নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬






দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস
...............................................
----------------------
জলপাহাড়ে ঘর
---------------------
কেউ গেয়ে যাচ্ছে ক্লান্তকন্ঠে, বনজ সঙ্গীত। মন্দ
লাগছে না এই কোলাহল, পাতার পৃথক ভাষা,
সূর্যের বিবৃতি। পাহাড়ের প্রান্ত ছুঁয়ে জেগে উঠছে
যে প্রেমকণা- তাকে গ্রহণানন্দে, ভিজে যাচ্ছে প্রেমিকার চোখ।

এই শহরে যারা সাঁতার জানে না, তারাও ভাসতে এসেছে আজ
যারা কখনও পড়েনি, রাধা-কৃষ্ণের প্রেম কাহিনি, তারাও
বাঁশি হাতে নিয়ে দিচ্ছে ফুঁ- শিখতে চাইছে বিরহ নৈবেদ্য।

এই জলপাহাড়ে ঘর সাজিয়ে, কতকাল করেছি যাপন
অথচ ভিজি'নি কখনও, কার্তিকা দুপুরে।এমন কারও
সাথে দেখাও হয়নি আমার, যাকে গল্প বলা যায়-
অথবা তার কাছ থেকে শোনা যায় এমন কোনো গল্প,
যে উপাখ্যানের শেষে জলের ঝাপটা নেই,
পাহাড়ের অশ্রুপাত নেই।
#
-----------------------
পেরেকপাত্রে একা
-----------------------
আমাকে যে আপেলবাগানে নিয়ে যেতে চাইছো,
সেখানে অনেকগুলো কালো ভোমর থাকে।
আমাকে নিয়ে যেতে চাইছো যে আখক্ষেতে, সেখানে
এক মধ্যরাতে মুখ থুবড়ে পড়েছিল চন্দ্রের শবদেহ
আর কয়েকটি পিঁঁপড়ে, সেই শবদেহ টেনে নিয়ে
ফেলে দিতে চেয়েছিল নদীতে।

পেরেকপাত্রে এতোদিন একা পড়েছিল আমার যে
মৃত আত্মা, তুমি তাকে দিতে চেয়েছিলে যে প্রেম-
আমি এমন ভালোবাসা কখনও চাই'নি।

অংশীদারিত্বের প্রকরণে যে হিসেব-নিকেশ থাকে,
কবিতা তার পাশে বসতি গাড়ে না,
কবি, জীবনেও হতে পারে না শাসনের তাবেদার।
#

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

সাইন বোর্ড বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম, অসাধারন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.