নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেখুন ভন্ড প্রেমিক ও ধান্দাবাজদের... ( এফবির জন্য ) ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

এই হলো ভন্ড প্রেমিক... !

শুধু কমেন্ট থেকে পরিচয়...
চলার পথে কত ভাব-ভালোবাসা/ কেয়ার দেখানো...
একি শুধু অভিনয়... !!
শুধু কমেন্ট থেকে পরিচয়... !
এই অবুঝ স্ট্যাটাসে ... কে যে ক্ষণে ক্ষণে...
চুপি চুপি লাভ রিএক্ট দেয়... !
ওগো স্ট্যাটাস তুমি বলো না...
কেন যে কমেন্ট পেতে উতলা এ হৃদয়... !
শুধু কমেন্ট থেকে পরিচয় ...

( কি গান বলুন তো )

আর এই যে ধান্দাবাজ---

তুমি কি দেখেছো কভু।।
লাইক/কমেন্টের বিপর্যয় ?
লিস্টে আসার আগে, শত লাইক/ কমেন্ট...
লিস্টে এসে হারায়, লিস্টে এসে হারায়...!
আমি তো দেখেছি কত যে ধান্দাবাজ...
লিস্টে আসার আগে শতবার লাইকায়...
লিস্টে এসে তাদের মুখ...
কভু না দেখা যায়...
কমেন্ট না পেয়ে স্ট্যাটাসে তখন...
হাহাকার দেখা যায়... !
লিস্টে আসার আগে, শত লাইক/ কমেন্ট...
লিস্টে এসে হারায়, লিস্টে এসে হারায়...!

( বলুন দেখি কি গান? )

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

এফবির জন্য সামুতে ক্যান।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বি পজেটিভ!!! এফবির বহু বিষয় ব্লগেও লেখা হয়! জানেন না বুঝি?

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

তারেক ফাহিম বলেছেন: পরাজয় প্রেমের নাকি জিবনের?

ফেবুর স্টাটার্স ব্লগে B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ডোন্ট বি সিলি!! এটা লাইক/ কমেন্টের উপরে লেখা! এফবির কত বিষয় ব্লগে আসে! দেখেননি বুঝি?

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

এস এম ইসমাঈল বলেছেন: হে হে হে, তা মিস চৌধুরি, এফ বি তে বুঝি ছ্যাকা খেয়ে মন ভরেনি, তাই বুঝি সামুতে চিড়া ভেজাতে এসেছেন? হে হে হে
গানটি হলো "তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? দুখের দহনে করুন রোদনে তিলে তিলে তার .........

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার প্রো পিক দেখে তো মুরুব্বী মনে হচ্ছে! মজার ছলে কিছু বললেও তা রুচিসম্মত হওয়া দরকার ছিলো না কি? এটা ছ্যাকার জন্য লেখা নয়! এটা লাইক/কমেন্টের উপরে লেখা! এর আগের লেখাতে আরো কিছু আছে-- আশা করছি- আমি চিড়া ভেজাতে না আসলেও আপনি মুড়ি খেতে পারবেন সেখানে!

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: এস এম ইসমাঈল রসিক মানুষ ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার কাছে তো রসিকের থেকে একটু বেশি মাত্রায় ফাত্রা মনে হলো!!

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

সনেট কবি বলেছেন: বেশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া!

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝতে পারলাম না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কাল পড়েছিলেন না? কমেন্ট সমাচার! এটাও লাইক/কমেন্টের উপরে লেখা!

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাকু হাসান বলেছেন:
শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।। :P


তুমি কি দেখেছো কভু জীবনে বড় পরাজয় , :) দুইটাই পারলাম দেখি ;) । পুরষ্কার নাই কোনো ! :(

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ বা!! ইউ জিনিয়াস!! ওকে দাওয়াত রইলো চলে আসুন দিনাজপুর!!!

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ডার্ক ম্যান বলেছেন: ফেবুতে কোন ভণ্ড প্রেমিকা নাই

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: থাকবে না কেন? মুদ্রার অপর পিঠ তো থাকবেই!

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: এখানে আপনার ব্লগিং টাইম ৬ বছর নট এ জোক, অর্ধ যুগ, আপনি ব্লগে কেনো ফেসবুকিয় পোষ্ট দিবেন আপনার পোষ্ট হবে ওজনদার, ভারী, আপনি লিখবেন ধামাকা - - -

এই নিন আপনার জন্য


মাউন্টেইন ডিউ পান করেন তারপর লিখেন ধামাকা - - - - - অপেক্ষায় রইলাম ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ! আমি খুব চিকনা মানুষ তাই ভারী পোস্ট খুব কম দেই! এই আমার ব্লগেই এমন পাতলা পোস্টের ভেতরেই অনেক ভারী পোস্ট আছে! এক্সুয়ালী আমি রম্য লিখতাম ( ঠাট্টা- ভিম্রুলে) তাই আমার লেখা বেশির ভাগ-ই ররম্য ছলে হয়! আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, ব্লগে ফেসবুকীয় কোন কিছুর কথা রম্য ছলে কেন বলা যাবে না? যেখানে ফেবুতে ব্লগের বিভিন্ন বিষয় নিয়ে এই ব্লগাররাই লিখে মাঝে মাঝে! এবার আমাকে জানতে হবে, ব্লগে আসলেই কি লেখা যায়? ও হ্যাঁ পাতলার ভেতরে ভারী এমন পোস্ট পড়তে হলে আপনাকে একটু কষ্ট করে আমার আগের পোস্টগুলোতে ঢুঁ মারতে হবে............... অপেক্ষায় থাকলাম সেসব ভারী পোস্টে আপনার মন্ত্যবের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.