কেটেছে দুরন্ত শৈশব অার কৈশোর। নারী মানেই কোনো না পুরুষের জায়া। যার প্রেমময় চোখের চাহনিতে মুছে যায় সকল দুঃখ যাতনার গ্লানি। যার এক চিলতে হাসিতে ক্লান্ত দেহে সঞ্চারিত হয় নব উদ্যম। যার অবুঝ অাচরণে সবুজ হয়ে ওঠে তার সুপ্ত স্বপ্নেরা। সর্বোপরি নারী মহান আল্লাহর এমনই এক অনন্য সৃষ্টি, যার উপস্থিতিকে উপেক্ষা করে মানব সভ্যতার আশা তো দূরের কথা, কল্পনাও করা যায় না। কেননা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

নিজের স্ত্রীর সাথে যে এরকম আচরন করতে পারে সে আসলে মানুষ না পশু বা তার চেয়েও অধম। যে হতে পারত মেয়েটার ভালোবাসার আরাধনা সেই হয়ে উঠে এক চরম ভয়ের আতংক। এরকম বৈবাহিক সম্পকের চেয়ে যদি সম্ভব হয় তাহলে আলাদা
হয়ে যাওয়াই উত্তম। এই ধরনের এক ধরনের সাইকোলজিক্যাল ডিসওর্ডার ছাড়া আর কিছু না.........।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালো বিশ্লেষণ করে বলেছেন ! আসলে এসব বিষয়ে অনেক সচেতনতা + শিক্ষা + মানসিকতার পরিবর্তন দরকার! নইলে এক সময় বিয়েটাই আতংক হয়ে যাবে!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একটা উদাহরণ দেই।এলাকার ফার্মেসিতে বসে আছি। চেনাজানা লোক। ভাই এর মতো। তো এক লোক এসে গোপনে কি চাইলো। ছোট ফার্মেসি তাই সব পাওয়া যায়। কম হলেও।


তো সে লোকটাকে একটা বোতল দিলো। ছোট কালো।
আমি১ মিনিট পর জানতে পারলাম সেটা একটা সেক্স বাম। নাম ঝোঁক এর তেল।
এটা নাকি খুব চাহিদা। শিক্ষিত অশিক্ষিত রিকশা ওয়ালা সবাই নেয়।

আমি তার কাছে (দোকানির কাছে() জানতে চাইলাম এটা আসলে ক্ষতিকর কিনা।
সে কিছু জানেনা। শুধু বললো কাজ না হলে কি আর নেয়।
তবে এসব রক্ত চাপ বাড়িয়ে তোলে। তাই
আমি এসবের কাছেও নাই (দোকানি বললো।


এই হল আমাদের দেশের অবস্থা।।।



আর মনোযোগ বিশেষজ্ঞ দের মতে অনেক নারী পুরুষ এই ভুল চিন্তা নিয়ে বড় হয়। তারা ভাবে
শুধু শারীরিক চাহিদা মেটানোই মুল লক্ষ্য।

অনেক নারী বিবাহের পর এই কারণ দেখিয়ে সংসার ত্যাগ করে। এটা একটা মানসিক রোগ আর কিছু না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানসিক রোগ কি না জানি না তবে বৈবাহিক জীবনকে সুন্দর করে তুলতে জানতে হবে অনেক কিছু + সঙ্গী/ সঙ্গীনির আচরণ বন্ধুত্বপূর্ণ হতে হবে তবেই হয়ত দাম্পত্য জীবন আতংকের না হয়ে উপভোগের হবে!

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: Fears are paper tigers.

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কঠিন শব্দের তরজমা করে দেন!!

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

জাহিদ অনিক বলেছেন:

হুম !!!!!! আপনার এই পোষ্টের শিরোনামই সব বলে দেয়-- পুরুষ কেন “বন্ধু স্বামী” হতে পারে না...?

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেই তো!!

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

কে ত ন বলেছেন: অনেক মেয়েই বিয়ে করতে ভয় পায় দুটো কারণেঃ
১ - বিয়ের পরে সঙ্গীর যৌন আচরণ কেমন হবে, সেই ভয়ে
২ - গর্ভধারণ ও সন্তান জন্মদানের কষ্ট কেমন অসহনীয় - সেটা বুঝে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক্সাক্টলি তাই...!! আমি এমন কথাও শুনেছি!!

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, ব্যাপারটা খুবই খারাপ, সুবুদ্ধি হোক পুরুষদের,

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এবং ভয়ংকর ও বটে!! সচেতনতা+ মানসিকতার পরিবর্তন হোক!!

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

রাজীব বলেছেন: সেজন্যই মনে হ্য় পশ্চিমা বিশ্বে সহজে বিয়ে করে না। আগে ২০ বছর ঘর-সংসার করে পরে বিয়ে করে। এতে করে তাদের ম্যারিটাইল রেপ এর সম্ভাবনা থাকে না।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: রাজীব বলেছেন: সেজন্যই মনে হ্য় পশ্চিমা বিশ্বে সহজে বিয়ে করে না। আগে ২০ বছর ঘর-সংসার করে পরে বিয়ে করে। এতে করে তাদের ম্যারিটাইল রেপ এর সম্ভাবনা থাকে না।
১। এরা যদি ২০ বছর এক সাথে ঘর-সংসার করে তো সমস্ত পৃথিবী উদ্ধার হয়ে যেত.........
২। বিয়ে করলেই তো ম্যারিটাইল রেপ হবে এর আগে না। আগে হলে ফোর্সড রেপ।
৩। রেপ কেস এদের দেশেই সব চেয়ে বেশি। পরিসংখ্যান দেখেন না। আগেই তো সব রেপ করে ফেলে..........

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

টারজান০০০০৭ বলেছেন: অবশ্যই বাধ্য কিন্তু পাশবিকতাতে বাধ্য না! তাই নয় কি? অথচ পাশবিকতা বাদ দিয়ে মেরিটাল সেক্সকে উপভোগ্য করতে পুরুষেরই কি এগিয়ে আসা উচিৎ না?

আপনাকে ধন্যবাদ ! বিবাহ কি , বৈবাহিক জীবন কেমন , কিভাবে চলিতে হইবে ইহার সুন্দর নির্দেশনা ধর্মে দেওয়া আছে ! আমাদের ম্যাংগোপিপলের ধর্মীয় শিক্ষা নাই , জাগতিক শিক্ষাতেও ইহার শিক্ষা দেওয়া হয় না, কোএডুকেশনে ইহা শোভনীয়ও নহে ! আজকাল নেট খুলিলেই জানা যায় ! পোলাপাইন জানিয়া যায়। তবে জানা আর মানাতো এক নহে ! মানিতে হইলে মানার যোগ্যতা অর্জন করিতে হয় !

তাওয়া গরম করার আগে যে রুটি সেঁকা ভালো নহে , সেঁকা হইলে উহা রুটি হইবে না , ময়দার তাল হইবে , ইহা না জানার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার অভাব, পাশবিকতার স্বভাব নহে ! না জানা , না উপলব্ধির কারণেই উহা পাশবিকতা হইয়া যায় !

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

অগ্নিবেশ বলেছেন: আমাদের ম্যাংগোপিপলের ধর্মীয় শিক্ষা নাই --- এই সব আর কত?
কাজ না হলে ভাইঙ্গালান সব মাদ্রাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.