নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

\'সেদিন গেছে ভেসে\'র যাত্রা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩২




আমার নতুন প্রকাশিত উপন্যাস 'সেদিন গেছে ভেসে' নিয়ে দুটি কথা বলার জন্য আবার হাজির হলাম।

বিস্ময়্করভাবে উপন্যাসটি খুব ভালো একটা অবস্থানে জায়গা করে নিতে পেরেছে। রকমারিতে উপন্যাসের বেস্টসেলার তালিকায় একেবারে ৭ নাম্বারে বইটি বসে আছে!

সেদিন গেছে ভেসে'র শুরুটা হয় একটি বিয়ে বাড়ির বিয়েকে কেন্দ্র করে । বিয়েবাড়ির হৈ হল্লা কৌতুক হাসিঠাট্টার মাঝেই আচমকা এক দুঃসংবাদ। হঠাৎ করে বিয়ের বর লুটিয়ে পড়েছে মেঝেতে। তাকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। একটা সুস্থ মানুষ হুট করে বিয়ের আসরে মারা গেল, রহস্যটা মূলত সেখান থেকেই শুরু।
একটা সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক কেমন যেন মাকড়সার জালের মতো ওতপ্রোতভাবে বিস্তৃত, জড়িত।
বিয়ের আসরেই কনের জীবনে নেমে আসা দুর্বিপাকের সুতো ধরে টান দিতেই একে একে বেরিয়ে আসে আরো অনেকের জীবন। বেরিয়ে আসে আশির দশকের তিন যুবক যুবতী শামস, হাফিজ আর সানজিদার গল্প। তাদের পারষ্পারিক বন্ধুত্ব, কলহ, প্রেম আর বিচ্ছেদের গল্প।
এসবের বাইরেও উঠে আসে বর্তমান সময়ের আরো এক রহস্যময় যুবকের গল্প। প্রতিটি ঘটনার আশেপাশে সে বিরাজ করছে, অথচ কোনোভাবেই তাকে কোনোকিছুর সাথে সংযুক্ত করা যাচ্ছে না। তাহলে কি অন্য কেউ তার নিয়ন্ত্রক? কে তাকে নিয়ন্ত্রণ করছে? কেনই বা সে এমন ধুম্রজাল তৈরিকারী ঘটনার সাথে সম্পৃক্ত নাকি আসলেই সম্পৃক্ত না! ঠিক কী উদ্দেশ্যে এই নিয়ন্ত্রণের নাটাই কে হাতে নিয়েছে?
এই সব কিছু জানতে হলে পড়তে হবে থ্রিলার ধর্মী উপন্যাস "সেদিন গেছে ভেসে "!

তবে লেখাটি খুব জমাট থ্রিলার উপন্যাস নয়। গল্পটা মূলত সামাজিক। সামাজিক গল্পের ভাঁজে ভাঁজে ঘিরে থাকা রহস্যের ধুম্রজাল লেখাটিকে কিছুটা থ্রিলারের স্বাদ দিয়েছে।

বইটি প্রকাশিত হয়েছে জাগৃতি প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে রকমারি ও দূরবীনে।

মলাট মূল্য ৫০০ টাকা। ২৫% কমিশনে পাবেন ৩৭৫টাকায়।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭

নীল আকাশ বলেছেন: এই সাফল্যের জন্য অভিনন্দন আপনাকে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। বইটি পড়ে দেখার আমন্ত্রণ রইলো।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০

ফাহমিদা বারী বলেছেন: আপনি শহুরে পটভূমিতে লেখা গল্প তেমন পছন্দ করেন না দেখেছি। নইলে পড়তে বলতাম।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন:

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

ফাহমিদা বারী বলেছেন: ছবি উলটা বসাইছিলাম। ধন্যবাদ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১২

কবিতা ক্থ্য বলেছেন: শুভ কামনা।
কিন্তু কেমন করে পাওয়া যায় বইটা - চিন্তা করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

ফাহমিদা বারী বলেছেন: আমার কাছে থেকেও নিতে পারেন। আমাকে ফেসবুকের মেসেঞ্জারে নক করতে পারেন। এছাড়া রকমারি দূরবীন সব জায়গাতেই আছে।
তবে আপনি দেশের বাইরে থাকলে আলাদা কথা। সেক্ষেত্রে দেশের কারো মাধ্যমে নিতে হবে।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৬

মলাসইলমুইনা বলেছেন: শুভ কামনা ।আপনার 'সেদিন গেছে ভেসে' সাফল্যের তীরে চির আটকে থাকুক ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

ফাহমিদা বারী বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। বইটা পড়ার অনুরোধ থাকবে। ভুলত্রুটি নিয়ে কিছু বললে খুশি হব।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এ তো সামহয়্যারইনব্লগের জন্যে একটি আনন্দের সংবাদ!

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩

করুণাধারা বলেছেন: অভিনন্দন আর শুভকামনা।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: অতি আনন্দের খবর। আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫২

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ অনেক।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

ঢুকিচেপা বলেছেন: আপনার নতুন প্রকাশিত উপন্যাস বেস্টসেলারে ৭ থেকে ১ এ উঠে আসুক এই কামনা করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫১

ফাহমিদা বারী বলেছেন: সেই সম্ভাবনা সুদূর পরাহত :) বেস্টসেলার তালিকায় প্রথম কিছুদিন ছিলাম। এখন নেমে গেছি।

সে যাহোক। তাতে আফসোস করা বোকামি। আমার লেখা যদি পাঠকের মন কাড়ে তাহলেই সার্থকতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.